DIY- "রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি" ||"১০% লাজুক খ্যাঁক 🦊 এর জন্য"||

in আমার বাংলা ব্লগ3 years ago
♨️ "সৃজনশীলতাই শক্তি" ♨️
20211210_133643.jpg
"ছবিটি কলেজ মেকার দিয়ে তৈরি"

ভালো লাগে নতুন কিছু করতে

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ডাই প্রজেক্ট নিয়ে। রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

↘️ চলুন শুরু করা যাক ↙️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

✂️"প্রয়োজনীয় উপকরণ"✂️

IMG_20211210_103953.jpg

রঙিন কাগজ

এস্কেল

কাঁচি ✂️

পেন্সিল ✏️

আঠা

✂️"তৈরীর প্রক্রিয়া"✂️
IMG_20211210_130317-01.jpeg
"রঙ্গিন কাগজের ওয়ালমেট"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

"তৈরীর প্রক্রিয়া চলছে"

IMG_20211210_104210.jpg

IMG_20211210_104847.jpg

IMG_20211210_104348.jpg

IMG_20211210_113535.jpg

আমি প্রথমেই রঙ্গিন কাগজ নিয়েছি এবার ৮সে.মি কেটে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে ফুলের কলি বানিয়ে নিলাম। এভাবে আমি ৮রকমে রঙ্গিন কাগজ দিয়ে কলি বানিয়ে নিলাম। এখন আমি আঠা দিয়ে জোরা লাগিয়ে দিলাম।

"তৈরীর প্রক্রিয়া চলছে"

IMG_20211210_113955.jpg

IMG_20211210_114733.jpg

IMG_20211210_114317.jpg

IMG_20211210_115122.jpg

এবারে আমি ওয়ালমেট তৈরি করার জন্য ৮সে.মি গোল করে মোটা কাটুন কেটে নিলাম। এবারে আমি কলি গুলোর পিছনে আঠা দিয়ে মোটা কাটুন এর সাথে সব গুলো কলিকে লাগিয়ে দিলাম। এবারে আমি ৬সে.মি করে ছোট কলি বানানোর জন্য রঙ্গিন কাগজ কেটে নিলাম।

"তৈরীর প্রক্রিয়া চলছে"

IMG_20211210_115127.jpg

IMG_20211210_124022.jpg

IMG_20211210_121618.jpg

IMG_20211210_124513.jpg

আবার ও হাতের সাহায্যে কলি বানিয়ে নিলাম এবার আমি দুইটি করে কলি নিয়ে আঠা দিয়ে এক সাথে লাগিয়ে দিলাম। এভাবে আমি ৫টি কলি বানিয়ে নিলাম। এবারে আমি কলি গুলোর সাথে চিকন করে কাগজ কেটে নিলাম এবার আমি কলি গুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবারে আমি ওয়ালমেট এর সাথে লাগিয়ে দিলাম।

"তৈরীর প্রক্রিয়া চলছে"

IMG_20211210_124938.jpg

IMG_20211210_125519.jpg

এবারে আমি ওয়ালমেট ঘুরিয়ে নিলাম। এবারে আমি রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট এর জন্য ফুল বানিয়ে নিলাম। এবারে আমি ফুল তৈরি করে নিলাম এবার আমি আঠা দিয়ে ফুল দুটোকে লাগিয়ে দিলাম।

"রঙ্গিন কাগজের ওয়ালমেট"
IMG_20211210_130317-01.jpeg

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা হয়েছে এবার আমি দেওয়ালে লাগিয়ে দিলাম।

💞 "সেলফি" 💞
IMG_20211210_125914-01.jpeg
IMG_20211210_125846-01.jpeg

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা হয়েছে। আমার তো ভিশন পছন্দ হয়েছে। হাতে নিয়ে ওয়ালমেট এর সাথে সেলফি নিলাম। আমার তৈরী রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।

ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট
ডিভাইজভিভো ওয়াই ১২এ
বিষয়রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি
লোকেশনবাংলাদেশ 🇧🇩
কারিগরী@limon88

divider-2461548__480.webp

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

standard_Discord_Zip.gif

Sort:  

বাহ ভাইয়া অনেক সুন্দর ওয়ালমেট বানিয়েছেন আপনি। প্রথমের পোস্টারটি হয়েছে অনেক সুন্দর। এককথায় পুরো পোস্ট অনবদ্য। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আমার কাছে তো অন্য রকম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

রঙ্গিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে। ডাই প্রজেক্ট মানেই চরম ধৈর্যের প্রয়োজন। এ ধরনের ওয়ালমেট আমার কাছে বেশি সুন্দর লাগে। দেয়ালে লাগানোর জন‍্য সহজ একটি ওয়ালমেট। আপনার সৃজনশীলতা বরাবরই আমার খুব ভালো লাগে। আপনার ডাই প্রজেক্টটি প্রতিবারের মতো খুব ভালো হয়েছে। উপস্থাপনাটাও বেশ ভালো ছিল। শুভকামনা ভাইয়া।

 3 years ago 

আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনার ডাই পোস্ট গুলো সুন্দর হওয়ার কারণ আপনার মেজারমেন্ট গুলো অনেক নিখিতভাবে করেন। তাই এত সুন্দর আপনার ডাই পোস্টগুলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

বাহ!! ভাই বেশ সুন্দর হয়েছে তো। রঙিন কাগজের কম্বিনেশনটা দেখে খুবই ভালো লাগছে। ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন। ওয়ালের সৌন্দর্য বৃদ্ধি পাবে দেয়ালে টাঙালে ওয়ালমেটটি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

ভাইয় আপনার ডাই প্রজেক্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে আপনার মার্কডাউন গুলো অসাধারণ হয়েছে।আর বানানোর নিয়মটি অনেক সহজ ভাবে বুঝিয়েছেন।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

বাহ ভাইয়া দারুণ হয়েছে। অনেক গুলো রং ব্যবহার করার ফলে আরো বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর ফুটে উঠেছে আপনার তৈরি করা ওয়ালমেটটি। এভাবেই এগিয়ে চলুন। শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

বাহ্, ভাই আপনে কালার পেপার দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। আপনার সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আমার কাছে ওয়ালমেটটা অনেল ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।
 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 
কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই। প্রত্যেকটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কালার কম্বিনেশন বেশ সুন্দরভাবেই সাজিয়েছেন। আমি রেটিং হিসেবে ১০/১০ দিবো ভাই। এভাবেই চালিয়ে যান আপনি।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41