DIY-(এসো নিজে করি)//রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর একটি শাপলা ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240803_165636~2.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবারো নতুন আরো একটা ডাই ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। অনেকদিন পর আবারো রঙিন আর্ট পেপার দিয়ে একটা ডাই ব্লগ তৈরি করলাম। আজকের এই ডাই ব্লগটা হচ্ছে রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর একটা শাপলা ফুল তৈরি। যদিও এতক্ষণে থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকে বিকাল বেলাটা আমি একটু ফ্রি ছিলাম। আর এই ফ্রি সময়টা কাজে লাগিয়ে সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছি। ফুলটি তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর এই শাপলা ফুলটি কিভাবে আমি তৈরি করেছিলাম।

।। রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর একটি শাপলা ফুল তৈরি।।

20240803_170000~2.jpg

আমি রঙিন আর্ট পেপার দিয়ে কিভাবে সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙ্গিন আর্ট পেপার ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। পেন্সিল কম্পাস।
৫। গ্লু গান।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240803_095055~2.jpg20240803_095626~2.jpg
20240803_095840~2.jpg20240803_153508~2.jpg

20240803_161952~2.jpg

প্রথমে আমি রঙিন আর্ট পেপার থেকে ৯ সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরো মিষ্টি রঙের আর্ট পেপার। ৮ সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো সবুজ এবং এক টুকরো মিষ্টি রঙের আর্ট পেপার। ৭ সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো সবুজ এবং এক টুকরো মিষ্টি রঙের আর্ট পেপার। ৬ সেন্টিমিটার ব্যাসার্ধের দুই টুকরো মিষ্টি রঙের আর্ট পেপার টোটাল ৮ টুকরো আর্ট পেপার কেচিঁ দিয়ে কেটে নিলাম। প্রত্যেক টুকরো আর্ট পেপারকে আটটি ভাগে ভাগ করে কেটে মাথাগুলো পিরামিড আকৃতিতে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ

20240803_162144~2.jpg

20240803_162521~2.jpg

এখানে ৬ সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরাকে একটি পাপড়ি ফেলে আর একটি পাপড়ির মাঝ বরাবর কেটে গ্লু গান দিয়ে আটকিয়ে টোটাল ছয়টি পাপড়ি রেখে দিয়েছি । যেমনটি আপনারা দেখতে পারছেন।

20240803_162224~2.jpg

20240803_162529~2.jpg

এখানে ৬ সেন্টিমিটার ব্যাসার্ধের আরেক টুকরাকে চারটি পাপড়ি ফেলে আর একটি পাপড়ির মাঝ বরাবর কেটে গ্লু গান দিয়ে আটকিয়ে টোটাল তিনটি পাপড়ি রেখে দিয়েছি । যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240803_162604~2.jpg20240803_162640~2.jpg
20240803_162728~2.jpg20240803_162857~2.jpg
20240803_162858~2.jpg20240803_162940~2.jpg

20240803_163153~2.jpg

এবার নয় সেন্টিমিটার ব্যাসার্ধের টুকরোর নিচের দিকে সবুজ দুটি টুকরো অর্থাৎ আট সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো এবং সাত সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। এবং নয় সেন্টিমিটার ব্যাসার্ধের টুকরোর উপরে বাকি মিষ্টি কালারের টুকরো গুলো যথাক্রমে একে একে লাগিয়ে শাপলা ফুলের আকৃতি করে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240803_164414~2.jpg20240803_164538~2.jpg
20240803_164801~2.jpg20240803_164847~2.jpg

20240803_164937~2.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার এক টুকরো সবুজ রঙের আর্ট পেপার এক কোনা থেকে অন্য কোন পর্য্যন্ত্য মুড়িয়ে একটা স্টিক তৈরি করে নিলাম। এবং এই স্টিকটার মাথা কেটে ঘাম দিয়ে শাপলা ফুলের সাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240803_163818~2.jpg20240803_165132~2.jpg

20240803_165259~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার সবুজ রঙের দুই টুকরো আর্ট পেপার কেটে পাপড়ির আকৃতি করে কেটে নিলাম । এবং মাঝখান দিয়ে কুচি কুচি করে ভাজ দিয়ে শাপলা ফুলের পাতা তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240803_164937~2.jpg20240803_165259~2.jpg

20240803_165545~2.jpg

সর্বশেষ ধাপে এসে ফুলের কান্ডের সাথে পাতা দুটি লাগিয়ে দিলাম আর এরই মাধ্যমে শাপলা ফুল তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240803_170149~2.jpg

20240803_170000~2.jpg

রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর এই শাপলা ফুলটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে এই শাপলা ফুলটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে কারণ এই ব্লগটি তৈরি করতে গিয়ে আমি হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম এবং দীর্ঘ আড়াই ঘন্টা পরে ঘুম থেকে হঠাৎ জাগ্রত হই এবং আমার মনে পড়ে যায় আমি তো ব্লগটা রেডি করিনি। অবশেষে আমি রাত দুইটা পনেরো মিনিট এ ব্লগটা রেডি করি।যাইহোক আমি আশা করি ব্লগটা দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো অন্য একটা পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 last month 

ভাইয়া আপনার ডাই পোস্টগুলো আমি সবসময় দেখি। খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেন আপনি। গ্লিটার আর্ট পেপার দিয়ে যেমন সুন্দর ফুল তৈরি করেন সেরকম সুন্দর হয়েছে আজকের এর ফুলটি। অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার রঙিন কাগজের ফুলটি।

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর একটি শাপলা ফুল তৈরি। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যিই আমার কাছে বেশ চমৎকার লিখেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। টকটকে লাল রঙের ফুলটা অনেক সুন্দর লাগছে দেখতে। এই জিনিসগুলো তৈরি করা অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। বেশ ভালো লাগলো আপনার তৈরি ডাই প্রজেক্ট দেখে। চমৎকার ভাবে তৈরি করেছেন ফুলটা। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

রঙিন আর্ট পেপার ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি শাপলা ফুল বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপনার বানানো শাপলা ফুলটা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

রঙিন কাগজ দিয়ে আমাদের জাতীয় ফুল শাপলা তৈরি করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর একটা শাপলা তৈরি করেছেন দেখে তো জাস্ট মুগ্ধ হলাম। রঙিন কাগজ দিয়ে এরকম ফুলগুলো তৈরি করে ফুলদানির মধ্যে রেখে যদি ঘর সাজানো হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলটা যদি আপনি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। যারা শাপলা ফুল তৈরি করতে পারে না তারা খুব সহজ আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 last month 

রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর শাপলা ফুলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি লাল টুকটুকে শাপলা ভীষণ ভালো লাগছে। এই কাজগুলো করতে সময় ধৈর্য আর দক্ষতা সবকিছুই প্রয়োজন হয়। আজ আপনার শাপলা ফুলটি দেখে বুঝা যাচ্ছে অনেক দক্ষতা দিয়ে ফুলকি তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। এত সুন্দর করে ডাই শাপলা ফুলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন।চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন পেপার দিয়ে শাপলা ফুলটি।ধাপে ধাপে সুন্দর করে শাপলা ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুল টি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

শাপলা ফুলটা দেখে মনে হচ্ছে সত্যিকারে শাপলা ফুল। রঙিন আর্ট পেপার দিয়ে খুব সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন। শাপলা ফুল তৈরি করার প্রতিটা ধাপ আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। ধন্যবাদ সুন্দর একটি ড্রাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58387.03
ETH 2359.14
USDT 1.00
SBD 2.37