DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি।।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240903_105518~2.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম সুন্দর একটি সূর্য্যমুখী ফুল দিয়ে। যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আজকে ঢাকা শহরের তাপমাত্রা অনেকটাই বেশি। আর এই তাপমাত্রা বেশির জন্য জনজীবনে আবারও অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই প্রচন্ড গরম উপেক্ষা করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য গ্লিটার ফোম সিট দিয়ে আবারো একটি সূর্যমুখী ফুল তৈরি করেছিলাম। যাই হোক এই সূর্য্যমুখী ফুলটা তৈরি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই সূর্য্যমুখী ফুলটি দেখার পরে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক গ্লিটার ফোম সিট দিয়ে আমি কিভাবে সূর্যমুখী ফুলটা তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি।।

20240903_105514~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240903_093851~2.jpg20240903_094143~2.jpg

20240903_094255~2.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৮ সেন্টিমিটার ব্যাসার্ধের ৪ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং প্রত্যেক টুকরো গ্লিটার ফোম সিটকে ১৬ টি ভাগে ভাগ করে কেঁচি দিয়ে কেটে ফুলের পাপড়ির আকৃতি করে নিলাম । এখানে আপনাদের বোঝানো হয়েছে একটি মাত্র গ্লিটার ফোম সিট দিয়ে।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240903_095307~2.jpg20240903_101326~2.jpg

20240903_102038~2.jpg

এবার চার টুকরো গ্লিটার ফোম সিটকে আয়রনের তাপ দিয়ে হালকা বাঁকিয়ে নিলাম।যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

20240903_102407~2.jpg20240903_102721~2.jpg

20240903_102918~2.jpg

এবার আয়রনের তাপ দেওয়া গ্লিটার ফোমের টুকরোকে একটি লাইটারের সাহায্যে পুড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে পাপড়ির ডগাগুলো সূচালো করে নিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240903_095810~2.jpg20240903_100354~2.jpg

20240903_103211~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৫ সেন্টিমিটার দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং পাতার আকৃতি করে কেটে আয়রনের সাহায্যে তাপ দিয়ে হালকা বাকিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240903_100552~2.jpg20240903_101008~2.jpg

20240903_103151~2.jpg

এখানে ১৪ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম সিট এর এক প্রান্ত কেঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এবং আয়রনের তাপ দিয়ে বাকিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240903_103722~2.jpg20240903_104117~2.jpg

20240903_104747~2.jpg

এবার এক টুকরো জি আই তারের সাথে ফুলের কলির টুকরোটি পেঁচিয়ে নিলাম। একে একে সমস্ত পাপড়িগুলো একটির সাথে আরেকটি লাগিয়ে দিলাম। এবং জিআই তারের সাথে আরও এক টুকরো গ্লিটার ফোম সিট পেঁচিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-

20240903_105137~2.jpg

20240903_105145~2.jpg

সর্বশেষ ধাপে এসে ফুলের সাথে ফুলের পাতাগুলো লাগিয়ে দিলাম এবং এরই মাধ্যমে সূর্য্যমুখী ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240903_105459~2.jpg20240903_105507~2.jpg

20240903_105443~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর সূর্যমুখী ফুলটি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি আশা করি এই ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন , আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

bqA9tjZHuvzfb9GH1evguMK5hvVsVSbh1pg5irJNYw9ysH3ZowB5g8hEyH5sx6RPXjyh3DwChVQ2WXhPqyKiw2QDkQQNJBznWM7BbHg4J6tFrqbbVRG5o1WYbK5d8yt1zzi2yXUBfWHXBenFKrEep1AXxF9YpMQnQHrB3gEnNsxtbN7qZL7MMNAPGrJ.jpeg

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি এই কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর কাগজের জিনিস তৈরি করার ক্ষেত্রে আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে তাই তো এত সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন।

 2 months ago 

অসাধারণ ডাই পোস্ট তৈরি করেছেন আপনি। সত্যি ভাই আপনার প্রশংসা করতে হয়। গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। সূর্য্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে চমৎকার সূর্যমুখী ফুল তৈরি করেছেন ।দেখতে ভীষণ ভালো লাগছে ।তাপ দিয়ে পেপার টি বাঁকানোর ব্যাপারটা বেশ ভালো লেগেছে ।যার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার তৈরি করা সূর্যমুখী ফুল অসাধারণ হয়েছে। এত সুন্দর করে আপনি সূর্যমুখী ফুলটি তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। আপনি আপনার কাজের ক্ষেত্রে খুবই সচেতন এবং বেশ সময় নিয়ে কাজ করেন ভাইয়া। দেখে খুবই ভালো লাগলো।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্য্যমুখী ফুল তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই সূর্যমুখী ফুল তৈরি করেছেন। আপনার ডাই পোস্টগুলো যত দেখি ততই ভালো লাগে। আজকের পোস্টটি অসাধারণ হয়েছে।

 2 months ago 

গ্লিটার হোম পেপার দিয়ে চমৎকার একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন ভাইয়া।যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।আপনার তৈরি করা গ্লিটার পেপার দিয়ে বিভিন্ন ধরনের ফুল আমার কাছে অনেক ভালো লাগে।এগুলো তৈরি করতে নিশ্চয়ই অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।যাইহোক আজকে গ্লিটার হোম পেপার দিয়ে এত সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

বাহ! খুব সুন্দর একটা সূর্যমুখী ফুল তৈরি করেছেন আপনি। বেশ ভালো লাগছে ফুলটা দেখতে। আপনি প্রায় সময় এই ধরনের পোস্টগুলো আমাদের মাঝে শেয়ার করেন। এগুলো বানাতে নিশ্চয়ই অনেকটা সময় প্রয়োজন। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার গ্লিটার ফোম দিয়ে সূর্য্যমুখী ফুলটি চমৎকার হয়েছে। সত্যি আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। আসলে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.033
BTC 88885.90
ETH 3279.02
USDT 1.00
SBD 2.99