DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-07-27_23-19-36-778.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। এই পোস্টটি হচ্ছে একটি ডাই পোস্ট। এই ডাই পোস্টটি তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আর এই গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছি যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আসলে দেশের এই ক্লান্তিময় সময়ে আমি এখন আমার দেশের বাড়িতে অবস্থান করছি। যেহেতু মোবাইল ইন্টারনেট নেই ব্রডব্যান্ডের কিছু ইন্টারনেট আমি ব্যবহার করছি। সেটাও মাঝে মাঝে অনেক স্লো হয়ে যায়। কাজেই যখন কিছুই করার থাকেনা তখন বসে বসে ডাই পোস্টগুলো তৈরি করে থাকি। আর তারি ধারাবাহিকতায় আজকে একটি ডালিয়া ফুল তৈরি করেছি। আশা করি এই ডালিয়া ফুলটি দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে। তো আর দেরি না করে দেখে নেয়া যাক গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে আমি সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি

20240727_165916~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240727_141452~2.jpg

১। গ্লিটার ফোম ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পেন্সিল কম্পাস ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240727_144404~2.jpg20240727_145156~2.jpg
20240727_145303~2.jpg20240727_145453~2.jpg

20240727_145619~2.jpg

প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার , ৬.৫ সেন্টিমিটার বাই ৬.৫ সেন্টিমিটার তিন টুকরো করে টোটাল ছয় টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম। এবং প্রত্যেক টুকরো গ্লিটার ফোম কে আটটি ভাগে ভাগ করে কেচিঁ দিয়ে কেটে ফুলের পাপড়ি আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240727_154019~2.jpg20240727_154026~2.jpg
20240727_160435~2.jpg20240727_161815~2.jpg

20240727_161846~2.jpg

এবার প্রত্যেকটা পাপড়ির গোড়ার দিকে গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে চিকন করে দিলাম। এবং আয়রনের সাহায্যে তাপ দিয়ে পাপড়ির মাথাগুলো হালকা উপরের দিকে বাঁকিয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240727_143356~2.jpg20240727_144221~2.jpg

20240727_161746~2.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম এবং কুচি কুচি করে কেটে আয়রনের তাপ দিয়ে হালকা বাঁকিয়ে নিলাম।যেমনটি আপনার ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240727_152406~2.jpg20240727_153311~2.jpg

20240727_161757~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার সবুজ তিন টুকরো গ্লিটার ফোম কেটে পাতার আকৃতি করে আয়রনের তাপ দিয়ে হালকা বাকিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240727_162317~2.jpg20240727_162501~2.jpg

20240727_162826~2.jpg

এবার উচ্ছিষ্ট গ্লিটার ফোমের টুকরো গুলো একটি কাঠির মাথায় গোল করে গ্লু গান দিয়ে লাগিয়ে নিলাম। এবং এই কাঠির মাথায় ২০ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার গ্লিটার ফোম এর টুকরো পেচিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে ফুলের কলি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240727_163209~2.jpg20240727_163818~3.jpg
20240727_164125~2.jpg20240727_164603~2.jpg

20240727_164613~2.jpg

এবার এই ফুলের কোলির সাথে সমস্ত পাপড়িগুলো একের পর এক গ্লু গান দিয়ে লাগিয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240727_164850~2.jpg20240727_165549~2.jpg

20240727_165518~2.jpg

সর্বশেষ ধাপে এসে কাঠির সাথে সবুজ গ্লিটার ফোম পেঁচিয়ে লাগিয়ে দিলাম। এবং গ্লু গানের সাহায্যে পাতাগুলো ফুলের কাণ্ডের সাথে লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমেই গ্লিটার ফোম সিট দিয়ে ডালিয়া ফুল তৈরির শেষের ধাপে এসে পৌছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240727_165839~2.jpg20240727_165916~3.jpg

20240727_165916~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ডালিয়া ফুল তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। তার চাইতেও বেশি ভালো লাগছে এইটা ভেবে যে ডালিয়া ফুলের পোস্টটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। কারণ নেটের যে সমস্যা তাতে একটু ভয়েই থাকি যে আমি পোস্ট করতে পারবো কিনা। যাইহোক আমি আশা করি এই গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর ডালিয়া ফুলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনি গ্লিটার পেপার ব্যবহার করে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। বেশ ভালো লাগলো আপনার আজকের ডালিয়া ফুল তৈরি করা দেখে। ফুলটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। নিশ্চয়ই অনেক সময় নিয়ে এই ফুলটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন ডালিয়া ফুলটি তৈরি করতে মোটামুটি ভালই সময়ের প্রয়োজন হয়েছিল। তারপরের সার্থকতা যে আমি ফুলটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

চমৎকার একটি ডালিয়া ফুল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ডালিয়া ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার তৈরির সার্থকতা। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 months ago 

গ্লিডার ফোম দিয়ে খুব সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছেন যা দেখতে আমার কাছে অসাধারণ লাগছে, ফুল তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। গ্লিডার ফোমের কালার টি আমার কাছে অনেক সুন্দর লগেছে। ভালো লাগলে এমন সুন্দর একটি ড্রাই পোস্ট দেখে।

 3 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ডালিয়া ফুলের প্রক্রিয়াটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 months ago 

ভাইয়া আপনার তৈরি করা ডালিয়া ফুল খুবই সুন্দর হয়েছে। আপনার আইডিয়াটাও দারুন ছিল। গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 3 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ডালিয়া ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই হচ্ছে আমার ডালিয়া ফুল তৈরির সার্থকতা। যাইহোক আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

ভাইয়া আপনি অবসর সময়টায় বসে বিভিন্ন ধরনের ডাই পোস্ট তৈরি করেন জেনে খুশি হলাম। আপনি আজকে গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর একটি ডালিয়া ফুল বানিয়েছেন। আপনার এই ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের কালার খুব সুন্দর হয়েছে আর গ্লিটার পেপার দিয়ে বানানোর জন্য দেখতে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ডালিয়া ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই ফুল তৈরীর আমার সার্থকতা। আপনাকে অনেক ধন্যবাদ আপু এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago (edited)

ভাইয়া আপনি গ্লিটার ফোম দিয়ে খুব সুন্দর একটি ডালিয়া ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুবই চমৎকার লাগছে। কালার কম্বিনেশনটাও বেশ দারুন হয়েছে।আপনি ফুল তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 months ago 

গ্লিটার ফ্রম সিট দিয়ে তৈরি ডালিয়া ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ধাপগুলো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যাইহোক আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

আপনার হাতের কাজ খুবই নিখুঁত।

 3 months ago 

কি দিয়ে শুরু করো বুঝতে পারছি না যাই হোক গ্লিটার পেপার দিয়ে তৈরি করা ডালিয়া ফুলটি দেখে আমি এক প্রকার হতবাক হয়ে গেছি। ডালিয়া ফুলটি দেখতে অসাধারণ লাগছে। মন কেড়ে নেওয়ার মতো সুন্দর। ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে এত সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ডালিয়া ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

আসলে গ্লিটার ফোম দিয়ে তৈরি জিনিস গুলা বেশ চমৎকার লাগে। আর আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68616.15
ETH 2450.08
USDT 1.00
SBD 2.43