সবজি দিয়ে মাছের মজাদার রেসিপি

" আজ মঙ্গলবার - ৪ঠা আশ্বিন - ১৪৩০ বঙ্গাব্দ, ১৯, সেপ্টেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-09-18_23-03-04-449.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আর আজকের রেসিপি পোষ্ট হচ্ছে সবজি দিয়ে মাছের মজাদার রেসিপি। মাছের আমিষ যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ঠিক তেমনি সবজির ভিটামিন ও আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের সবজি রাখাটা অত্যন্ত জরুরী। তাই মাছের সাথে সবজির সমন্বয়টা কিন্তু মন্দ হয় না। খেতেও বেশ স্বাদ পাওয়া যায়।

আর ধুন্দল সবজি হিসেবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ধুন্দল সবজিটা খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে বলে খেতে বেশ মজাও লাগে। তাই এই সবজিটা আমার বেশ পছন্দের। আর আলু সবজির কথা কি বলব। আলু তো সব রেসিপি সাথে মানানসই হয়ে যায়। আলু এমন একটা সবজি, যে সবজি ছাড়া আমাদের চলেই না। আর আলুর তৈরি যে কোন রেসিপি খেতে খুবই ভালো লাগে।

যাই হোক আজ আমি সবজি দিয়ে মাছের মজাদার যে রেসিপি তৈরি করেছি, তা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। বিশেষ করে মাছগুলোকে ভেজে সবজিতে দেয়ার কারণে খেতে বেশ মজারই হয়েছিল। তো বন্ধুরা আমি এই মজার রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি রেসিপির রন্ধন প্রণালীর ধাপ গুলো দেখে নেয়া যাক।

Picsart_22-12-03_07-30-18-268.png

Picsart_23-09-18_23-01-51-385.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
মাছ৫০০ গ্রাম
আলু৪০০ গ্রাম
ধুন্দল৪০০ গ্রাম
পেঁয়াজ৪-৫ টি
শুকনা মরিচ গুঁড়া১ চা চামচ
কাঁচা মরিচ৮-১০ টি
জিরা বাটা২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
সয়াবিন তেলপরিমান মতো
১০লবণস্বাদমতো

Picsart_22-12-03_07-37-51-972.png

" ১ম : ধাপ "

IMG_20230918_223035.jpg

১। প্রথমে মাছগুলো কেটে, বেছে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।

" ২য় : ধাপ "

IMG_20230918_223234.jpg

IMG_20230918_223111.jpg

২। এবার পেঁয়াজের ছাল ছাড়িয়ে, কুচি কুচি করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।

" ৩য় : ধাপ "

IMG_20230918_224011.jpg

IMG_20230918_224340.jpg

৩। এবার কাঁচামরিচের বোটা ছাড়িয়ে, লম্বভাবে দুই ভাগে ভাগ করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মতো করে।

" ৪র্থ : ধাপ "

IMG_20230918_224429.jpg

IMG_20230918_223430.jpg

৪। এবার আলু ও ধুন্দল গুলোর ছাল ছাড়িয়ে, টুকরো করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ৫ম : ধাপ "

IMG_20230918_224820.jpg

IMG_20230918_224753.jpg

৫। এবার কেটে বেছে নেয়া মাছগুলোর উপরে, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া ও লবণ ছড়িয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

" ৬ষ্ঠ : ধাপ "

IMG_20230918_224724.jpg

IMG_20230918_224704.jpg

৬। এবার মাখিয়ে নেয়া মাছগুলো ভেজে নেয়ার জন্য, চুলায় ফ্রাইপেন বসিয়ে দিতে হবে। ফ্রাইপেন গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল ফ্রাইপেনে ঢেলে দিতে হবে।

" ৭ম : ধাপ "

IMG_20230918_224600.jpg

IMG_20230918_224507.jpg

৭। এবার ঢেলে দেয়া সয়াবিন তেল গরম হয়ে আসলে, মাখিয়ে নেয়া মাছগুলো ফ্রাইপেনে ছড়িয়ে দিতে হবে। তারপর মাছগুলোর এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে, আলাদা একটি পরিষ্কার পাত্রে তুলে নিতে হবে।

" ৮ম : ধাপ "

IMG_20230918_223136.jpg

IMG_20230918_223258.jpg

৮। এবার মাছগুলো ভেজে নেয়ার পর, চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

" ৯ম : ধাপ "

IMG_20230918_223203.jpg

IMG_20230918_223350.jpg

৯। এবার ঢেলে দেয়া সয়াবিন তেল গরম হয়ে আসলে, কুচি করে নেয়া পেঁয়াজগুলো গরম তেলে ছেড়ে দিয়ে বাদামী রঙ করে ভেজে নিতে হবে।

" ১০ম : ধাপ "

IMG_20230918_223857.jpg

IMG_20230918_223743.jpg

১০। এবার পেঁয়াজ কুচি বাদামী রঙ হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। ঢেলে দেয়া পানি গরম হয়ে আসলে, উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যেব ভালোভাবে নেড়েচেড়ে মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

" ১১তম : ধাপ "

IMG_20230918_223716.jpgIMG_20230918_223811.jpg

IMG_20230918_224359.jpg

১১। এবার মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর, কেটে নেয়া আলু ও ধুন্দল মসলা পানিতে ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে হাল্কা আঁচে মসলা পানি শুকিয়ে নিতে হবে।

" ১২তম : ধাপ "

IMG_20230918_223938.jpg

IMG_20230918_224038.jpgIMG_20230918_224301.jpg

১২। এবার মসলা পানি শুকিয়ে যাওয়ার পর, আবারো পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর কেটে নেয়া কাঁচা মরিচ ও ভেজে নেয়া মাছ কড়াইতে ছেড়ে দিয়ে হাল্কা আঁচে কষিয়ে নিতে হবে।

" শেষ : ধাপ "

IMG_20230919_014708.jpg

Picsart_23-09-19_01-37-51-442.jpg

Picsart_23-09-19_01-36-41-329.jpg

শেষ-ধাপ : এভাবে হাল্কা আঁচে কষিয়ে কষিয়ে নিয়ে ঢেলে দেয়া পানি কমিয়ে আনতে হবে। ঢেলে দেয়া পানি যখন মাখো মাখো হয়ে ঝোলে পরিণত হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের কাঙ্ক্ষিত রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।

এবার পরিবেশনের জন্য আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে, মনের মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-07_06-14-15-124.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যিই প্রতিনিয়ত মাছ-মাংসের পাশাপাশি আমাদের সবজি খাওয়াটা উচিত বলে আমি মনে করি সবজি আমাদের শরীরের অনেক উপকার করে। ধুন্দল আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে কারণ ধুন্দল একটু মিষ্টি লাগে যার কারণে খেতে সুস্বাদু লাগে। আর ধুন্দুল দিয়ে যদি মাছ রান্না করা যায় তাহলে তো অনেক বেশি সুস্বাদু মনে হয় আমার কাছে। সবজি দিয়ে মাছের এই মজাদার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাই, মাংসের পাশাপাশি আমাদের প্রতিনিয়ত সবজি খাওয়াটা অত্যন্ত জরুরী আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আলু হলো সার্বজনীন সবজি। আর মাছের সঙ্গে আলু টা বেশি ভালো লাগে। ধুন্দুল সবজি টা আমার খুব একটা পছন্দ না। সবজি দিয়ে মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ উপস্থাপন করেছেন।। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাই, আলু হচ্ছে সার্বজনীন সবজি। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সবজি দিয়ে মাছের রেসিপিটি খুব চমৎকার হয়েছে। এ ধরনের ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।আর খেতেও খুব মজার হয়।আপনি দারুন মজা করে রান্না করলেন। রেসিপিটি দারুন হয়েছে আশাকরি।ধন্যবাদ মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

আপু, আমার রেসিপিটি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমাদের দেহে প্রচুর পরিমাণ ভিটামিনের প্রয়োজন রয়েছে। আর এর জন্য আমাদের প্রচুর পরিমাণ সবচেয়ে খাওয়া উচিত। আপনি আজকে সবজি দিয়ে মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। ধন্দল এটি ভেজে খেতে ভীষণ ভালো লাগে ভাই। আপনি যেহেতু মাছ দিয়ে রান্না করেছেন তো দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাই, আমার তৈরি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আলু ও সবজি ছোট ছোট মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।রেসিপির কালারটিও দেখতে চমৎকার লাগছে। আর এটা ঠিক মাছের পাশাপাশি আমাদের নিয়মিত সবজি খাওয়া উচিত। তবে জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে চলছে মাছ ও অনেক সবজি অনেকের পক্ষে খাওয়া বর্তমানে কষ্টকর। অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাই, বর্তমানে মাছ ও সবজির প্রচুর দাম বেড়ে গিয়েছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

কয়েক ধরনের সবজি দিয়ে ছোট মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু, সবজি দিয়ে মাছ রান্না করলে তা খেতে খুবই মজার লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

সবজি দিয়ে এভাবে মাছ রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের সবজি ও মাছ দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। তৈরি করার প্রতিটি ধাপ ও খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89