"না" বলতে শিখুন।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো প্রয়োজনে 'না'বলতে জানা উচিত আমাদের সকলের বিষয়টা নিয়ে।

Red Black Yellow Modern Learn How to Say No Label Square_20240421_215317_0000.png

আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত প্রতি মূহুর্তে নানান ঘটনা ঘটে চলেছে।যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে ততোদিন অবিরত ঘটতেই থাকিবে।মানুষ হয়ে জন্মেছি নানান পরিস্থিতির সম্মুখীন হতেই হবে।ঠিক তেমনিভাবে আমাদের নানান বিভ্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমাদের অনেকের একটা দূর্বলতা হচ্ছে।আমরা কখনোই কোনোকিছুতে 'না' বলতে পারি না।
কিছু ঘটনা মাধ্যমে বুঝানোর ট্রাই করি।
মনে করেন আপনার কাছে আপনার কোনো বন্ধু কোনো কিছু একটা সাহায্য চেয়েছে। আপনার সেটা করার সামর্থ্যের বাইরে।কিন্তু আপনার কাছে বলাতে আপনি তাকে না ফিরিয়ে নিজের মতো করে চেষ্টা করে চলেছেন তাকে উপকার করার জন্য।আপনি প্যারা নিচ্ছেন অথচ কাজটা আপনার না।তবুও আপনি প্যারা খাচ্ছেন।এতে কিন্তু আপনার তেমন কোনো লাভ নেই আত্মতুষ্টি ছাড়া।তবুও করেই চলেছেন।কিন্তু দিনশেষে দেখবেন এগুলো করার ফলে আপনি সস্তা হচ্ছেন।সেই সাথে আপনি আপনার জন্য নির্দিষ্ট করা সময়গুলো হারাচ্ছেন।আপনার মূল্য কমছে।
আরেকটা ঘটনা বলি। আপনার কাছে কেবল ১০০০ টাকাই আছে যেটা অনেক কষ্টের।এবং এটা কিভাবে ব্যাবহার করবেন তা ঠিক করে রেখেছেন।কিন্তু সেই মূহুর্তে আপআপনার কোনো বন্ধু আপনার কাছে চেয়ে বসলো টাকাটা।শুধুমাত্র আপনার পকেটে আছে বলে তাকে না করতে পারিলেন না।দিয়ে দিলেন।এতে করে কি হলো আপনার কষ্ট করে অর্জিত টাকা টা সাময়িক হারালেন।নির্দিষ্ট একটা কাজের জন্য ঠিক করে রেখেছিলেন সেটা মিস করিলেন।তখন আপনি যতোই বলেন না কেন আপনি কিছুটা মনস্তাত্ত্বিক দ্বিধায় ভুগিবেন সেটাই স্বাভাবিক। আর সেটার একমাত্র কারণ এই যে আপনি 'না' শব্দটির ব্যবহার করতে জানেন না।
এর ফলস্বরূপ আপনি হয়ে যাবেন সকলের কাছে ভ্যালু লেস। সকলের এক্সপেকটেশন বেড়ে যাবে আপনার কাছে।যদি কোনো কোনো এক অজানা কারণে তাদের চাওয়ার পূর্ণতা দিতে না পারেন দেখবেন তাদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন।এতে তাদের দোষ নেই আপনি তাদের এভাবে গড়ে তুলেছেন।।তাই বলবো আমাদের প্রত্যেকের উচিত 'না' শব্দটার যথাযথ ব্যবহার করা এতে আমাদেরই লাভ। সকলের সাথে সম্পর্কটাও সুন্দর থাকে।কারো মন খারাপের কারণ হতে হয় না।সকলের সাথে স্থিতিশীল একটা সম্পর্ক বজায় থাকে।

Light Pink Red Modern Bold Learn To Say No Tote Bag_20240421_214746_0000.png

ফটোগুলো তৈরি করতে আমি ব্যবহার করেছি।

Deviceoppo A95
Designermahmudul01
AppCanva

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এমন ঘটনাটা আমার সাথে মাঝে মাঝেই ঘটে কারো মুখের উপরে না বলতে পারি না। তবে আমার মনে হয় এমন কাজের মাধ্যমে আমি মনের প্রশান্তি পাই। তবে কিছু ক্ষেত্রে না বলা উচিত বলে মনে করি।

 2 months ago 

হ্যাঁ অবশ্যই।জায়গা এবং পাত্র অনুযায়ী না বলা উচিত। অন্যথায় নিজেকে সহজলভ্য করা হয়।আপনি দেখবেন আপনাকে তখন যা ইচ্ছে তা ব্যবহার করা হয়। তাই জায়গা এবং পাত্র বুঝে প্রয়োজনে না বলা উচিত বলে আমি মনে করি।

 2 months ago 

অনেক ধন্যবাদ, লেখাগুলোর প্যারাগ্রাফের মাঝে একটু গ্যাপ থাকলে দেখতে আরো সুন্দর লাগতো। বিষয়টির প্রতি যত্নশীল হওয়ার অনুরোধ করছি।

 2 months ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য।আপনার দিক নির্দেশনা আমি অনুসরণ করে চলবো।অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65348.61
ETH 3557.74
USDT 1.00
SBD 2.45