DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা জবা ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240715_190153~4.jpg

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবারো নতুন একটা ডাই পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। অনেকদিন পর আবার রঙিন কাগজ দিয়ে একটা ডাই পোস্ট তৈরি করলাম। আজকের এই ডাই পোস্টটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটা জবা ফুল তৈরি।যদিও এতক্ষণে থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। জবা ফুলটি তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছিল আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে । তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক রঙিন কাগজ দিয়ে সুন্দর এই জবা ফুলটি কিভাবে আমি তৈরি করেছিলাম।

।। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি জবা ফুল তৈরি।।

20240715_190234~2.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি জবা ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

20240715_173630~2.jpg

১। রঙ্গিন কাগজ ।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। ঘাম ।
৫। গ্লু গান।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240715_174037~2.jpg20240715_174114~2.jpg
20240715_174355~2.jpg20240715_174447~2.jpg

20240715_174504~2.jpg

***প্রথমে আমি একটি এ ফোর সাইজের রঙিন কাগজ থেকে ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার এক টুকরো কাগজ কেটে নিলাম। এবার এই রঙিন কাগজকে একে একে চারটি ভাজ করলাম। এবং চতুর্থ ভাজে গিয়ে অতিরিক্ত লম্বা অংশকে কেটে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240715_174642~2.jpg20240715_174851~2.jpg
20240715_175016~2.jpg20240715_175041~2.jpg

20240715_175537~2.jpg

এবার চার ভাজ করা কাগজের টুকরোকে গোল করে কেটে নিলাম এবং পাপড়ির শেপ দিয়ে দিলাম। তারপর দুটিপাপড়ি কেটে তৃতীয় পাপড়ির অর্ধেক ঘাম দিয়ে লাগিয়ে দিলাম এবং একটি কাঠির সাহায্যে পাপড়ির মাথাগুলো বাঁকিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240715_180059~2.jpg20240715_180153~2.jpg
20240715_180401~2.jpg20240715_180817~2.jpg

20240715_181148~2.jpg

এবার আরেকটি এ ফোর সাইজের রঙিন কাগজ থেকে তিন সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার। এবং চার সেন্টিমিটার ভাই ৮ সেন্টিমিটার দুই টুকরো কাগজ কেটে নিলাম।৪ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার কাগজের টুকরোকে কোনা থেকে অন্য কোনা পর্যন্ত মুড়িয়ে নিলাম । তারপর ৩ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার কাগজের টুকরোকে এক পাশ কুচি কুচি করে কেটে মোড়ানো কাগজের টুকরোর সাথে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240715_182725~2.jpg20240715_184408~2.jpg
20240715_184629~2.jpg20240715_185102~2.jpg

20240715_185306~2.jpg

এবার ২০ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার এক টুকরো রঙিন কাগজ এক কোনা থেকে অন্য কোন পর্য্যন্ত্য মুড়িয়ে একটা স্টিক তৈরি করে নিলাম। এবং এই স্টিকটার মাথা কেটে ঘাম দিয়ে জবা ফুলের সাথে লাগিয়ে দিলাম। এবং ৪ সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটার আরো এক টুকরো রঙিন কাগজ কেটে নিলাম।এবং ফুলের বৃতি তৈরি করে ফুলের গোড়ায় লাগিয়ে দিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240715_182748~2.jpg20240715_183350~2.jpg
20240715_183440~2.jpg20240715_183729~2.jpg

20240715_185536~2.jpg

এবার ৮ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার রঙিন কাগজের টুকরো কেটে পাপড়ির আকৃতি করে কেটে নিলাম । এবং ৪ সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটার রঙিন কাগজের টুকরোকে এক কোনা থেকে অন্য কোনা পর্যন্ত মুড়িয়ে পাতার কান্ড তৈরি করে নিলাম। এবং গ্লু গানের সাহায্যে কাণ্ডগুলো পাতার সাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-

20240715_185536~2.jpg

20240715_185847~3.jpg

সর্বশেষ ধাপে এসে ফুলের কান্ডটি হালকা বাঁকিয়ে দিয়ে কান্ডের সাথে দুটি পাতা গ্লু গানের সাহায্যে জোড়া দিয়ে দিলাম। আর এরই মাধ্যমে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি জবা ফুল তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240715_185946~3.jpg

20240715_190234~2.jpg

রঙিন কাগজ দিয়ে সুন্দর এই জবা ফুলটি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে আজকে সারাদিন জার্নি করে বাড়িতে এসে আপনাদের মাঝে এই জবা ফুলের পোস্টটি করতে পেরেছি।আমার বিশ্বাস এ জবা ফুলের পোস্টটি দেখার পরে আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো অন্য একটা পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 4 months ago 

কাগজ দিয়ে তৈরি জবা ফুল দেখতে সত্যিকারের জবা ফুলের মত লাগছে। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ফুলের পাপড়ি গুলো। অসাধারণভাবে আপনি জবা ফুল তৈরির পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

জবা ফুল এমনিতেই দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ভাবে জবা ফুলটি তৈরি করছেন।এই ফুল গুলো ঘরে রাখতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 4 months ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জবা ফুল বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের ফুল বানালে দেখতে বেশ চমৎকার লাগে। আপনার এই জবা ফুল দেখতে একদম বাস্তবের জবা ফুলের মতোই দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

অসাধারণ সুন্দর একটি জবা ফুল তৈরি করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে জবা ফুলের পাতলা পাপড়িটা বেশি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। রঙিন কাগজের জবা ফুলটি যেন অরিজিনাল জবা ফুলের মতই লাগছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমকে রেখে জমা ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে যা তৈরি করা যায় তাই দেখতে সুন্দর লাগে। তৈরি করা ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা জবা ফুল তৈরি করেছেন প্রতিটি ধাপ পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন বেশ ভালো লাগলো আপনার জবা ফুল দেখে মনে হচ্ছিল বাস্তবে জবা ফুল শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা জবা ফুল তৈরি আমার কাছে খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে এই ফুল তৈরি করলেন।রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা ধাপ গুলো দেখে শিখে নিয়েছি, পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 4 months ago 

আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জবা ফুল তৈরি করেছেন। আমি তো দেখে মনে করলাম কোন বাস্তবে জবা ফুলের ফটোগ্রাফি হবে। কি চমৎকার জবা ফুলের পাতা ও পাপড়ি তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। তবে এই ফুল যদি আপনি কাউকে গিফট করেন সে অনেক খুশি হবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের জবা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67628.32
ETH 2424.36
USDT 1.00
SBD 2.35