ইউনিক মজাদার চিকেন সমুচা
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আমার বাংলা ব্লগের ৩৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, ইউনিক মজাদার চিকেন সমুচা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রচন্ড কাজের চাপে ছিলাম তাই ভাবতেও পারিনি শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব। তবুও শেষ পর্যন্ত এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগছে।
আসলে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। যাক অবশেষে আমার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে পেরে মনের ভিতরে ভীষণ শান্তি পাচ্ছি। আজ আমি যে চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি, তা খেতে সত্যিই খুব খুব মজার হয়েছিল।
আর এই চিকেন সমুচা রেসিপি আমার কাছে খুবই পছন্দের একটি খাবার। মচমচে চিকেন সমুচা খেতে কতটা মজাদার তা আপনারা একদিন পরখ করে দেখবেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ অবশ্যই, এই মজাদার চিকেন সমুচা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি চিকেন সমুচা রেসিপির ধাপগুলো দেখে নেয়া যাক।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১ | মুরগির মাংস | ১০০০ গ্রাম |
| ২ | আটা | পরিমাণ মতো |
| ৩ | পেঁয়াজ | ৬-৭ টি |
| ৪ | শুকনা মরিচ গুঁড়া | পরিমান মতো |
| ৫ | কাঁচা মরিচ | ৭-৮ টি |
| ৬ | হলুদ গুড়া | পরিমান মতো |
| ৭ | ছোট এলাচ | ৩-৪ টি |
| ৮ | বড় এলাচ | ২-৩ টি |
| ৯ | দারুচিনি | ৩-৪ টুকরো |
| ১০ | আদা বাটা | ২ চা চামচ |
| ১১ | রসুন বাটা | ২ চা চামচ |
| ১২ | জিরা বাটা | ২ চা চামচ |
| ১৩ | তেজপাতা | ৩-৪ টি |
| ১৪ | লং | ৭-৮ টি |
| ১৫ | মাংসের মসলা | ১৫ গ্রাম |
| ১৬ | সয়াবিন তেল | পরিমান মতো |
| ১৭ | লবন | স্বাদমতো |
" ধাপ : ১ "
" ধাপ : ২ "
" ধাপ : ৩ "
" ধাপ : ৪ "
" ধাপ : ৫ "
" ধাপ : ৬ "
" ধাপ : ৭ "
" ধাপ : ৮ "
" ধাপ : ৯ "
" ধাপ : ১০ "
" ধাপ : ১১ "
" ধাপ : ১২ "
" ধাপ : ১৩ "
" ধাপ : ১৪ "
" ধাপ : ১৫ "
" ধাপ : ১৬ "
আশা করি আমার তৈরি ইউনিক মজাদার চিকেন সমুচা রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।







































মজাদার চিকেন সমুচা রেসিপি দেখেই যেন খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন অনেক ভালো লেগেছে। এই ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার রেসিপিটি আপনার কাছে ভালো লাগার জন্য।
প্রথমে দেখে সমুচা মনে করেছিলাম তবে পুরোপুরি পোস্ট দেখার পরে বুঝতে পারলাম আসলে এটা একটা চিকেনের ইউনিক রেসিপি। তেলে ভাজা রেসিপি হওয়ায় অনেক মজা লাগবে দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাইয়া।
ভাই,চিকেন দিয়ে সমুচা তৈরি, খেতেও দারুন লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া চিকেন সমুচা রেসিপি আমার কাছেও খুবই পছন্দের একটি খাবার। বিকাল বেলা বা সন্ধায় এই সমুচা গুলো খেতে জাষ্ট ইয়াম্মি লাগে। ধন্যবাদ ভাইয়া।
ভাই, আপনার মত আমার কাছেও এই চিকেন সমুচা খেতে খুব ভালো লাগে আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে মুরগির মাংস দিয়ে চিকেন সমুচা তৈরি করে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে এসেছে ভাই। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগছে। ঠিক বলেছেন বিজয়ী হওয়াটা বড় বেপার না অংশগ্রহণ করাটাই বড় বেপার। চিকেন সমুচা আমার খুব পছন্দের। প্রায়ই এই আইটেম স্ন্যাকস হিসেবে খাওয়া হয়। আপনি প্রণালী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
তাই আমার কাছেও এই চিকেন সমুচা খেতে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও ভাইয়া সকাল-সকালে কি দেখলাম জিভে জল ধরে রাখতে পারছি না।ইউনিক মজাদার চিকেন সমুচা। এই ধরনের সমস্যা কখনো দেখিনি বা খাইনি। এ ধরনের সমুচা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই, এই চিকেন সমুচা খেতে খুবই মজার হয়েছিল আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইউনিক মজাদার চিকেন সমুচা দেখেই সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লাগছে। এতো মজাদার রেসিপি তৈরি করেছেন যা দেখে শিখতে পারলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটা দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে লোভ লেগে যায়। কালারটাও অসম্ভব সুন্দর এসেছে। দেখে বোঝা যাচ্ছে এগুলো খুবই মুচমুচে হয়েছে যার কারণে বেশ মজা করে খাওয়া হয়েছিল। উপস্থাপনা ও খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন ভাই, এই মুচমুচে চিকেন সমুচা খেতে খুবই মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।