আমার সেরা ডাই পোস্টের সংগ্রহশালা:- ০৭
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
![]() |
|---|
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার।
শুভ সকাল। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। কেমন আছেন বন্ধুরা আপনারা সকলেই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার সেরা ডাই পোস্টের সংগ্রহশালা:- ০৭ ডাই প্রজেক্ট আসলে আমি ভীষণ পছন্দ করি। ডাই প্রজেক্ট করতে ভীষণ আনন্দ উপভোগ করি। আশাকরি আপনাদের সবার ডাই প্রজেক্ট গুলো এক সাথে দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
- রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরী। আমি আসলে একটু ভিন্ন রকম ভাবে বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী করেছিলাম। এই ওয়ালমেট আমার ভীষণ পছন্দ হয়েছিলো। সুন্দর ওয়ালমেট দেখে আমার ছোট বোন পছন্দ করেছিলো তাকে দিয়েছিলাম। সে তো ভীষণ খুশি হয়েছিলো।
- রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি। আমার কাছে ফুলের ওয়ালমেট দেখতে ভীষণ ভালো লাগে। আর এরকম ফুলের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে টাঙ্গানো হলে দেখতে অসাধারণ লাগে। এই ফুলের ওয়ালমেটটি ও আমি আমার ছোট বোন কে দিয়েছিলাম।
- কালো কাগজ দিয়ে পিপঁড়া তৈরি। কালো কাগজের তৈরি পিপঁড়া দেখতে চমৎকার ফুটে উঠেছে। পিঁপড়ে তৈরির পরে দেখে মুগ্ধ হয়েছিলাম। আপনাদের ও ভালো লেগেছিলো যা আমি পোস্ট এর কমেন্ট এর মাধ্যমে জানতে পেরেছিলাম।
🌹DIY- "রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি" 🌹
- রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি। গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করতে আমার পুরো একদিন লেগেছিলো। আসলে সত্যি এই গোলাপ ফুলের ওয়ালমেটটি যদিও কঠিন ছিলো। আমি প্রথমে ভাবতেছিলাম পারবো কি পারবোনা গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করতে। পরে আমি ধৈর্য সহকারে কাজ শুরু করি এবং অবশেষে সফল হোই গোলাপ ফুলের ওয়ালমেট তৈরি করতে। এই ওয়ালমেটটি এখনো আমার ঘরের দেওয়ালে টাঙ্গানো আছে। দেখতে অসাধারণ লাগে।
- রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী। এই ওয়ালমেট তৈরী আমার প্রথম ওয়ালমেট ছিলো। আমি প্রথমে ওয়ালমেট তৈরী করতে পারতাম না। আমি ওয়ালমেট তৈরি করা শুরু করেছিলাম। এই ওয়ালমেট দিয়ে। আসলে আমি শিখতে ভালোবাসি। আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে কাজ করেছিলাম। পরে আমি ওয়ালমেট তৈরি করতে সক্ষম হয়েছিলাম। এখন বেশ ভালো ভালো ওয়ালমেট তৈরি করতে পারি। এসমস্ত কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে।
এই ছিলো আমার সেরা ডাই পোস্টের সংগ্রহশালা:- ০৭। ডাই প্রজেক্ট গুলো করতে আমার ভীষণ ভালো লাগে। রঙিন কাগজের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে। এসমস্ত ডাই প্রজেক্ট করতে অনেক ধৈর্য্য সহকারে কাজ করতে হয়। একটু ভুল হলে পুরো ডাই প্রজেক্ট নষ্ট হয়ে যায়। আমি এসমস্ত কাজ গুলো করার সময় অনেক আনন্দ উপভোগ করি। @amarbanglablog কমিউনিটিতে কাজ করে প্রতিনিয়ত শিখতেছি। আমার কাছে নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে। আমি প্রথম প্রথম কিছুই পারতাম না। এখানে কাজ করে আমি প্রতিনিয়ত নতুন নতুন শিখতেছি। আমাকে আপনারা সকলেই সহযোগিতা করেছেন। @rme দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। চমৎকার চমৎকার উদ্যোগ গুলো আমাদের জন্য চালু করেছেন। দাদার জন্য শুভ কামনা রইলো। দাদা আপনি আপনার পরিবারের সবাই কে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। আপনাদের সবার সহযোগিতা একান্ত ব্যক্তিগত প্রয়োজন। বিশেষ করে একজন মানুষ কে এখানে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই @emranhasan. আমার প্রিয় একজন মানুষ। আসলে আমি প্রথমে ডাই প্রজেক্ট নিয়ে কাজ করতাম না। আমাকে অনেক উৎসাহ দেন তিনি। এর পরে থেকে আমি ডাই প্রজেক্ট নিয়ে কাজ করি। এখন আমি আল্লাহর রহমতে ডাই প্রজেক্ট এর কাজ শিখেছি। নতুনদের উদ্দেশে বলবো লেগে থাকুন আশাকরি সব কিছু ধিরে ধিরে শিখতে পারবেন। আসলে স্টীমিট প্লাটফর্মে ঠিকে থাকতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। আশাকরি আপনাদের সবার এই ধৈর্য্য রয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
| বিভাগ | ডাই প্রজেক্ট |
|---|---|
| ডিভাইজ | Vivo Y12A |
| বিষয় | আমার সেরা ডাই পোস্টের সংগ্রহশালা:- ০৭ |
| লোকেশন | বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং ফটোগ্রাফি মিউজিক রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
















ভাই আপনি সব সময় দারুন দারুণ ডাই প্রজেক্ট তৈরি করেন। আপনার তৈরি করা ডাই প্রজেক্ট গুলো খুবই সুন্দর হয়। অনেক ভালো লাগে আমার কাছে। আমিও অনেকদিন ধরেই ভাবছি করবো করবো। কিন্তু করা আর হচ্ছেনা। আপনার আজকের সংগ্রহশালার পোস্ট গুলো সব অসাধারন ছিলো।
সব সময়ই চেষ্ঠা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
https://twitter.com/HouqeLimon/status/1582545671743107073?t=97HnaRsVKcOmzvEYFchDQw&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে ডাই পোস্ট অনেকদিন ধরে সংগ্রহ করে শেয়ার করেছেন। আসলে আপনি যে আমাদের মাঝে পাঁচটা ডাই পোস্ট মিলে একটি পোস্ট তৈরি করেছিলেন আপনার পাঁচটি ডাই পোস্টটি অসাধারণ ছিল। প্রতিটি ডাই পোস্টের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পিঁপড়ে তৈরির ডাই পোস্ট।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য।
সৃজনশীলতা কাকে বলে আপনার ডাই পোস্ট গুলো দেখলেই বোঝা যায়। কোনটা রেখে কোনটার প্রসংসা করবো তাই বুঝতে পারছি না ভাই। অসাধারণ সুন্দর লাগছে ভাইজান। এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
এসমস্ত ডাই প্রজেক্ট করতে অনেক সময় লাগে। আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনার ডাই পোস্ট গুলো অনেক চমৎকার ছিল। তবে আজকে ডাই পোস্টের সংগ্রহশালা করাতে অনেক বেশি ভালো লাগছে। যে কেউ চাইলে একসাথে অনেকগুলা ডাই পোস্ট দেখতে পাবে এই সংগ্রহশালার মাধ্যমে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ভাই। আশাকরি পাশেই থাকবেন।
জি ভাই অবশ্যই পাশে আছি, আশা করি আপনি ও এভাবে আমার পাশে থাকবেন।
যে কোন কাজে মনোযোগ দিয়ে লেগে থাকলে সফলতা আসবেই।আপনি চেষ্টা করেছেন তাই সফলতা আপনার কাছে ধরা দিয়েছে।আপনার ডাই পোস্টের সংগ্রহ শালা দেখলে বোঝা যায় একাজে আপনি কতটা পারদর্শী। সবগুলো ডাইপোস্ট অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
যদিও এই পোস্টগুলা অনেকদিন আগে দেখেছি পুনরায় আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগলো সংগ্রহশালায়।।
সবগুলার ড্রাই পোস্ট অনেক সুন্দর এবং কালারফুল ছিল। পিঁপড়ার ডাইপোসটা কিন্তু অনেক ইউনিক ছিল খুবই ভালো লেগেছিল আমার কাছে।।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়েছি কোন জিনিসপত্র তৈরি করলে আমার কাছে বেশ ভালো লাগে। এগুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আপনিতো রঙিন কাগজের ব্যবহার করে অসাধারণ কিছু ওয়ালমেট তৈরি করে সেগুলোর রিভিউ পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। সবগুলো পোস্টে আমার কাছে ভালো লেগেছে। এক কথায় অসাধারণ ছিল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনার ডাই পোস্টগুলো বরাবরই অনেক সুন্দর হয় আর আপনি ঠিকই বলেছেন আপনার সেরা ডাই।সকল সুন্দর সুন্দর ডাই পোস্ট গুলো একসঙ্গে করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভ কামনা রইলো।