DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-07-31_22-41-09-309.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে আপনাদের সবার মাঝে হাজির হলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে । আজকের ব্লগটা হচ্ছে একটি ডাই ব্লগ যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আর এই গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি করেছিলাম সুন্দর একটি ফুল যা এখন আমি আপনাদের সবার মাঝে শেয়ার করতে চলেছি। এই ফুলটি তৈরি করার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আশা করি আপনারা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ফুল তৈরি

20240731_212253~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240731_194258~2.jpg

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পেন্সিল কম্পাস ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240731_195605~2.jpg20240731_200217~2.jpg

20240731_200711~2.jpg

প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার এক টুকরো। ৭ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার দুই টুকরো টোটাল ৩ টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম। এবং প্রত্যেক টুকরো গ্লিটার ফোম কে ১৬ টি ভাগে ভাগ করে কেচিঁ দিয়ে কেটে ফুলের পাপড়ি আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ

20240731_201940~2.jpg

20240731_205754~2.jpg

এবার প্রত্যেকটা ফুলের পাপড়িকে আয়রনের তাপ দিয়ে বাকিয়ে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240731_195621.jpg20240731_203346~2.jpg

20240731_205806~2.jpg

এবার ১৪ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম এবং ১৪ সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার এক টুকরো। গ্লিটার ফোম সিট কেটে নিলাম এবং কুচি কুচি করে কেটে আয়রনের তাপ দিয়ে হালকা বাঁকিয়ে নিলাম।যেমনটি আপনার ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240731_203636~2.jpg20240731_204000~2.jpg

20240731_205831~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার সবুজ ১ টুকরো গ্লিটার ফোম কেটে পাতার আকৃতি করে আয়রনের তাপ দিয়ে হালকা বাকিয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ

20240731_211428~2.jpg

20240731_211741~2.jpg

এবার ৬ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সবুজ গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং পাঁচটি ভাগে ভাগ করে কেচিঁ দিয়ে কেটে ফুলের বৃতি তৈরি করে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240731_210008~2.jpg20240731_210104~2.jpg
20240731_210212~2.jpg20240731_210400~2.jpg

20240731_211123~2.jpg

এবার প্রথমে কাঠালি কালার ফোম শীট তারপর বেগুনি কালার লম্বা ফোম সিটটা একটা কাঠির সাথে গ্লু গান দিয়ে পেচিঁয়ে ফুলের কলি তৈরি করে নিলাম। এবং একে একে তিনটি পাপড়ি ফুলের কলির সাথে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240731_211903~2.jpg20240731_212036~2.jpg

20240731_212249.jpg

সর্বশেষ ধাপে এসে বৃতিটি লাগিয়ে দিলাম। ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাঠির সাথে সবুজ রঙের গ্লিটার ফোম পেঁচিয়ে দিলাম। এবং সবশেষে পাতাটি কাঠির সাথে লাগিয়ে দিলাম। আর এর মাধ্যমে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240731_212249~2.jpg20240731_212409~2.jpg

20240731_212334~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার আর বেশি ভালো লাগছে এইটা ভেবে যে সুন্দর এই ফুলের ব্লগটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। যাইহোক আমি আশা করি এই গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ফুলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 months ago 

বরাবরই আপনি গ্লিটার ফোম দিয়ে চমৎকার সুন্দর সুন্দর সব ফুল বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেন ভীষণ ভালো লাগে আপনার বানানো ফুল ও যে কোন জিনিসপত্র।বেগুনি কালার ফুলটি ভীষণ সুন্দর লাগছে দেখতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলটি বানাবো পদ্ধতি ভাগ করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

খুবই দৃষ্টিনন্দন একটি কারুকার্য দেখলাম। খুব ভালো লাগলো দেখে। প্রশংসা করলেও কম হয়ে যাবে। খুবই ভালো লেগেছে ভাই।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ফুল তৈরি। আপনার তৈরি ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোনো পেপার কেটে ফুল তৈরি করা সত্যিই অনেক ধৈর্যের ব্যাপার। আপনি অনেক সময় ব্যয় করে ফুলটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনি আমাদের মাঝে গ্লিটার ফোম দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন আপনার তৈরি করা ফুলটি দেখতে খুবই দারুণ লাগছে। ফুলের কালার টিউ দেখতে অনেক চমৎকার লাগছে। আপনি ফুল তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 months ago 

আপনি অনেক সুন্দর করে প্রতিনিয়ত গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করছেন। আমার কাছে আপনার তৈরি করা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আপনি গ্লিটার পেপার ব্যবহার করে, ভিন্নরকম দেখতে সুন্দর একটা ফুল তৈরি করেছেন। এরকমভাবে ফুলগুলো তৈরি করে ফুলদানির মধ্যে রেখে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার তৈরি করা এই ফুলটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম এটা সত্যি কারের ফুল। কিন্তু পরে বুঝতে পেরেছি এটা আপনি গ্লিটার পেপার ব্যবহার করে তৈরি করেছেন।

 2 months ago 

ভাইয়া আপনার তৈরি করা ফুল খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ফুল কখনো তৈরি করা হয়নি। তবে আপনার তৈরি করা ফুল দেখে অনেক ভালো লেগেছে। আমিও কোন এক সময় ট্রাই করে দেখবো ভাইয়া।

 2 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেন। আজকের ফুলটাও অসাধারণ হয়েছে। চমৎকার লাগছে ফুলটাকে দেখতে। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। সত্যিকারের ফুলের মতোই দেখাচ্ছে। এ ধরনের কাজগুলো করা অনেক সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনি সবসময় গ্লিটার আর্ট পেপার দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। আমিও একসময় গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক জিনিস তৈরি করেছি। এখন ঝামেলার জন্য তেমন একটা বসা হয় না। আপনার আজকের ফুলটি খুবই চমৎকার হয়েছে। কালারের কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66050.37
ETH 2629.02
USDT 1.00
SBD 2.68