মোবাইল ফোনে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগlast year
" আজ শনিবার - ১৯ ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ, ০৪মার্চ - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-03-04_03-23-28-708.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। ফাল্গুন মাসে চারিদিকে অগণিত ফুল ফোটে। আর এই অগণিত ফুলের সমারোহ মনকে যেন দোলা দিয়ে যায়। আর তাইতো ফাল্গুন মাসের ফোটা ফুলের ফটোগ্রাফি করার জন্য আমি সেদিন নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিতে গিয়ে অসংখ্য ফুলের সমাহার দেখে, আমার চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল।

তবে আমি যেদিন নার্সারিতে গিয়েছিলাম, সেদিন প্রচন্ড রোদ উঠেছিল, যার কারণে সূর্যের কিরণ ফুল গুলোর উপরে যেন চকচক করছিল। আমার কাছে মনে হচ্ছিল ফুলগুলো সূর্যের আলোতে হেসে হেসে খেলা করে বেড়াচ্ছিল। আর মাঝে মাঝে মৃদু বাতাস ফুলগুলোকে দোলা দিয়ে যাচ্ছে। এ যে কি মনমুগ্ধকর পরিবেশ, স্বচক্ষে না দেখলে হয়তো বিশ্বাসই হবে না।

সেদিন সূর্যের প্রখর রোদে ফুলগুলো হাসছিল কিন্তু আমার অবস্থা খুবই নাজেহাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সূর্য আক্রোশ করে আমার গায়ে তার কিরণ বর্ষণ করছিল। কিন্তু কি আর করার, আমি তো গিয়েছি ফুলের ফটোগ্রাফি করার জন্য। তাই সূর্যি মামা যতই আমাকে তার কিরণ দিয়ে ঘায়েল করার চেষ্টা করুক না কেন, আমি শেষ পর্যন্ত নার্সারি ঘুরে ঘুরে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছি। তো বন্ধুরা নার্সারি থেকে আমি যে ফুলের ফটোগ্রাফি করেছি, তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তাই দেরি না করে চলুন, আমার মোবাইল ফোনে ধারনকৃত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20230304_030826.jpg

১।
এই ফুলটির নাম ডালিয়া ফুল। আর এই ডালিয়া ফুলকে চেনে না এমন মানুষ হয়তো নেই। ডালিয়া ফুল শুধু নার্সারিতে নয়, অফিস আদালতে কিংবা বাড়িতেও ডালিয়া ফুল গাছ রোপন করা হয়। ডালিয়া ফুলটি দেখতে বেশ বড়, তাই দূর থেকেও ফুলটি চোখে পড়ে যায়। আর তাইতো নার্সারিতে গিয়েই প্রথমে আমি এই সুন্দর ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছি।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20230304_030743.jpg

২।
এই ফুলটির নাম আস্টার আলপিনাস (aster alpinus)। এই ফুলটি দেখতে ভারী সুন্দর। দেখামাত্রই চোখের দৃষ্টি কেড়ে নেয়। গোলাপি পাপড়ির মাঝে হলুদ বর্ণ। এই ফুলটি বেশ কয়েকটি রংয়ের হয়ে থাকে। আমি যখন এই ফুলটির ফটোগ্রাফি করছিলাম তখন তার পাশেই বেগুনি রংয়ের ফুলটিও ছিল। আর সেই বেগুনি রঙের ফুলটি অন্য কোন দিন ফটোগ্রাফি পোস্টে আপনাদের মাঝে উপস্থাপন করব।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20230304_031140.jpg

৩।
এই ফুলটির নাম (gazania linearis)। এই ফুলটির নাম অবশ্য আমার জানা নেই। তাই গুগলে সার্চ দিয়ে নামটি কে জানার চেষ্টা করলাম। হলুদ রঙের ফুলটি দেখতে বেশ মিষ্টি। আমি প্রথমে এই ফুলটিকে কসমস ভেবেছিলাম। যাই হোক পরে দেখি ফুলটি কসমস ফুল নয়। ফুলের নাম যাই হোক না কেন, সৌন্দর্য নিয়ে কথা। তাই এই ছোট হলুদ রঙের ফুলটির সৌন্দর্য কম নয়।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20230304_031109.jpg

৪।
এই ফুলটির নাম (gazania rigens) গাজানিয়া রিগেনস। এই ফুলটিও ভিন্ন ভিন্ন রঙের হয়। যার কারণে নার্সারিতে যখন ফটোগ্রাফি করছিলাম, এই ফুলের ভিন্ন ভিন্ন রং আমি দেখতে পেয়েছিলাম। একসাথে গাজানিয়া রিগেনস ফুল অনেক রঙের দেখে, সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর ভালো লাগার কারণেই ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20230304_031039.jpg

৫।
এই ফুলটির নামও (gazania rigens) গাজানিয়া রিগেনস। এই ফুলটি দেখতে কিছুটা ছোট হলেও, এক দেখাতেই ভালো লেগে যায়। এত সুন্দর ফুল যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি নার্সারিতে গিয়ে যখন এই ফুলগুলোর ফটোগ্রাফি করছিলাম, তখন আমার রোদের কারণে ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু যখন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে, বাসায় নিয়ে এসে মোবাইল ফোনে দেখছিলাম, তখন মনে হচ্ছিল আমার কষ্টটা লাঘব হয়েছে।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20230304_031012.jpg

৬।
এই ফুলটির নামও (gazania rigens)গাজানিয়া রিগেনস। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফুলটি গারো গেরুয়া রঙের। এই ফুলটির রং আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। এই ফুলটি বাস্তবে যতটা সুন্দর মনে হয়েছে, ফটোগ্রাফিতেও ঠিক ততটাই সুন্দর মনে হচ্ছে। তাই এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করে রেখেছি আমার মোবাইল ফোনে।

" ফটোগ্রাফি : ৭ "

IMG_20230304_030926.jpg

৭।
এই ফুলটির নামও (gazania rigens) গাজানিয়া রিগেনস। এই ফুলটির নামও আমি গুগল থেকে সার্চ দিয়ে বের করেছি। ফুলটি দেখতে খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোট নয়। অসম্ভব সুন্দর এই ফুলটির যখন ফটোগ্রাফি করেছি, তখন মোবাইল ফোনটি একদম ফুলের কাছাকাছি নিয়ে ছবি তুলেছি। তাই হয়তো ফুলটি দেখতে বেশ বড় মনে হচ্ছে। যাই হোক ছোট বড় নিয়ে কোন কথা হবে না, কথা হবে ফুলের সৌন্দর্য কে নিয়ে। আর এই ফুলটি তার সৌন্দর্য দিয়ে আমাকে বিমোহিত করেছিল।

তো বন্ধুরা ফুল ও ফুলের সৌন্দর্য নিয়ে অনেক কথাই বলে ফেললাম। তাই আজ আর বিশেষ কিছু লিখতে চাই না। আজ এ পর্যন্তই লিখছি আর সেই সাথে বিদায়ও নিচ্ছি।

photographerDeviceLocation
@mahbubulOppo A16kurigram nursery

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 last year (edited)

আমাদের হাতে মোবাইল থাকার ফলে একটা বিষয় কিন্তু ভালো হয়েছে সেটা হলো আপনি যেখানেই যান সুন্দর কোন কিছু দেখলে খুব সহজে সেটা ফটোগ্রাফি করতে পারেন। আপনি আজকে খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বেশ কিছু ভিন্ন ধরনের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। নতুন নতুন কিছু ফুলের সাথে পরিচয় হতে পেরে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ভাই, আমার পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু ফুল দেখতে পেরেছেন জেনে খুব ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year (edited)

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য দেখে সত্যি মন জুড়ে যায়। ফুল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকে আপনি বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। গাজানিয়া ফুলের বিভিন্ন কালার দেখে সত্যি খুব ভালো লাগলো। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

এই সময়টাতে প্রকৃতিতে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। বলতে পারেন ফুলে ফুলে ছেয়ে যায় চারিপাশ। খুব সুন্দর কিছু ফুলের ছবি তুলেছেন ভাই, প্রতিটি ছবি ভীষন সুন্দর দেখাচ্ছে। ফুলের নাম আমি তেমন মনে রাখতে পারিনা। তবুও আপনি নেট ঘেঁটে নাম বের করেছেন। ধন্যবাদ ভাই এই চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

ভাই আপনার মত আমারও একই অবস্থা, ফুলের নাম তেমন একটা মনে রাখতে পারি না। তাই বাধ্য হয়ে নেটঘেটেই বের করতে হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনার এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনটা রেখে কোনটা সুন্দর বলবো সেটা বুঝতে পারছি না। নার্সারিতে গেলে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। আমিও মাঝে মাঝে নার্সারিতে গিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে সত্যি আপনার ফটোগ্রাফি দেখে বুঝাই যায় না এগুলো মোবাইলে ধারণকৃত। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপু আমার পোস্টে এসে অনেক সুন্দর মন্তব্য করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অগণিত ফুল শুধু আপনার মনকে নয় সবার মনকেই কমবেশি দোলা দেয় 😁 আমার মন কেউ মাঝে মাঝে দোলা দেয় কিন্তু দোলা দিয়ে কারো উপর আকৃষ্ট করাতে পারে না 🤦
আপনার তোলা ফুলের ছবিগুলো অসাধারণ সুন্দর হয়েছে ভাইয়া আসলে প্রশংসা করে শেষ করা যাবে না এতটা ভাল লেগেছে আমার কাছে।

 last year 

ভাই, ফুল দিয়ে কাউকে আকৃষ্ট করতে চাইলে, ফুলের সাথে বন্ধুত্ব করে নিন। তা না হলে কোনদিন আপনার কথা শুনবে না। আর তাই কারো উপর আকৃষ্টও করতে পারবে না। 🥰

 last year 

মোবাইলে ধারণ করা চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক নাম না জানা ফুল চিনতে পারলাম। নাম জানা ফুলগুলোর মধ্য থেকে আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 last year 

ভাই,আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এত সুন্দর ফুল শুধুমাত্র নার্সারিতেই দেখা যাবে। কারন বাড়ির ছাদে এত সুন্দর করে যত্ন করা অসম্ভব। আপনার শেয়ার করা এক নাম্বার এবং দুই নাম্বার ফটোগ্রাফি বাদে বাকি যে ফুলগুলো আপনি উপস্থাপন করেছেন সেগুলো আমি আজই প্রথমবার দেখলাম। তবে ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে দেখতে।

 last year 

ভাই, আপনার সুন্দর মন্তব্য পেয়ে ধন্য হয়ে গেলাম। আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66548.53
ETH 3594.05
USDT 1.00
SBD 2.91