DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ13 hours ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-07-25_19-56-58-892.jpg

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আর এই পোস্টটি হচ্ছে ডাই পোস্ট । প্রতিদিনের মতো আজকের রুটিনে ছিল একটি ডাইপোস্ট তাই ব্যস্ততার মাঝেও সময় বের করে একটি ডাই পোস্ট তৈরি করলাম। যদিও এত সময়ে আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি ডাই পোস্ট করেতে যাচ্ছি।তারপরেও আপনাদেরকে মনে করিয়ে দেই আজকের ডাই পোস্টটি হচ্ছে, গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি। এই ফুলটি তৈরি করার পরে আমার কাছে অনেক ভাল লেগেছিল। আশা করি ফুলটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেয়া যাক গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে আমি সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি

20240725_174430~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি সূর্যমুখী ফুল তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240725_232049~2.jpg

১। গ্লিটার ফোম ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পেন্সিল কম্পাস ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240725_153859~2.jpg20240725_154137~2.jpg

20240725_154441~2.jpg

প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার এবং ৭.৫ সেন্টিমিটার বাই ৭.৫ সেন্টিমিটার, ৬.৫ সেন্টিমিটার বাই ৬.৫ সেন্টিমিটার যথাক্রমে তিন টুকরো গ্লিটার ফোম কেটে নিলাম। এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটা গ্লিটার ফোম এর টুকরোকে ৮ টি ভাগে ভাগ করে দাগ দিয়ে কেটে নিলাম পাপড়ি তৈরি করার জন্য। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240725_154908~2.jpg20240725_155105~2.jpg

20240725_160518~2.jpg

এবার এই তিন টুকরো গ্লিটার ফোম কে কেচি দিয়ে কেটে পাপড়ির আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20240725_170722~2.jpg

20240725_171440~2.jpg

এবার এই পাপড়িগুলোকে লাইটার দিয়ে তাপ দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে মাথাগুলো সূচালো করে নিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240725_162854~2.jpg20240725_163545~2.jpg

20240725_171317~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার সবুজ এক টুকরো গ্লিটার ফোম কেটে ১২ ভাগে ভাগ করে কেচি দিয়ে কেটে বৃতি আকৃতি করে নিলাম। এবং লাইটার দিয়ে তাপ দিয়ে দুই আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে মুড়িয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240725_164233~2.jpg20240725_172424~2.jpg

20240725_172728~2.jpg

এবার ১৪ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম এর টুকরো কেচিঁ দিয়ে কুচি কুচি করে এক মাথা কেটে আরেক মাথা গ্লু গানের সাহায্যে মুড়িয়ে ফুলের কলি তৈরি করে নিলাম । এবং পাপড়িগুলো সঠিক মাপের জন্য একটি কাঠির সাহায্য নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240725_173100~3.jpg20240725_173249~2.jpg

20240725_173444~2.jpg

এই ধাপে এসে ফুলের কলির সাথে একে একে তিনটি পাপড়ি গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240725_173717~2.jpg20240725_173754~2.jpg

20240725_174643~2.jpg

সর্বশেষ ধাপে এসে ফুলের বৃত্তি লাগিয়ে নিলাম। এবং কাঠিটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এক টুকরো গ্লিটার ফোম পেছিয়ে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিলাম। আর এরই মাধ্যমে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই সূর্যমুখী ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন
20240725_174657~2.jpg20240725_174634~2.jpg
20240725_173754~2.jpg20240725_173746~2.jpg

20240725_174155~2.jpg

অবশেষে আমি সূর্যমুখী ফুলটি স্বল্প সময়ের মাঝে তৈরি করেছিলাম কিন্তুু মোবাইলের নেটের প্রবলেম এর কারনে পোস্ট করতে করতে দেরি হয়ে গিয়েছিল।তার পরেও পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করি এই গ্লিটার ফোম সিট দিয়ে সূর্যমুখী ফুলটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 hours ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আগে অনেক বানাতাম। এখন সময়ের অভাবে তেমন একটা বানানো হয় না। যাই হোক ভাইয়া আপনার গ্লিটার আর্ট পেপারের সূর্যমুখী ফুলটি কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66930.79
ETH 3268.09
USDT 1.00
SBD 2.64