DIY-এসো নিজে করি "রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি" ||"১০% লাজুক খ্যাঁক 🦊 এর জন্য"||

in আমার বাংলা ব্লগ2 years ago
♨️ "সৃজনশীলতাই শক্তি" ♨️
IMG_20211212_210318-01.jpeg
"রঙ্গিন কাগজের ফুলের ওয়ালমেট"

ভালো লাগে নতুন কিছু শিখতে

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি। এর আগেও দুইটি ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে নতুন একটি ফুলের ওয়ালমেট আপনাদের সাথে শেয়ার করবো আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


↘️ চলুন শুরু করা যাক ↙️


✂️প্রয়োজনীয় উপকরণ ✂️

IMG_20211212_174642.jpg

যা যা প্রয়োজন

রঙিন কাগজ

পেন্সিল ✏️

এস্কেল

কাঁচি ✂️

আঠা

পুঁতি

✂️ওয়ালমেট তৈরির প্রক্রিয়া✂️
IMG_20211212_210318-01.jpeg
"রঙ্গিন কাগজের ফুলের ওয়ালমেট"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

✂️"ওয়ালমেট তৈরির প্রক্রিয়া চলছে"✂️

IMG_20211212_174923.jpg

IMG_20211212_175734.jpg

IMG_20211212_180615.jpg

আমি রঙ্গিন কাগজ মাঝখানে কেটে নিয়েছি। এবারে আমি ভাঁজ করে নিলাম এখন আমি কাঁচি দিয়ে কেটে নিলাম।

✂️"ওয়ালমেট তৈরির প্রক্রিয়া চলছে"✂️

IMG_20211212_180627.jpg

IMG_20211212_182329.jpg

IMG_20211212_184435.jpg

আমি হলুদ আর নীল রঙের কাগজ কেটে নিলাম। এখন আমি আঠা দিয়ে কাগজের মাথায় লাগিয়ে দিলাম। এখন আমি হলুদ আর নীল রঙের কাগজ দিয়ে ফুল বানিয়ে নিলাম।

✂️"ওয়ালমেট তৈরির প্রক্রিয়া চলছে"✂️

IMG_20211212_184640.jpg

IMG_20211212_184933.jpg

IMG_20211212_190351.jpg

এবারে আমি ফুল বানিয়ে নিলাম। এখন আমি নীল রঙের কাগজের উপরে আঠা দিয়ে হলুদ রঙের কাগজ লাগিয়ে দিলাম। এখন আমি আঠা দিয়ে ফুল গুলোকে লাগিয়ে দিলাম।

✂️"ওয়ালমেট তৈরির প্রক্রিয়া চলছে"✂️

IMG_20211212_193949.jpg

IMG_20211212_201920.jpg

IMG_20211212_203353.jpg

এবারে আমি মোটা বোট কেটে নিলাম গোল করে এবার আমি নীল কাগজ গুলোকে চতুর্থদিকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপর আবার ও হলুদ কাগজ গুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবারে আমি ছোট ফুল বানিয়ে নিয়ে আঠা দিয়ে মাঝখানে লাগিয়ে দিলাম।

✂️"ওয়ালমেট তৈরির প্রক্রিয়া চলছে"✂️

IMG_20211212_203605.jpg

IMG_20211212_205008.jpg

IMG_20211212_204913-01.jpeg

এবারে আমি চিকন করে রঙ্গিন কাগজ কেটে নিলাম এখন আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এর পরে আমি ফুল গুলোকে লাগিয়ে দিলাম।

✂️"রঙ্গিন কাগজের ওয়ালমেট"✂️
IMG_20211212_210318-01.jpeg

রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি হয়ে গেছে এবারে আমি পুঁতি গুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

💞"সেলফি"💞
IMG_20211212_210524-01.jpeg

রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করা শেষ এবারে সেলফি হয়ে যাক। রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট হাতে নিয়ে সেলফি নিলাম। আমার তৈরি ফুলের ওয়ালমেটটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। ততক্ষনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট-এসো নিজে করি
ডিভাইজভিভো ওয়াই ১২এ
বিষয়রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি
লোকেশনবাংলাদেশ 🇧🇩
কারিগরী@limon88

divider-2461548__480.webp

আমার পরিচয়

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে এর কালার গুলো খুব সুন্দর পছন্দ করেছেন যার কারণে এটি অনেক বেশি ফুটে উঠেছে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া আপনি এটি তৈরির পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন যা দেখে যে কেউ এটি বানিয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন এটি। দেখতে অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজের কালার কম্বিনেশনটাও সুন্দর ছিল। মাঝখানের ছোট ফুলটি দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ধাপগুলো ছিলো শিখার মতো ।
আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে আর কাগজের কালার কম্বিনেশন অসাধারণ। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন।দেখতে খুবই সুন্দর লাগছে ধাও গুলোও বেশ গুছিয়ে করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

অনেক সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন ভাইয়া। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ওয়ালেটটি অনেক সুন্দর হয়েছে। ওয়ালেটটির ধাপগুলো অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

রঙিন পেপার দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে দেয়ালে টাঙ্গাইলে দেওয়ালের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দেবে সেই সাথে কালার কম্বিনেশন দারুণভাবে ফুটেছে

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন। এই ওয়ালমেট আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যার কারণে এটি তৈরি করে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া ।আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন টাও সুন্দর ছিল । দেয়ালের সাথে খুব মানিয়েছে ।প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়েছে ।এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66445.93
ETH 3080.27
USDT 1.00
SBD 3.69