মজাদার স্টিক নুডুলস রেসিপি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আর আজকের রেসিপিটি ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের। এই রেসিপি ছাড়া যেন বর্তমানে আমাদের একদিনও চলতে চায় না।আর সেই রেসিপিটি হচ্ছে মজাদার স্বাদে নুডুলস রেসিপি। হ্যাঁ বন্ধুরা আজ আমি কোকোলা স্টিক নুডুলস কিভাবে তৈরি করতে হয় সেই রন্ধন প্রণালী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
বর্তমান সময়ে এই নুডুলস রেসিপি অতিথি আপ্যায়নে, কিংবা বাচ্চাদের টিফিনে খুব বেশি ব্যবহার করা হয়। আমার ছেলে ও মেয়েতো নুডুলস খেতে ভীষণ পছন্দ করে। তাই আমি চেষ্টা করি সব সময় এই মজার রেসিপিটি তাদের তৈরি করে খাওয়াতে। আজ আমি মজাদার স্টিক নুডুলস তৈরি করেছি আমার ছেলে ও মেয়েকে খাওয়াবো বলেই। সেই সাথে নিজেরও পেট ভোজন হয়ে যাবে।
যাই হোক আমি কিভাবে মজাদার এই নুডুলস রেসিপি তৈরি করেছি তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদিও বা সকলে এই নুডুলস রেসিপি তৈরি করতে ভীষণ পাকা। তবুও আপনারা চাইলে আমার রেসিপি অনুসরণ করে খুব সহজেই চট জলদি কোকোলা স্টিক নুডুলস তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার তৈরি কোকোলা স্টিক নুডুলস রেসিপি তৈরির প্রতিটি ধাপ দেখে নেয়া যাক।
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | নুডুলস | ২ প্যাক |
২ | ডিম | ২ টি |
৩ | পেঁয়াজ | ৪-৫ টি |
৪ | কাঁচা মরিচ | ৫-৬ টি |
৫ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
৬ | লবণ | স্বাদমতো |
" ধাপ : ১ "
" ধাপ : ২ "
" ধাপ : ৩ "
" ধাপ : ৪ "
" ধাপ : ৫ "
" ধাপ : ৬ "
" ধাপ : ৭ "
" ধাপ : ৮ "
" শেষ : ধাপ "
আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
নুডুলস আমারও খুবই পছন্দের। আসলে এটা তৈরি করলে খেতে সবাই খুবই পছন্দ করে। আমিও মাঝে মাঝে নুডুলস তৈরি করার চেষ্টা করি, কারণ আমাদের ফ্যামিলির সবাইও খুবই পছন্দ করে এই নুডুলস খেতে। আপনি কোকোলা স্টিক তৈরি করেছেন আপনার ছেলে মেয়ের জন্য, সেই সাথে আপনিও খেয়েছিলেন খুব মজা করে বুঝতেই পারছি। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটি খুব সহজে তৈরি করতে পারবে। আর লোভনীয় মনে হচ্ছে এই নুডুলস রেসিপি টা।
আপু আমার কাছে নুডুলস রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনার কাছেও ভালো লাগে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সকাল সকাল রেসিপি পোস্ট করার জন্য আপনার শাস্তি হওয়া উচিৎ। আর এমন সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ফাইন ও হওয়া উচিৎ। দেখেই মনে হচ্ছে দারুন হয়েছে খেতে।ধন্যবাদ ভাইয়া সুস্বাদু নুডলস এর রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক আছে ভাই, আপনার শাস্তিটা আমি পাওনা থাকলাম, যদি কোনদিন দেখা হয় তাহলে খাওয়ার মাধ্যমে তা উসুল করে দিব। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিকেলের নাস্তা হিসেবে নুডুলস আমার খুবই ফেভারিট।
গতকাল সন্ধ্যায় ও প্রস্তুত করে খেয়েছি।
আপনার প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখে খুব লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হবে খেতে।
ভাই এখনকার সময়ে ছোট-বড় সকলের কাছে নুডুলস রেসিপি খুবই পছন্দের। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া সকাল সকাল এমন নুডুলস দেখে লোভ সামলানো মুশকিল। আপনার রান্না দেখে সত্যি অনেক ভালো লাগল। যাইহোক ভাইয়া বাচ্চাদের নাম কিন্তু আমরা সবাই খেতে অনেক পছন্দ করি।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, বাচ্চাদের জন্য নুডুলস তৈরি করা হলেও শেষ পর্যন্ত আমরা বড়রাও কিন্তু এই নুডুলস রেসিপি খেয়ে থাকি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই নুডুলস খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর নুডুলস যদি ডিম এবং সবজি দিয়ে তৈরি করা হয় তাহলে তার কথাই নেই। আমার কাছে সাধারণত ম্যাগি নুডুলস তুলে বেশি ভালো লাগে। তারপরও মাঝেমধ্যে স্ট্রিক লুডুলসগুলো বানিয়ে খায়। স্টিক নুডুলস গুলো খাওয়ার সময় লম্বা হয়ে থাকে তাই খেতে একটু ভালোই লাগে। আপনি খুব চমৎকার করে নুডুলস তৈরি করেছেন এবং প্রতিটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাই ম্যাগি নুডুলস কিংবা কোকোলা স্টিক নুডুলস যেটাই হোক না কেন তা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া সকাল সকাল এমন নুডুলস দেখে লোভ সামলানো মুশকিল। আপনার রান্না দেখে সত্যি অনেক ভালো লাগল। যাইহোক ভাইয়া বাচ্চাদের নাম কিন্তু আমরা সবাই খেতে অনেক পছন্দ করি।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিকেলের নাস্তায় বা টিফিনে নুডুলস আমার বেশ পছন্দের রেসিপি। প্রায় সময় নুডুলস খাওয়া হয়। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু নুডুলস রেসিপিটি খেতে খুবই স্বাদের হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও ভাই আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন সেটি হচ্ছে মজাদার স্টিক নুডুলস রেসিপি। নুডুলস আমার অনেক প্রিয় একটি রেসিপি। আর আপনি দেখছি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ধাপ অসাধারণ হয়েছে। শুভকামনা রইল এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ভাই ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।