"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ || $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা

in আমার বাংলা ব্লগlast month (edited)

নমস্কার বন্ধুরা,

1000017784.png

Credit : সিয়াম ভাই

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি চলে এলাম আমার বাংলা ব্লগের আরো এক নতুন প্রতিযোগিতার ঘোষণা নিয়ে। "আমার বাংলা ব্লগ" এইবার তার ৬২ তম প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছে। আর এর কৃতিত্ব আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা RME দাদা, সহ প্রতিষ্ঠাতা Blacks, আমাদের সম্পূর্ণ এডমিন ও মড প্যানেল এবং সর্বোপরি আমার বাংলা ব্লগের সমস্ত সদস্যদের। সেই সূত্র ধরে আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী ভাগ করে নেবো।

এইবারের প্রতিযোগিতা বর্তমানে আমার বাংলা ব্লগে সবচেয়ে বেশি আলোচ্য বিষয়টি নিয়ে। আপনারা জানেন কিছুদিন আগে আমার বাংলা ব্লগ এবং স্টিমিটের যৌথ উদ্যোগে একটি বিশেষ কয়েন লঞ্চ করা হয়েছে $PUSS এবং সেটা নিয়ে আমরা নানা ভাবে প্রচার করছি, ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটি আমাদের কমিউনিটির টোকেন তাই সবাইকে কিছু পরিমাণ ধরে রাখতে বলা হয়েছে। আশা করছি আপনারা সকলেই কিছু পরিমানে $PUSS ধরে রেখেছেন এবং প্রতিনিয়ত আমাদের $PUSS HODL প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আজ আমাদের প্রিয় $PUSS কে নিয়েই একটু ভিন্ন ধরনের প্রতিযোগিতা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি।

আপনারা জানেন যেকোনো প্রমোশনের পেছনে সবচেয়ে বেশি কার্যকর এবং প্রয়োজন হলো, সুন্দর ব্যানার। যেটা দিয়ে প্রয়োজনীয় তথ্য খুব সহজে অপর পক্ষকে কয়েকটি শব্দের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবেন। এবং আমরা সেই ব্যানার কেই প্রতিযোগিতা আকারে নিয়ে এসেছি। $PUSS নিয়ে আপনাদের নানা ধরনের ব্যানার আমরা দেখতে চাই।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য। পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে। কমপক্ষে ৫০০০ $PUSS আপনাকে HODL করতে হবে।

  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে। সর্বোচ্চ দুটি ব্যানার বানাতে পারবেন। ধাপে ধাপে ব্যানার বানানোর পদ্ধতি পোস্টে দেখাতে হবে। $PUSS, Steem, TRX এগুলো ব্যানারে রাখতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।

  • অংশগ্রহনের সময়সীমা ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-62 #pussbanner-contest #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:


IDDesignation
@rme✠ Founder 🔯
@blacksCo-Founder♛🇮🇳【IND】
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১২ ই সেপটেম্বর ২০২৪ ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাং আউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড


1000017573.png



IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
Loading...
 last month 

এই প্রতিযোগিতাটি একেবারেই সময় উপযোগী।অনেক সুন্দর সুন্দর ব্যানার ইতিমধ্যেই দেখে ফেলেছি ,আরো দেখতে পাবো বলে আশা করি।তবে এটা আমার জন্য একটু ব্যতিক্রম,ধন্যবাদ দাদা সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last month 

এবারের প্রতিযোগীতাটি একটু ভিন্নধর্মী তবে যারা ডিজাইন এর কাজ সম্পর্কে একটু ধারনা আছে তাদের জন্য অনেক আকর্ষনীয় একটি প্রতিযোগীতা। এই প্রতিযোগীতার মাধ্যমে আমরা আমাদের পুশ কয়েন এর জন্য নতুন নতুন অনেক ব্যানার দেখতে পাব। ধন্যবাদ এমন একটি সুন্দর প্রতিযোগীতার আয়োজন করার জন্য।

 last month 

ব্যানার বানানোর জন্য কি আমরা Adobe illustrator এর সাহায্য নিতে পারবো?

 last month 

বেশ সুন্দর একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে। অনেক ভালো লাগলো এ কনটেস্টের আয়োজন দেখে। ইনশাল্লাহ আমিও এ কনটেস্ট অংশগ্রহণ করব। আর এভাবেই পুশ কয়েন এর ব্যাপক বিস্তার সৃষ্টি হবে।

 last month 

বেশ দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতা টি আমার কাছে অনেক ব্যতিক্রম মনে হয়েছে চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন ব্যানার দেখতে পাবো। অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 last month 

অবশ্যই আমাদের কমিউনিটির কয়েন আমাদেরও কিছু কিছু হোল্ড করতে হবে। আশা করি সবাই নিজেদের সর্বউচ্চ সৃজনশীলতা দিয়ে আমাদের কমিউনিটির ব্যানার গুলো তৈরী করবে। ধন্যবাদ।

 last month 

অনেক দিন পর মনে হচ্ছে মনের মত একটা কনটেস্ট পেলাম।ইনশাআল্লাহ ইচ্ছে অংশগ্রহন করার জন্য।ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62959.39
ETH 2453.52
USDT 1.00
SBD 2.62