ইউনিক মজাদার চিকেন সমুচা

" আজ বৃহস্পতিবার - ২১শে বৈশাখ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৪,মে - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-05-04_01-13-08-612.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আমার বাংলা ব্লগের ৩৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, ইউনিক মজাদার চিকেন সমুচা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রচন্ড কাজের চাপে ছিলাম তাই ভাবতেও পারিনি শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব। তবুও শেষ পর্যন্ত এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগছে।

আসলে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। যাক অবশেষে আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে পেরে মনের ভিতরে ভীষণ শান্তি পাচ্ছি। আজ আমি যে চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা খেতে সত্যিই খুব খুব মজার হয়েছিল।

আর এই চিকেন সমুচা রেসিপি আমার কাছে খুবই পছন্দের একটি খাবার। মচমচে চিকেন সমুচা খেতে কতটা মজাদার তা আপনারা একদিন পরখ করে দেখবেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ অবশ্যই, এই মজাদার চিকেন সমুচা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি চিকেন সমুচা রেসিপির ধাপগুলো দেখে নেয়া যাক।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_23-05-04_01-16-03-329.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
মুরগির মাংস১০০০ গ্রাম
আটাপরিমাণ মতো
পেঁয়াজ৬-৭ টি
শুকনা মরিচ গুঁড়াপরিমান মতো
কাঁচা মরিচ৭-৮ টি
হলুদ গুড়াপরিমান মতো
ছোট এলাচ৩-৪ টি
বড় এলাচ২-৩ টি
দারুচিনি৩-৪ টুকরো
১০আদা বাটা২ চা চামচ
১১রসুন বাটা২ চা চামচ
১২জিরা বাটা২ চা চামচ
১৩তেজপাতা৩-৪ টি
১৪লং৭-৮ টি
১৫মাংসের মসলা১৫ গ্রাম
১৬সয়াবিন তেলপরিমান মতো
১৭লবনস্বাদমতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

" ধাপ : ১ "

IMG_20230325_092910.jpg

১।
প্রথমে মুরগীর মাংস গুলো টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG_20230325_100432.jpg

IMG_20230325_100519.jpg

২।
এবার চুলায় পানি সহ কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইয়ের পানি গরম হয়ে আসলে, পরিমাণ মতো হলুদ গুঁড়া কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর পরিষ্কার করে নেয়া মাংসের টুকরো গুলো কড়াইতে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20230325_093201.jpg

IMG_20230325_100628.jpg

৩।
এবার ভালোভাবে নেড়েচেড়ে নেয়ার পর, পরিমাণ মতো লবণ কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর মুরগির মাংসগুলোকে সিদ্ধ করে, আলাদা একটি পাত্রে তুলে নিতে হবে।

" ধাপ : ৪ "

IMG_20230325_100803.jpg

IMG_20230504_040435.jpg

৪।
এবার সিদ্ধ করে নেয়া মাংসের টুকরোগুলোকে, কাটা চামচের সাহায্যে আচিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। তারপর একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো ছোট এলাচ, বড় এলাচ, লং, দারুচিনি, ও তেজপাতা নিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20230325_100903.jpg

IMG_20230325_100952.jpg

৫।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে। কাঁচামরিচ গুলোকে কেটে এবং পেঁয়াজ গুলোকে কুচি নিয়েছি কিন্তু দুঃখের বিষয় ছবি তোলা হয়নি। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল, কড়াইতে ঢেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

" ধাপ : ৬ "

IMG_20230325_101116.jpg

IMG_20230325_102540.jpg

৬।
এবার পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভেজে নেয়ার পর, আছিয়ে ঝুরঝুরা করে নেয়া মাংসগুলো কড়াইতে ছেড়ে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লং, ছোট এলাচ, বড় এলাচ এবং তেজপাতা গুলো কড়াইতে ছেড়ে দিয়ে, চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে হালকা জালে ভেজে নিতে হবে।

" ধাপ : ৭ "

IMG_20230325_102634.jpg

IMG_20230325_102739.jpg

৭।
এবার হালকা জালে ভেজে নেয়ার পর, মুরগির মাংস গুলো লাল লাল হয়ে আসবে, এবং সিদ্ধ হয়ে যাবে।

" ধাপ : ৮ "

IMG_20230325_103542.jpg

IMG_20230325_103656.jpg

৮।
এবার পানিসহ করে কড়াই চুলায় বসিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ পানিতে ঢেলে দিতে হবে

" ধাপ : ৯ "

IMG_20230325_103819.jpg

IMG_20230325_103918.jpg

৯।
এবার লবণ ঢেলে দেয়ার পর, পরিমাণ মতো হলুদ গুড়া এবং শুকনা মরিচের গুঁড়া কড়াইতে ঢেলে কিছুক্ষণ জাল দিতে হবে।

" ধাপ : ১০ "

IMG_20230325_104005.jpg

IMG_20230504_004444.jpg

১০।
এবার কিছুক্ষণ জাল দেয়ার পর, পরিমাণ মতো আটা কড়াইতে ঢেলে দিয়ে কাওয়া করে নিতে হবে।

" ধাপ : ১১ "

IMG_20230504_004527.jpg

IMG_20230504_004601.jpg

১১।
এবার আটা গুলো কাওয়া করে নেয়ার পর, কাওয়া দিয়ে রুটি বানিয়ে নিতে হবে।

" ধাপ : ১২ "

IMG_20230504_004633.jpg

IMG_20230504_004710.jpg

১২।
এবার রুটি করে নেয়ার পর, ভেজে নেয়া মুরগির মাংস গুলো রুটির এক পাশে রেখে সমুচার আকারে ভাঁজ করে নিতে হবে।

" ধাপ : ১৩ "

IMG_20230504_004738.jpg

IMG_20230504_004812.jpg

১৩।
এবার ভাঁজ করে নেয়ার পর, চাকুর সাহায্যে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।

" ধাপ : ১৪ "

IMG_20230504_005416.jpg

IMG_20230504_005502.jpg

১৪।
এভাবে সবগুলো কাওয়া ও ভাজা মুরগির মাংস গুলো দিয়ে সমুচা তৈরী করে নিতে হবে। তারপর চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে পরিমাণমতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ১৫ "

IMG_20230504_005536.jpg

IMG_20230504_005820.jpg

১৫।
এবার সয়াবিন তেল গরম হয়ে আসলে, বানিয়ে নেয়া সমুচা গুলো গরম তেলে ছেড়ে দিতে হবে। তারপর সমুচা গুলোর এপিঠ-ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্খিত ইউনিক মজাদার চিকেন সমুচা।

" ধাপ : ১৬ "

Picsart_23-05-04_07-19-06-319.jpg

Picsart_23-05-04_07-20-00-293.jpg

১৬।
এবার চামচের সাহায্যে চিকেন সমুচা গুলো, পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর আপনার মনের মত করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

আশা করি আমার তৈরি ইউনিক মজাদার চিকেন সমুচা রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 2 years ago 

মজাদার চিকেন সমুচা রেসিপি দেখেই যেন খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন অনেক ভালো লেগেছে। এই ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার রেসিপিটি আপনার কাছে ভালো লাগার জন্য।

 2 years ago 

প্রথমে দেখে সমুচা মনে করেছিলাম তবে পুরোপুরি পোস্ট দেখার পরে বুঝতে পারলাম আসলে এটা একটা চিকেনের ইউনিক রেসিপি। তেলে ভাজা রেসিপি হওয়ায় অনেক মজা লাগবে দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া।

 2 years ago 

ভাই,চিকেন দিয়ে সমুচা তৈরি, খেতেও দারুন লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া চিকেন সমুচা রেসিপি আমার কাছেও খুবই পছন্দের একটি খাবার। বিকাল বেলা বা সন্ধায় এই সমুচা গুলো খেতে জাষ্ট ইয়াম্মি লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই, আপনার মত আমার কাছেও এই চিকেন সমুচা খেতে খুব ভালো লাগে আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে মুরগির মাংস দিয়ে চিকেন সমুচা তৈরি করে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে এসেছে ভাই। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। ঠিক বলেছেন বিজয়ী হওয়াটা বড় বেপার না অংশগ্রহণ করাটাই বড় বেপার। চিকেন সমুচা আমার খুব পছন্দের। প্রায়ই এই আইটেম স্ন্যাকস হিসেবে খাওয়া হয়। আপনি প্রণালী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

তাই আমার কাছেও এই চিকেন সমুচা খেতে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাইয়া সকাল-সকালে কি দেখলাম জিভে জল ধরে রাখতে পারছি না।ইউনিক মজাদার চিকেন সমুচা। এই ধরনের সমস্যা কখনো দেখিনি বা খাইনি। এ ধরনের সমুচা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই, এই চিকেন সমুচা খেতে খুবই মজার হয়েছিল আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইউনিক মজাদার চিকেন সমুচা দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লাগছে। এতো মজাদার রেসিপি তৈরি করেছেন যা দেখে শিখতে পারলাম।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটা দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে লোভ লেগে যায়। কালারটাও অসম্ভব সুন্দর এসেছে। দেখে বোঝা যাচ্ছে এগুলো খুবই মুচমুচে হয়েছে যার কারণে বেশ মজা করে খাওয়া হয়েছিল। উপস্থাপনা ও খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, এই মুচমুচে চিকেন সমুচা খেতে খুবই মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 109939.09
ETH 3868.95
USDT 1.00
SBD 0.55