দুর্নীতির কালো থাবা🏴🏴 (২য় পর্ব)

in আমার বাংলা ব্লগlast year (edited)

১৪ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ

২৮ফেব্রুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
০৮শাবান, , ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি

১ম পর্বের লিংক


lobbying-161689__480.webp

source


আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।। আমাদের সবার সুপরিচিত একটি বাক্য দুর্নীতি যার পৃষ্ঠপোষক আমরা প্রায় সবাই।। কেউ যদি ভাবে যে আমি দুর্নীতি করছি না বা দুর্নীতির সাথে জড়িত না তাহলে এটা হবে ভুল।। একটু নিজের দিকে ভালো করে আঙ্গুল তুলে দেখুন কোন না কোন ভাবে ছোট হোক বড় হোক দুর্নীতির সাথে আমরা জড়িত। একটা কথা সব সময় মনে রাখা উচিত যদি সরিষা পরিমাণ খারাপ কাজেও আমরা পৃথিবীতে করে থাকি তাহলে এর জন্য কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে এজন্য আসুন আমরা সতর্ক হই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং ভয় রাখি। দুর্নীতি নিয়ে আজ আমার লেখনীর দ্বিতীয় পর্ব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


দুর্নীতি মানুষের জন্য একটি অন্তহীন সমস্যা। এর ক্ষতির পরিমাণ এতোটাই ব্যাপক যে, এর কালো থাবা থেকে কেউই রেহাই পায় না।আপনি যদি ভাবেন মুক্ত আছেন তাহলে ভুল।কোন না কোন ভাবে আপনিও ভুক্তভোগী। দুর্নীতির কারণে একটি সমাজ ও একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সুস্থ ও সহনশীল রাজনৈতিক বিশ্বাস ও স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।


দুর্নীতি মানবজীবনে একটি প্রাচীন রোগ। দুর্নীতি দারিদ্র্যতা ও সবধরনের অবিচার বাড়ায়ে দেয়। দুর্নীতির কারণে মানুষের মানুষে ব্যবধান সৃষ্টি হয়। ফলে মানুষ তার মৌলিক অধিকার গুলো থেকে বঞ্চিত হয়। দুর্নীতি সমাজে কূকর্ম অপরাধ করার ক্ষমতা ও মানুষে অসন্তুষ্টি বাড়িয়ে দেয়। দুর্নীতি সমাজ জীবন পরিচালনা, বিকাশের ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। এগুলোকে ভালো ভাবে গড়তে সোজা হয়ে দাঁড়াতে দেয় না। দুর্নীতি মানব জীবনের সব ধরনের মূল্যবোধ ও ন্যায়নীতির প্রতি মানুষের অনীহা সৃষ্টি করে দেয়।দুর্নীতির কারণে মানুষের সহজাত কুপ্রবৃত্তিগুলোর অন্যতম করা এর দমন ও রোধকল্পে যুগে যুগে বহু নবী-রাসুল, সমাজ সংস্কারক ও পন্ডিত ব্যক্তি এসেছেন। প্রণীত করা হয়েছে কত আইন-কানুন ও নিয়ম-নীতিমালা। গঠিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান,সেচ্ছাসেবী সংস্থা।


দুর্নীতির কালো থাবা থেকে একমাত্র তারাই মুক্তি পেয়েছেন, যারা রাসুল (স:) প্রবর্তিত নীতি ও নৈতিকতার আদর্শ অনুসরণ করেছেন। সুতরাং কোনো দেশ বা জাতি যদি দুর্নীতিমুক্ত রাখতে চায় তাহলে মানুষের ধর্মীয় মূল্যবোধের নীতিমালা অনুসরণ করতে হবে।যুগে যুগে নবী-রাসুলগণ বিভিন্ন ধর্মে নীতি-নৈতিকতার যে শিক্ষা দিয়েছেন তার প্রচার ও প্রসার ঘটাতে পারলে সমাজ বদলে যাবে। কোনো ধর্ম মানুষকে দুর্নীতি ও অনৈতিকতা শিক্ষা দেয় না।একটু পিছনে দেখুন সপ্তম শতকে সারা পৃথিবী যখন জাহিলিয়াতের নিকষ কালো অন্ধকারে ডুবে গিয়েছিল।


** তখন বিশ্ব মানবতার দূত হয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরব পথভ্রষ্ট মরুচারী বেদুঈন সমাজে নীতি-নৈতিকতা ও সততার যে খিলাফত শিক্ষা দেন, তার মতো পৃথিবী আর দ্বিতীয় প্রত্যক্ষ দেখবে না।ইসলামী খিলাফতের কোথাও আপনি দুর্বৃত্ত ও দুরাচারের এতটুকুও অবিশিষ্ট ছিল না। ভ্রাতৃত্বের বন্ধন ছিলো প্রধান হাতিয়ার। তখন মানুষ ছিল মানুষের জন্য। কোথাও ছিল না শোষণ আর কোন নির্যাতনের লেশমাত্র। দুর্নীতি, কোনো নতুন বা ধনী দরিদ্র দেশের সমস্যা নয়। সমগ্র বিশ্বের মানবজাতির জন্যই এটি একটি কঠিন সমস্যা।**


বর্তমান পৃথিবীর সব দেশেই দুর্নীতি কম হোক বেশি হোক আছে। সমূলে দুর্নীতি উচ্ছেদ করা কখনোই হয়তো সম্ভব হবে মা। তবে সহনীয় মাত্রায় নিয়ে আসা তেমন কোনো কঠিন কাজ নয়। দরকার সদিচ্ছার ও আমাদের দৃষ্টিভঙ্গির আগে নিজেকে পরিবর্তন করতে হবে ।

চলবে.......।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাইয়া আমার বাংলা ব্লগ বানান টা এভাবে হবে।যাই হোক দূনীর্তি আমাদের প্রতিটি ক্ষেএে জড়িয়ে আছে।যে দিকে তাকাই সে দিকেই দূনীতি।আমাদের নবী রাসূলগন কিংবা তার সাহাবীগন রা যেভাবে সমাজ প্রতিষ্ঠা করেছিলো এভাবে কেউ পারেনি।দূর্নীতি একটি ব্যাধি হয়ে দাড়িয়ে আমাদের জীবনে।আসলে পরকালে যদি পাই টু পাই হিসেব নেওয়া হয় কখনই আমরা হিসাব দিতে পারবো না।আল্লাহ আমাদেরকে সকল খারাপ কাজ থেকে রক্ষা করুক।ধন্যবাদ

 last year 

দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত দেশ এবং দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে অন্যথায় কখনোই শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় কালোবাজারে আর দুর্নীতি দের দমন করতে হলে ইসলামী শাসনের প্রয়োগ করতে হবে।। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

 last year 

আসলে ভাই কি বলবো আমাদের দেশে প্রতিটি সেক্টরে দুর্নীতি কবলে। যেখানে যাই সেখানে দুর্নীতি। এ কারণে আমাদের দেশের বিচারব্যবস্থা খুবই খারাপ। দুর্নীতি কারণে দেশের সাবিক উন্নয়নে অগ্রগতি হচ্ছে না। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। দুর্নীতি নিয়ে এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে ভাই আমরা এখন বর্তমানে দুর্নীতি আর কালোবাজারিদের খপ্পরে পড়ে আছে এর মানে আমাদের পুরো দেশটাই প্রায় শাসন ব্যবস্থার নাজমাল অবস্থা দলাদলি করে শেষ করে দিল আমাদের সোনার বাংলা।।

আপনার পোস্ট পড়তে পড়তে মনে হচ্ছিল কেন জানিনা বইয়ের দুর্নীতি চ্যাপ্টার খুলে বসে পড়েছি। তবে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো একদমই সত্যি এবং যুক্তিযুক্ত। বেশ ভালো লাগার মত একটা পোস্ট ছিল।

 last year 

আসলে বাস্তব জীবনে আমাদের সমাজের দিকে তাকালে আমরা এগুলোই দেখতে পাই।। চেষ্টা করেছি আপনাদের মাঝে আমার মত করে তুলে ধরার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম।।

 last year 

দুর্নীতি অনেক বড় একটি বিষয়। আপনার এই বিষয়ে এত গভীর জ্ঞান দেখে অবাক হয়ে গেলাম ভাই। এই বিষয়ে আপনার নলেজ সত্যি প্রশংসা করার মতো। দ্বিতীয় পর্বে আপনি বেশ সুন্দর করে দুর্নীতির ফলে সমাজে কি কি হতে পারে সবকিছু তুলে ধরেছেন। দুর্নীতির ফলে ধনীরা আরো বেশি ধনী হয় আর দরিদ্ররা আরো বেশি দরিদ্র হয়ে যায়। ধর্মীয় মূল্যবোধ আমাদের জীবনে নিয়ে আসতে হবে তাহলে আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারবো। এই বিষয়ে পরের পর্বে আপনার আরো মতামত জানবো। ধন্যবাদ এত সুন্দর ভাবে কথাগুলো শেয়ার করার জন্য।

 last year 

আসলে ভাই এই দুর্নীতিযুক্ত কাজ কাম গুলা আশেপাশে দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে যে এই দুর্নীতিগুলা দেখলে আর সহ্য হয় না ইচ্ছা করে প্রতিবাদ করি জোরে সরে কিন্তু করতে পারিনা।। ধন্যবাদ আপনাকে উৎস মূলক মন্তব্য করার জন্য।।

 last year 

যারা দুর্নীতি করে তারা অনেক প্রভাবশালী হয়ে থাকে। এর প্রতিবাদ করা তো অবশ্যই উচিত কিন্তু তা অনেক সময় আমাদের বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে। এই ভয়ে আমরাও কেউ জোরালো প্রতিবাদ করার সাহস পাই না।

 last year 

ঠিকই বলেছেন আসলে তাদের মত টক্কর দেয়ার মত হিম্মত আছে কিন্তু পাওয়ারটা নেই সমানে সমানে না হলে মোকাবেলা করা আসলে বর্তমান সময়ে অনেক কষ্ট বিভিন্নভাবে শিকার হতেই হবে।।

 last year 

পাওয়ারের কারণেই তো দুর্নীতি হয় ভাই আর আমাদের মত সাধারন মানুষের কাছে এই পাওয়ারটাই নেই। তাই আমাদের মত সাধারন মানুষ যেমন দুর্নীতি করে না, তেমন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে পারে না হাজার ইচ্ছা থাকলেও।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 65454.89
ETH 2948.91
USDT 1.00
SBD 3.69