DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর সুন্দর একটি ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240819_183119~2.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই ব্লগটি তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। এমনিতেই গ্লিটার ফোম সিট দিয়ে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তারপরেও আপনাদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়ে ভালোলাগার জায়গাটা আরও প্রশস্ত হয়েছে। তারোই ফলশ্রুতিতে চেষ্টা করি প্রতিনিয়ত গ্লিটার ফোম সিট দিয়ে একটা কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য । যাই হোক আজকেও গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর একটি ফুল তৈরি করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর সুন্দর একটি ফুল তৈরি

20240819_183332~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে ঘর সাজানোর সুন্দর একটি ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। সাদা পুঁথি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240819_110546~2.jpg20240819_110658~2.jpg

20240819_110912~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের সাদা এবং বেগুনি রঙের গ্লিটার ফোম সিট থেকে ৫ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার ৩ টুকরো করে টোটাল ৬ টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম। এবং প্রত্যেক টুকরো গ্লিটার ফোম এক কোনা থেকে আরেক কোণা পর্য্যন্ত্য ঠিক মাঝখান দিয়ে কেটে নিলাম। যা টোটাল ৬+৬ =১২ টুকরো গ্লিটার ফোম হয়েছে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240819_111114~2.jpg20240819_111213~2.jpg

20240819_124951~2.jpg

এবার বেগুনি রঙের গ্লিটার ফোমের টুকরো গুলোকে মাঝখান দিয়ে ভাঁজ করে এক সেন্টিমিটার পরপর দাগ দিয়ে তিন ভাগে ভাগ করে নিলাম এবং চতুর্থ ভাগ সম্পূর্ণ কেটে আলাদা করে রাখলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240819_132655~2.jpg20240819_132929~2.jpg
20240819_133816~2.jpg20240819_133902~2.jpg

20240819_180240~2.jpg

এবার বেগুনি রংয়ের তিন ভাগে ভাগ করা গ্লিটার ফোমের টুকরোকে উল্টিয়ে নিয়ে প্রথম ছোট অংশকে নিচের দিক থেকে পেঁচিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। এরপরের দুই অংশের মাথা গ্লু গান দিয়ে লাগিয়ে নিচের অংশের সাথে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240819_131452~2.jpg20240819_132134~2.jpg

20240819_132244~2.jpg

*এবার বেগুনি রংয়ের অতিরিক্ত ছয় টুকরো গ্লিটার ফোমের চওড়া পাসের দুই মাথা গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240819_125618~2.jpg20240819_125813~2.jpg

20240819_130243~2.jpg

এবার সাদা গ্লিটার ফোম এর টুকরোকে দুই কোনা এক সমান করার জন্য অতিরিক্ত এক কোনা কেটে নিলাম। এবং চওড়া পাশ থেকে ভাঁজ করে তিন সেন্টিমিটার ফোম মাঝখান থেকে তিনকোনা করে কেটে নিলাম। ঠিক ইংরেজি
"A" অক্ষরের মতো করে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240819_180255~2.jpg20240819_180351~2.jpg

20240819_181032~2.jpg

এবার সাদা গ্লিটার ফোম এর টুকরোর এক মাথার সাথে বেগুনি রংয়ের ছোট টুকরো লাগিয়ে। পরবর্তীতে সাদা টুকরোর আরেক মাথা গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফুলের পাপড়ি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সপ্তম ধাপ
20240819_181116~2.jpg20240819_181239~2.jpg

20240819_181423~2.jpg

এবার সাদা গ্লিটার ফোমের প্রত্যেকটা পাপড়ি একটির মাথার সাথে আরেকটির মাথা গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

অষ্টম ধাপ
20240819_182503~2.jpg20240819_181615~2.jpg

20240819_181856~2.jpg

এবার ২ সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো সাদা গ্লিটার ফোম কেটে আইরনের তাপের সাহায্যে গোল করে নিলাম। এবং সাদা গ্লিটার ফোম এর সাহায্যে তৈরি ফুলের নিচে, বেগুনি রঙের ফুলের পাপড়িগুলো লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-

20240819_182626(0)~2.jpg

20240819_183119~2.jpg

সর্বশেষ ধাপে এসে দুই সেন্টিমিটার ব্যাসার্ধের সাদা গ্লিটার ফোম এর টুকরোটি ফুলের উপরে লাগিয়ে দিলাম। এবং ফুলের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বেগুনি রঙের পাপড়ির উপরে একটা করে সাদা পুঁথি লাগিয়ে দিলাম। আর এই সাদা পুঁথি লাগিয়ে দেওয়ার মাধ্যমেই গ্লিটার ফোম দ্বারা সুন্দর এই ঘর সাজানো ফুলটির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240819_183246~2.jpg20240819_183205~2.jpg

20240819_183225~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর সুন্দর এই ফুলটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে । আমি আশা করি এই সুন্দর ফুলটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন ব্লগ নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন , আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 months ago 

খুবই সুন্দর ডাই পোস্ট করেছেন। আপনার ডাই পোস্টগুলো যত দেখি ততই ভালো লাগে। অনেক দক্ষতা ও সময় নিয়ে আপনি এই ডাই পোস্টটি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করলেন।

 2 months ago 

আমার সম্পূর্ণ পোস্ট দেখে অনেক সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গ্লিটার ফোম দিয়ে খুব সুন্দর করে একটি ফুল তৈরি যা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর এই সমস্ত ফুলগুলো ঘরে রাখলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

গ্লিটার ফোম সিট ব্যবহার করে আমার তৈরি করা ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা।সবশেষে এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

ফুল তৈরি জাস্ট অসাধারন লাগতেছে ভাই। আপনি দেখছি এধরনের কাজ গুলো করতে বেশ পারদর্শী। নিখুঁত ভাবে ভিন্ন রকম ভাবে ফুল তৈরি করে দেখিয়েছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর সুন্দর একটি ফুল তৈরি সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টগুলো তৈরি করেন। আজকের পোস্টটি আমার কাছে অসাধারণ লেগেছে।

 2 months ago 

আমার হাতের তৈরী গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর সুন্দর ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আমার সম্পূর্ণ পোস্টটা দেখে অনেক সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

ভাইয়া আপনি আবারও গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। আপনার বানানো আজকের এই ফুলটি ও খুব সুন্দর হয়েছে। আমিও ভেবেছি আপনার তৈরি ফুল দেখে একদিন বানাবো। গ্লিটার পেপার দিয়ে তেমন কিছু বানানো হয় না। তবে আপনাদের বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু আমার সবগুলো পোস্ট দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাইয়া আপ্পনি রীতিমতো অবাক করে দিয়েছেন। আপনার তৈরি করা প্রত্যেকটি ফুল অসাধারণ হয়।গ্লিটার ফোম দিয়ে যে এত সুন্দর করে ফুলগুলো তৈরি করেন তা দেখলে ইচ্ছে করে আমিও তৈরি করি। কিন্তু আমার কাছে এখন গ্লিটার ফোম নেই তাই করতে পারছি না।

 2 months ago 

আমার সবগুলো পোস্ট দেখে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন। যেখানে গ্লিটারি আর্ট পেপার দিয়ে ফুল তৈরি করে দেখিয়েছেন। বেশ চমৎকার হয়েছে আপনার এই ফুল। এগুলো দিয়ে কিন্তু ঘর সাজানোর যায় এবং দেখতে ভালো লাগে।

 2 months ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন। এই ফুলগুলো তৈরি করতে খুবই দক্ষতার প্রয়োজন হয়। আপনি ফুল তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 months ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67684.16
ETH 2412.87
USDT 1.00
SBD 2.33