DIY || রঙ্গিন কাগজের তৈরি স্পিডবোর্ড
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি DIY - পোস্ট নিয়ে। আর আজকের DIY পোস্ট হচ্ছে রঙিন কাগজের স্পিড বোট। আজ আমার ছেলে মোবাইল ফোন হাতে নিয়ে খেলতে খেলতে ইউটিউবে স্পিডবোটের খেলা দেখে ভীষণ বায়না করতে শুরু করল, তাকেও স্পিডবোটে চড়াতে হবে। আর তা না হলে একটি স্পিড বোট কিনে দিতে হবে। আমার ছেলের এরকম কথা শুনে আমি তো ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করে তাকে স্পিড বোটে চড়ানো কিংবা বাজারে গিয়ে স্পিডবোট কিনে দেয়ার মত সময় আমার কাছে ছিল না। তাই ভাবলাম ছেলের মন রক্ষা করার জন্য ঝটপট রঙিন কাগজের একটি স্পিড বোট তৈরি করে দিই।
যে ভাবা সেই কাজ ছেলেকে নিয়ে বসে পড়লাম রঙিন কাগজ দিয়ে স্পিড বোট তৈরি করার জন্য। আমি যতই স্পিডবোট তৈরি করার জন্য কাগজ কাটছি, ততই যেন তার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। ছেলেকে যতই বলছি কথা একটু কম বল, আমি দ্রুত তোমাকে স্পিডবোট বানিয়ে দিচ্ছি। তবু যেন আমার ছেলের কথা ফুরাচ্ছিল না। যত দ্রুত তাকে স্পিড বোট বানিয়ে দিতে চাচ্ছিলাম, ততই যেন তার কথার জালে পড়ে স্পিড বোট বানানো থেকে পিছিয়ে পড়ছিলাম।
যাক ছেলের বকর বকর শুনতে শুনতে আমার রঙিন কাগজের স্পিডবোর্ডটি তৈরি হয়ে গিয়েছিল। আর যখন স্পিডবোটটি সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছি, তখন দেখি আমার ছেলে চিৎকার করে করে ইয়ে ইয়ে বলছে আর খুশিতে আত্মহারা হচ্ছে। তার এরকম খুশি দেখে বাবা হিসেবে আমার মনের ভেতর খুবই শান্তি অনুভব করেছিলাম। আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে এই স্পিডবোট তৈরি করেছি তা আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে আপনারাও খুব সহজে রঙিন কাগজ দিয়ে এই স্পিডবোট তৈরি করতে পারেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে, চলুন আমার তৈরি রঙিন কাগজের স্পিডবোটের ধাপগুলো দেখে নেয়া যাক।
ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | A4 রঙিন কাগজ | ১ টি |
২ | স্কেল | ১ টি |
৩ | কাঁচি | ১ টি |
৪ | এন্টি কাটার | ১ টি |
৫ | আঠা | পরিমাণ মতো |
" ১ম : ধাপ "
১। প্রথমে A4 সাইজের রঙ্গিন কাগজের কোনা কুনি ভাবে ভাঁজ করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ২য় : ধাপ "
২। এবার ভাঁজ দেয়ার পর রঙিন কাগজটি উল্টে নিয়ে, বাড়তি অংশটুকু ভাঁজ করে নিতে হবে। তারপর এন্টি কাটার এর সাহায্যে বাড়তি কাগজটুকু কেটে দিতে হবে। কেটে দিলেই আমরা স্কয়ার সাইজের একটি রঙিন কাগজের টুকরো পাবো, যার মাপ হবে ২০ × ২০ সেন্টিমিটার।
" ৩য় : ধাপ "
৩। এবার ২০ × ২০ সেন্টিমিটারের কাগজটির মাঝ বরাবর একটি ভাঁজ দিতে হবে। তারপর রঙিন কাগজের দুই পাশে মাথা মাঝের ভাঁজ বরাবর, আরো দুটি ভাজ দিতে হবে।
" ৪র্থ : ধাপ "
৪। এবার চিত্রের মত করে আরো দুটি ভাঁজ দিতে হবে।
" ৫ম : ধাপ "
৫। এবার চিত্রের মত করে ভাঁজ দিয়ে, রঙিন কাগজের দুই মাথা ভাঁজ দিতে হবে।
" ৬ষ্ঠ : ধাপ "
৬। এবার রঙিন কাগজের মাথা ভাঁজ করে নেয়ার পর, চিত্রের মত করে আরও একটি ভাঁজ দিতে হবে।
" ৭ম : ধাপ "
৭। এবার ভাঁজ দেয়ার পর, রঙিন কাগজটি উল্টে নিতে হবে। তারপর চিত্রের মতো আরেকটি ভাঁজ দিতে হবে।
" ৮ম : ধাপ "
৮। এবার রঙিন কাগজের বিপরীত পাশে যেভাবে ভাঁজ দিয়েছিলাম, অনুরূপভাবে এপাশেও ভাঁজ দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।
" ৯ম : ধাপ "
৯। এবার অনুরূপভাবে ভাঁজ দেয়ার পর, মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিতে হবে। তারপর রঙিন কাগজটি উল্টিয়ে নিতে হবে।
" ১০ম : ধাপ "
১০। এবার রঙিন কাগজটি উল্টিয়ে নেওয়ার পর, মাঝ বরাবর আরেকটি ভাঁজ দিতে হবে। তারপর ভাঁজের মাঝ বরাবর খুলে দিলেই স্পিড বোটের রূপ আসবে।
" ১১তম : ধাপ "
![]() | ![]() |
---|
১১। এবার ৯ × ৯ সেন্টিমিটার রঙিন কাগজের টুকরো কেটে নিয়ে, চিত্রের মত করে কেটে ভাঁজ দিতে হবে।
" ১২তম : ধাপ "
১২। এবার ৯ × ৯ সেন্টিমিটার রঙিন কাগজের টুকরোটি চিত্রের মত আঠার সাহায্যে জুড়ে দিলেই, তৈরি হয়ে যাবে রঙ্গিন কাগজের স্পিডবোট।
আশা করি আমার DIY - পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙ্গিন কাগজের তৈরি স্পিডবোর্ড শেয়ার করেছেন। আপনার তৈরি স্পিডবোর্ড দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে হলে বেশ সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনার সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাচ্চারা মাঝে মাঝে এমন বায়না ধরে না সে ক্ষেত্রে কিছুই করার থাকেনা । আপনি তো তারপরও বুদ্ধি করে রঙিন কাগজ দিয়ে একটি স্পিডবোট বানিয়েছেন। আপনার বাচ্চাটি সেটা পেয়ে খুশি হয়েছে আসলেই বাচ্চারা কোন কিছু পেয়ে খুশি হলেই নিজেদের কাছে ভালো লাগে। এই স্পিডবোটটি কিন্তু অনেক চমৎকার হয়েছে। অনেকদিন আগে আমিও এটি তৈরি করেছিলাম । আপনার কালারটা কিন্তু দারুন হয়েছে ভাইয়া।
ঠিক বলেছেন আপু, ছেলে ও মেয়ের যেন বায়নার শেষ নেই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ছোট বাচ্চা ঘরে থাকলে কত বায়না যে পূরণ করতে হয় তা আমরা সকলেই জানি।ছেলের বায়না মেটানোর জন্য আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার একটি স্পিডবোট বানিয়ে ফেললেন ভাইয়া।যা দেখতে সত্যিকারের স্পিডবোটের মতোই লাগছে।কালার টা অনেক সুন্দর হয়েছে।সবমিলিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।আপনি নিঃসন্দেহে একজন গুণী মানুষ তা আপনার হাতের কাজ দেখেই বোঝা যাচ্ছে।ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু, ছেলের বায়নার জন্য আমি রঙিন কাগজ দিয়ে স্পিডবোটটি তৈরি করে দিয়েছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি স্পিডবোর্ড বানিয়েছেন। আপনার এই স্পিডবোর্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে একদম বাস্তবের মতই দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজের স্পিডবোটটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এই স্পীডবোট দেখে ছেলেবেলার কথা মনে পরে গেলো ভাইয়া।ঢাকার বৈশাখী মেলায় এই বোট বিক্রি হতো।আমার দু ভাই এই বোট প্রতিবারই কিনতো।আর বাসায় এসে বড় প্লাস্টিকের গামলায় পানিতে ভাসিয়ে দিত। খুব ভালো লাগতো তখন।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরলেন। আপনার উপস্থাপনা দারুন ছিল।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আমি আমার ছেলেকে এই স্পিডবোট বড় একটি বালতির মধ্যে করে ভাসিয়ে দিতে বলেছিলাম। আর সে তাই করেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাহ আপনি তো দেখছি খুব সুন্দর করে একটি কাগজ দিয়ে স্পিডবোর্ড তৈরি করেছেন। ধারাবাহিক ভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্পিডবোর্ডটি তৈরি করেছেন।দেখে আমার অনেক বেশি ভালো লাগছে।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙ্গিন কাগজের তৈরি স্পিডবোর্ড অসাধারণ হয়েছে এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ দিয়ে স্পিডবোট তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।