মজার মজার খাবারের ফটোগ্রাফি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আজ আমি খুবই মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। খাবারগুলো খেতে খুবই ভালো লেগেছিল। আর ভালোলাগা খাবারগুলোর ফটোগ্রাফি না করলে কি আর হয়। আর তাইতো যখন-যখন খাবারগুলো খেয়েছিলাম, ঠিক তখন খাবারের আগে আগে মজার এই খাবার গুলোর ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ভাগ্যিস মজার খাবারের ফটোগ্রাফি করেছিলাম, আর তাইতো আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। আমার আজকের আয়োজনে যে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি, তার সবগুলো কিন্তু আমার বাসায় তৈরি নয়। বরং বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়ে আমি এই খাবারের ফটোগ্রাফি গুলো করেছিলাম। ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে।
আর যখন খাবার গুলো খেয়ে ভালো লাগে, তখন আবারো সেই মজার খাবার খাওয়ার আশায় ওই রেস্টুরেন্ট গুলোতে যাই। যাইহোক আজ আমি যে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি, সবগুলো খাবারই খুবই মুখোরোচোক ছিল। তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার মজার মজার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
" ফটোগ্রাফি : ১ "
১। এই সুস্বাদু ও মজাদার খাবার টির নাম পিৎজা। আর আমার ছেলেও মেয়ে দুজনেই পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। বিশেষ করে এই পিৎজায় মেয়োনিজ ও চিজের পরিমাণ বেশি থাকে বলে খেতে দারুন স্বাদ লেগেছিল। আর হ্যাঁ আমাদের এখানে রূপসী বাংলা নামের একটি রেস্টুরেন্ট থেকে মজার পিৎজা খাবারটি নিয়ে এসেছিলাম। আর সেখান থেকে এই ফটোগ্রাফিটি সংগ্রহ করেছি।
" ফটোগ্রাফি : ২ "
২। এই মজার খাবারটির নাম হচ্ছে চিকেন বার্গার। তবে চিকেন বার্গারে কিন্তু চিকেন দেখা যাচ্ছে না, শুধুমাত্র লেটুস পাতাটাই দেখা যাচ্ছে। তাহলে ভাবুন চিকেন বার্গারে যদি চিকেনের পরিমাণ বেশি না থাকে তাহলে খেতে কেমন হবে। হ্যাঁ বন্ধুরা আমার এই চিকেন বার্গারটি আমি খেয়েছি জামান কিচেন নামক এক রেস্টুরেন্ট থেকে। আমার অর্ধাঙ্গিনীর শিক্ষা অফিসের পাশেই, জামান কিচেন রেস্টুরেন্ট অবস্থিত। আর সেখানে খেতে গিয়ে চিকেন বার্গারটির ফটোগ্রাফি করেছিলাম।
" ফটোগ্রাফি : ৩ "
৩। এই খাবারটির নাম লাচ্ছি। প্রচন্ড গরমে শরীর যখন অস্থির হয়ে যায়, তখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেলে, শরীরটা একদম চাঙ্গা হয়ে যায়। আর তাইতো গরমের তীব্রতায় শরীরটাকে চাঙ্গা করে নেয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে লাচ্ছি খেয়েছিলাম। আর যখন লাচ্ছি খেয়েছিলাম তখন ভেবেছিলাম, লাচ্ছি খাওয়ার আগে ফটোগ্রাফি করে রেখে দেই, পরবর্তীতে যেন ফুড ফটোগ্রাফি হিসেবে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।
" ফটোগ্রাফি : ৪ "
৪। এই সুস্বাদু খাবারটির নাম তেলাপিয়া মাছের ঝোল রেসিপি। আর এই তেলাপিয়া মাছগুলোকে প্রথমে হালকা ভেজে, তারপরে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিয়ে রেসিপিটি তৈরি করা হয়েছিল, যার কারণে খেতেও খুবই মজার হয়েছিল। আমার পুরো পরিবার এই মজার রেসিপিটি খুবই তৃপ্তির সাথে খেয়েছিল।
" ফটোগ্রাফি : ৫ "
৫। এই সুস্বাদু ও মজাদার খাবার টির নাম আলু দিয়ে বৈরালি মাছের চচ্চড়ি রেসিপি। আর এই রেসিপিটি আমি তৈরি করেছিলাম ঠিকই, তবে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আলু দিয়ে বৈরালি মাছের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ স্বাদ লাগে। আর এই চচ্চড়ির সাথে যদি গরম গরম ভাত ও পাতলা মসুরের ডাল হয়, তাহলে খাওয়াটা বেশ জমে ওঠে। ভীষণ ভালো লাগে আলু দিয়ে বৈরালি মাছের চচ্চড়ি খেতে।
" ফটোগ্রাফি : ৬ "
৬। জিভে জল আনা এই খাবারটির নাম হচ্ছে কাঁচা আম মাখা রেসিপি। আমার মেয়ে সেদিন কিছু কাঁচা আম কুচি কুচি করে কেটে তাতে শুকনো মরিচ মাখিয়ে খুব সুন্দর করে আম মাখিয়েছিল। আর সেই মাখানো আম খেতে খুবই ভালো লেগেছিল।
Photographer | @mahbubul.lemon |
---|---|
Device | realme 9i |
Location | Kurigram |
আশা করি আমার ফটোগ্রাফি পোষ্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
X promotion : https://x.com/mahbubullemon/status/1793631056211718356?t=n_zE18qsJIZe1yotrntWxg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি বেশ লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা পিজ্জার ফটোগ্রাফি টা দেখে ভালো লাগলো। এর আগে কখনো এ ধরনের পিজ্জা খাওয়া হয়নি। বার্গারের ফটোগ্রাফি টা দেখেও খুব লোভনীয় লাগছে। গরমের মধ্যে এরকম এক গ্লাস লাচ্ছি আসলেই শরীরে প্রশান্ত এনে দেয়। লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপু, আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি লোভনীয় খাবার শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খাবার গুলোর মধ্যে পিৎজা দেখতে পেয়ে যেতে ইচ্ছে করছে। কারণ এটি আমার খেতে খুবই ভালো লাগে। এছাড়াও তেলাপিয়া মাছের ঝোলটাতো দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাই, খাবারগুলো খুবই লোভনীয় ছিল আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
মানতে হবে ভাই আপনি চমৎকার চমৎকার কিছু রেসিপি এর ফটোগ্রাফি করে রেখেছিলেন। যেটা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সব থেকে পছন্দের খাবার হচ্ছে পিজ্জা আমের ঝাল ঝাল রেসিপি তেলাপিয়া মাছের ঝোল রেসিপি আর সাথে লাচ্ছি তো আছেই। খাবারের সব ফটোগ্রাফি গুলি ভীষণ সুন্দর হয়েছে। আশা করছি আপনার পরবর্তী ফটোগ্রাফি পর্বগুলোতে আরো দারুন দারুন ফটোগ্রাফি দেখতে পারব ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া ভালো লাগা খাবারগুলো ফটোগ্রাফি না করলে কি আর হয় । আসলেই আপনার আজকের খাবারের ফটোগ্রাফি গুলো অনেক লোভনীয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর লবণীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার খাবারের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাইয়া আপনার মজার মজার খাবারের রেসিপি দেখে আমি তো মজা পাচ্ছি না। কি করে মজা পাবো বলেন তো। এমন করে পোস্ট করলে কি আর খাবারের মজা বুঝা যায়। তবে আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি যে প্রতিটি খাবারই বেশ লোভনীয় ছিল।ধন্যবাদ এমন সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু, আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
দারুন সব খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো এত সুন্দর সুন্দর লোভনীয় রেসিপিগুলো আপনি ক্যামেরাবন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। প্রতিটা সুস্বাদু খাবার ছিল।
ঠিক বলেছেন আপু, খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে যতটা সুন্দর, ঠিক তেমনি খাবার গুলো খেতেও খুবই মজার ছিল। ধন্যবাদ