মুভি রিভিউ : নোবডি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago



নমস্কার,

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছে। আজকে আমি ফের একটা সিনেমা রিভিউ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সিনেমাটার নাম নোবডি, এটি একটি অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা। জন উইকের লেখক নোবডি লিখেছেন এবং জন উইকের পরিচালক প্রযোজনা করেছেন। রিভিউ শুরু করার আগে দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


YouTube থেকে প্রাপ্ত


চলচ্চিত্র
নোবডি
অভিনয়
বব ওদেনকার্ক, কনি নিয়েলসন, আলেক্সি সেরেব্রিয়াকভ
পরিচালক
ইলিয়া নাইসুলার
লেখক
ডেরেক কোলস্টাড
মুক্তি
২৬-এ মার্চ, ২০২১
দেশ
আমেরিকা যুক্তরাষ্ট্র
ভাষা
ইংরেজি
সময়
১ ঘন্টা ৩২ মিনিট
বক্স অফিস
৫.৭ কোটি ডলার


পটভূমি

হাচ ম্যানসেলকে সাধারণ মানুষ। হাচ "অডিটর" হিসেবে তার শ্বশুরের মেটাল ফ্যাব্রিকেশন কোম্পানিতে কাজ করে। হাচ স্ত্রী বেকা এবং সন্তান ব্লেক ও স্যামিকে নিয়ে একটা সাধারণ গড়পড়তা জীবনযাপনেই অভ্যস্ত।

ঘটনার সূত্রপাত হয় যখন এক রাতে দুজন হাচের বাড়িতে ডাকাতি করতে ঢোকে। হাচ ডাকাতদের প্রতিরোধ করে না অথচ হাচের ছেলে ব্লেক যখন এক ডাকাতকে ধরাশায়ী করে ফেলে, হাচ কোনোপ্রকার হস্তক্ষেপ করে না ফলস্বরূপ ব্লেক ডাকাতদের কাছে মার খায়। হাচ কিছু না করায় জন্য নিজেকে দোষী মনে করে।

ডাকাতিতে হাচের মেয়ের একটা ব্রেসলেট খোয়া যায়, এরপরেই হাচ ওই ডাকাতদের ট্র্যাক করে ফেলে তবে ডাকাত দম্পতির অসুস্থ শিশুটিকে দেখে ওই দম্পতিকে।ছেড়ে দেয় কিন্তু নিজের মেয়ের ব্রেসলেট ফেরত না পেয়েই চলে আসে।

সেখান থেকে বেরিয়ে হাচ বাড়ি ফেরার জন্য বাসে চড়ে, বিপত্তি শুরু রাস্তায় যখন একদল মদ্যপ বাহিনী বাসে ওঠে। তারা বাসের আরোহীদের জোরে করে বাস থেকে নামিয়ে দেয়। তারপরে বাসে থাকা একমাত্র মেয়ে আরোহীকে উত্যক্ত করতে থাকে। মেয়েটিকে হয়রানি থেকে বাঁচাতে হাচ মদ্যপ বাহিনীর সাথে মারামারি করে, একজন গুরুতর আহত করে দেয়।


আমাজন প্রাইম থেকে প্রাপ্ত

পরবর্তীতে প্রকাশ পায়, যাকে হাচ গুরুতর আহত করে সে আসলে রাশিয়ান মাফিয়া ইউলিয়ান কুজনেটসভের ভাই। ইউলিয়ান হাচ কে ও হাচের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য বন্দুক বাহিনী পাঠায়। তাঁরা হাচকে মেরে ফেলতে ব্যর্থ হয়। এরপরের হাচ ইউলিয়ানের ডেরায় আঘাত হানে, ইউলিয়ানের সমস্ত অর্থ পুড়িয়ে ফেলে। তারপর হাচ শান্তিপ্রস্তাব নিয়ে ইউলিয়ানের কাছে যায়, যা প্রত্যাখিত হয়।


আমাজন প্রাইম থেকে প্রাপ্ত

ইউলিয়ান হাচকে মারার জন্য উদ্ধত হবে সেটা আন্দাজ করে হাচ বাবা এবং ভাইয়ের সাথে সাথে ফন্দি আঁটে। হাচ বুদ্ধি করে যেখানে কাজ করতো সেই জায়গার গুদামটা কিনে নেয়। ইউলিয়ানকে উসকানি দিয়ে হাচ সবাইকে গুদামে নিয়ে আসে যেখানে তারা আগে থেকেই অপেক্ষা করছিলো। বাবা ও ভাইকে সাথে করে নিয়ে ইউলিয়ানের সব বন্ধুকধারীকে নিকেশ করে দেয়। তারপর হাচ তাকে একটি মাইন দিয়ে ইউলিয়ানকে মারে।


আমাজন প্রাইম থেকে প্রাপ্ত

পুলিশ হাচকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়, কিন্তু তাঁদের কাছে হাচকে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না। হাচ তার পরিবারের কাছে ফিরে আসে, কিছুদিন পরে হাচ স্ত্রী কে নিয়ে নতুন বাড়ি কেনার জন্য দেখতে যায়। সেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হাচের জন্য ফোন আসে। বোঝা যায় যে কেউ এখনও হাচের পেছনে আছে। সিনেমাটি এখানেই শেষ।

আমার মতামত

সিনেমাটি বব ওদেনকার্ক অভিনীত Better Call Saul আর John Wick এর মিশেল বলতে পারেন। যারা John Wick দেখেছেন তাঁদের হয়তো John Wick সাথে Nobody র এর মিল খুঁজে পাবেন। সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো অ্যাকশনে ভরপুর। একটা অবসর প্রাপ্ত স্পাইয়ের গতানুগতিক সাধারন জীবন নিয়ে গল্প হলেও সাধারন মানুষের অসাধারণ লুকিয়ে রাখার গল্প। বব ওদেনকার্কের অভিনয় আমার দারুন লেগেছে, বাবা হিসেবে ক্রিস্টফার লোয়েড দারুন কমিক রিলিফ দেয়। রাশিয়ান ডন হিসেবেও আলেক্সি সেরেব্রিয়াকভ বেশ ভালো অভিনয় করেছেন।


রেটিং

পরিচালনা
কাহিনী
৮.৫
অভিনয়
সিনেমাটোগ্রাফি

ট্রেলার

Sort:  
 3 years ago 

যাক মুভিটার রিভিউ টা পড়ে ভালো লাগল। দেখার ইচ্ছে হচ্ছে কিন্তু দেখার উপায় নেই। কারণ এটা ইউটিউবে নেই। এবং অ‍্যামাজন প্রাইমে আমার সাবসক্রাইব করা নেই। যাইহোক ভালো রিভিউ করেছেন দাদা মুভিটার।

 3 years ago (edited)

রিভিউ পড়ে কি সাধ মেটে! ইউটিউবেও আসবে কিনা সেটা বলা মুশকিল। যাই হোক। ধন্যবাদ রিভিউটা পড়ার জন্য।

 3 years ago 

😞

 3 years ago 

আসলে আমাদের ইচ্ছা থাকলেও আমরা দেখতে পারি না। অনেক মুভি অ্যামাজন তারপরে নেটফ্লিক্সে পাওয়া যায়। আপনি দারুন ভাবে বর্ণনা করেছেন এবং ইচ্ছা আছে দেখার এবং পড়ে ভালো লাগলো

 3 years ago 

দুটোই বাংলাদেশে পাওয়া যায় না!! আজব তো।

 3 years ago 

বেশ ভালো মুভি তো। মুভিটি পড়ে খুব ভালো লেগেছে। আসলে এই মুভি গুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনার লেখার ধরণ তো সবসময় ই সুন্দর। হাচের পিছনে কে আছে তা জানতে পারলে ভালো লাগতো একটু।

 3 years ago 

হাচের পেছনে কে, সেটা মনে হয় পরের পার্টে দেখাবে। শেষ হয়েও, শেষ হলো না।

 3 years ago 

মুভি রিভিউ দারুন লাগলো,এই ধরণের মুভি গুলু দেখতে খুবই ভালো লাগে , আমি প্রায় এমন মুভি দেখি , তবে দাদা আপনি মুভি রিভিউ দারুন লিখেছেন , পড়ার মধ্যে ও আলাদা একটা মজা পাইছি , অনেক ধন্যবাদ দাদা আমাদের বিনোদনের জন্যে আপনি অনেক কষ্ট করে এই পোস্ট লিখেছেন।

 3 years ago 

অ্যাকশন সিনেমা বানানো এমনিই বেশ কঠিন। সিনেমাটা বাংলাদেশে কেউ দেখতে পারবে না সেটাই দুঃখের।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49