DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি ।।

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

Picsart_24-08-05_22-38-05-136.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি হচ্ছে একটি ডাই পোস্ট যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আজকে সারাদিন অবশ্য আমি রুমের বাহিরে যাই নি। শুধু মোবাইলের দিকে চোখ রাখছিলাম কি হচ্ছে কি হবে। যখন ইন্টারনেট চলে গেল তখনই এই ডাই পোস্টটি তৈরি করেছিলাম। তো যাই হোক এই গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ কলির সমন্বয়ে সুন্দর এই ব্রেসলেটটি তৈরি করেছিলাম তখন ব্রেসলেটটি দেখতে আমার কাছে ভালোই লেগেছিল। পরে আমি যখন আমার এক ছোট বোনের হাতে ব্রেসলেটটি লাগিয়েছিলাম তখন ছোট বোনের হাতটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আশা করি গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি এই ব্রেসলেটটি দেখার পরে আপনাদের কাছে অনেক ভালো লাগবে । চলুন তাহলে আর দেরি না করে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ব্রেসলেটটি তৈরি করেছিলাম।

গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি

20240805_115414~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি কলির সমন্বয়ে কিভাবে সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পেন্সিল কম্পাস ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240805_104921~2.jpg20240805_105203~2.jpg

20240805_105730~2.jpg

প্রথমে আমি একটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ২২ সেন্টিমিটার বাই ৩ সেন্টিমিটার ৩ টুকরো। গ্লিটার ফোম কেটে নিলাম। এবং প্রত্যেক টুকরো গ্লিটার ফোম ৩ টি ভাগে ভাগ করে কেচিঁ দিয়ে কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240805_111018~2.jpg20240805_111229~2.jpg

20240805_111532~2.jpg

এবার প্রত্যেক টুকরো গ্লিটার ফোমের তিনটি অংশকে একটির সাথে আরেকটি পেঁচিয়ে ঠিক যেমন মেয়েদের চুলের বিনি করার মতো করে নিলাম। এবং শেষের অংশ গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240805_111635~2.jpg20240805_111903~2.jpg

20240805_112410~2.jpg

এবার বিনি করা গ্লিটার ফোমের টুকরোকে গোল করে পেঁচিয়ে নিলাম এবং শেষের অংশ গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। আর এভাবেই একে একে তিন টুকরোই পেঁচিয়ে গোলাপ ফুলের কলি তৈরি করে নিলাম । যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240805_112741~2.jpg20240805_113056~2.jpg

20240805_113805~2.jpg

এবার তিন সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার তিন টুকরো সবুজ রঙের গ্লিটার ফোম কেটে নিলাম। এবং এই তিন টুকরো গ্লিটার ফোম পাতার আকৃতি করে কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240805_114247~2.jpg20240805_114500~2.jpg

20240805_115227~2.jpg

সর্বশেষ ধাপে এসে তিন সেন্টিমিটার ব্যাসার্ধের এক টুকরো সাদা গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং তিনটি পাতা লাগিয়ে তার উপরে গোলাপ ফুলের তিনটি কলি লাগিয়ে দিলাম আর এর মাধ্যমেই গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরির শেষের ধাপে এসে পৌছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240805_115414~2.jpg

20240805_115623~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ কলির সমন্বয়ে সুন্দর এই ব্রেসলেট টি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আবার এই ব্রেসলেটটি চুলের খোপাতেও বাধা যায়।সে ক্ষেত্রে চুলের খোপা টা দেখতে অনেক সুন্দর লাগে। যাইহোক আমি আশা করি এই ব্রেসলেটটি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 5 months ago (edited)

আপনি প্রতি সপ্তাহে গ্লিটার দিয়ে বেশ চমৎকার ফুল তৈরি করে যাচ্ছেন। আজকেও গ্লিটার দিয়ে গোলাপ ফুলের তিনটি কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। তৈরি ধাপগুলো আমাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

বাহ, গ্লিটার পেপার দিয়ে তিনটি গোলাপ ফুলের সমন্বয়ে চমৎকার একটি ব্রেসলেট তৈরি করেছেন।যা দেখে তো মুগ্ধ হয়ে গেছি।এটি খুব সহজ কাজ ছিল না ধৈর্য সহকারে এবং পরিশ্রম দিয়ে এত সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন,আপনার তৈরি ব্রেসলেটের সৌন্দর্য দেখেই বোঝা যাচ্ছে।গ্লিটার পেপার দিয়ে এত সুন্দর ভাবে তিনটি গোলাপ ফুলের সমন্বয়ে এত সুন্দর একটি ব্রেসলেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি এই ডাই পোস্ট তৈরি করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি করে শেয়ার করেছেন। আসলে গ্লিটার পেপার দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। এগুলো যদি পড়ার টেবিলে সাজিয়ে রাখা যায় তাও বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনি গ্লিটার ফোম সিট দিয়ে খুব সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেন। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাবে তৈরি করেন আপনি। প্রায় সময় আপনার পোস্টগুলো দেখা হয়। আজকেও খুব সুন্দর তিনটা গোলাপ ফুল তৈরি করেছেন। এগুলো তৈরি করাটা অনেকটা সময় এবং ধৈর্যের প্রয়োজন। বেশ ভালো লাগলো আপনার আজকের বানানো ফুল গুলো দেখে। ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তিনটি গোলাপ কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের জিনিস তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়।

 5 months ago 

আমি প্রতি সপ্তাহে আমাদের মাঝে চমৎকার কিছু ডাই পোস্ট উপহার দিয়ে থাকেন। আজকে তার ব্যতিক্রম নয়। গ্লিটার ফোম সিট দিয়ে দারুণ তিনটি গোলাপ কলি তৈরি করেছেন। কলির সমন্বয়ে সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 5 months ago 

এক কথায় অসাধারণ একটা ব্রেসলেট তৈরি করছেন ভাইয়া। তিনটি ছোট ছোট গোলাপ ফুলের সমন্বয়ে এত সুন্দর ব্রেসলেট তৈরি করেছেন যা দেখে আমার ইচ্ছে করছে আমি নিজেই নিয়ে হাতে পরি। আপনার ছোট বোনের হাতে ব্রেসলেটটা পরার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি বরাবরই কিন্তু দারুণ দারুণ ডাই প্রজেক্টগুলো শেয়ার করে থাকেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর প্রজেক্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 95882.33
ETH 3347.19
USDT 1.00
SBD 3.21