গান : এই মেঘলা দিনে একলা

" আজ শনিবার - ২৭শে জ্যৈষ্ঠ - ১৪৩০ বঙ্গাব্দ, ১০,জুন - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-06-09_23-33-11-012.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর গানটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের অনেক জনপ্রিয় একটি গান " এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন "। এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। প্রচন্ড গরমে আমরা যখন খুবই হা হুতাস করে দিন কাটাচ্ছিলাম, তখন হঠাৎ করেই গতকাল প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল, কেন জানি এই গানটি আমার বারবার মনে পড়ছিল। তাই গলা ছেড়ে গান গাইছিলাম, একদিকে বৃষ্টি পড়ছে অন্যদিকে আমি মনের আনন্দে গান গাইছি। আর আমার পরিবারের লোকজন বসে বসে আমার গান শুনছিল। তখনকার পরিবেশটা সত্যিই আমার কাছে খুবই উপভোগ্য ছিল। তাই চিন্তা ভাবনা করলাম আমার প্রিয় গানটি আজ না হয় আপনাদের মাঝেও গেয়ে শুনাই।

এই গানটি ভালো লাগার আরেকটি বিশেষ কারণ রয়েছে। আর তা হচ্ছে আমার স্ত্রী যখন আমাকে পছন্দ করতে শুরু করেছিল অর্থাৎ প্রেমে পড়েছিল 🥰, তখন এই গানটি আমি গেয়ে তার মন জয় করেছিলাম। তাই আমার স্ত্রী এখনও বলে, তোমার কন্ঠে প্রথম যেদিন এই গানটি শুনেছি, সেদিন থেকে তোমাকে আমার আরো বেশি ভালো লেগেছিল। তার এই কথার কারণে গানটি তখন আমার কাছে বেশি বেশি করে গাওয়ার ইচ্ছে হত। আর আমার স্ত্রীও এখন পর্যন্ত এই গানটি আমার কাছে শোনার জন্য খুবই ব্যাকুল হয়ে থাকে। আমার কাছে এ ব্যাপারটি খুবই ভালো লাগে।

যাইহোক অনেক কথাই তো বলে ফেললাম, এখন না হয় আমার ভালো লাগা গানটি আপনাদের মাঝে গেয়ে শোনানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছেও খারাপ লাগবে না। যদি আমার গান আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

ছায়াছবি : শেষ পর্যন্ত
গায়ক : হেমন্ত মুখোপাধ্যায়
মিউজিক : হেমন্ত মুখার্জী
ডিরেক্টর : সুধীর মুখার্জি

গানের কথা

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ?



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 2 years ago 

প্রচন্ড গরমের মধ্যে এই হঠাৎ বৃষ্টিটা যেন সকলের জীবনে স্বস্তি বয়ে এনেছে। তাছাড়া বৃষ্টির দিনেই তো এমন গান মনে পড়ে। আপনার এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে গানটি গেয়েছেন। শুনতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু, আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago (edited)

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন চমৎকার একটি গান কভার করেছেন মিতা। আজকের আবহাওয়ার সাথে মিলে গেছে। আপনার কন্ঠে সকাল বেলায় গানটি শুনে ভীষণ ভালো লাগলো। মিতা ভাবি আপনার কাছে থেকে এই গানটি শুনতে পছন্দ করে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৃষ্টির দিনে একা একা থাকলে মাঝে মাঝেই বৃষ্টি রিলেটেড গানগুলো শোনা হয়।।
মেঘলা দিনে একলা গানটি অনেক সুন্দর ভাবে আপনি কাভার করেছেন।।
আসলে এই পুরাতন গানগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে ।গানগুলো শুনতে যেমন ভালো লাগে তেমনি পুরাতন স্মৃতিগুলো ও মনের মধ্যে জেগে ওঠে।।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

আমার খুব পছন্দের একটি গান ভাইয়া।বৃষ্টির দিনে এই গান শুনতে খুব ভালো লাগে।মনটা সকালেই খুব ভালো লাগলো গানটি শুনে। অসংখ্য ধন্যবাদ সুন্দর এই গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু বৃষ্টির দিনে আমার কাছেও এই গানটি শুনতে দারুন লাগে তাই আপনাদের মাঝে পরিবেশন করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

বাহ খুব সুন্দর গান কভার করেছেন। এই গান আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কণ্ঠে নতুন করে শুনে আরো বেশি ভালো লাগলো। বৃষ্টি সময় একা একা বসে এই গান শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।

 2 years ago 

আপু, আমার কন্ঠে গানটি শুনে আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

দীর্ঘদিন প্রচন্ড গরম সহ্য করার পর গতকাল সকালে শান্তির বৃষ্টির দেখা মিলেছে।আর এরকম দিনে মনের আনন্দে গান গাইতে তো ইচ্ছে করবেই।ভাবি আপনার গান শুনে আপনার প্রেমে পড়েছিলো জেনে খুবই ভালো লাগলো।আপনি বরাবরই অনেক সুন্দর গান করেন যা সত্যিই অনেক প্রশংসনীয় তাই নতুন করে আর প্রশংসা করার প্রয়োজন নেই। অসম্ভব সুন্দর গান টি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করেছেন, আর আপনার মন্তব্য পড়ে মনটা একদম ভরে গেল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কন্ঠে গাওয়া গানগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর গান কভার করে থাকেন। এই মেঘলা দিনে একলা গানটা আমার অনেকবার শোনা হয়েছিল এর আগে। কিন্তু আপনার কন্ঠে আবারো শুনে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর গান নিয়ে আমাদের মাঝে হাজির হবেন আপনি। অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী গানটি শোনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107743.04
ETH 3773.66
USDT 1.00
SBD 0.58