DIY - এসো নিজে করি : ব্যাঙের অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago


নমস্কার,

এবছরে বর্ষার যেন থামার কোনো ইচ্ছাই নাই। সেই মে মাসে শুরু হয়েছে, প্রতি ১৫ দিন অন্তর নিম্নচাপ হয় আর ভাসিয়ে দিয়ে যায়। পুজোর আগে বাড়ি গিয়েছিলাম সেখানেও বৃষ্টি। গ্রামের বৃষ্টি শহরের বৃষ্টি থেকে একদমই ভিন্ন। গ্রামে জল পড়লেই ব্যাঙের ডাক, ঝিঁঝিঁ পোকার ডাকে চারপাশ মুখরিত হয়ে যায়। কলকাতা ফেরার পর থেকেই ভাবছিলাম ব্যাঙের একটা অরিগ্যামি বানানো যায়। অবশেষে একটু সময় পেতেই বানিয়ে ফেললাম ব্যাঙের অরিগ্যামি।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাঁচি
  • কাগজ কাটার

ধাপ ১:

  • প্রথমে ১৫ সেমি লম্বা এবং ১৫ সেমি চওড়া চৌকো করে কাগজ গুলো কেটে নিলাম।

ধাপ ২:

  • কাগজটি মাঝামাঝি ভাঁজ করে নেবার ডান প্রান্তটি বাম প্রান্তে ভাঁজ করলাম।

ধাপ ৩:

  • একই ভাবে বাম প্রান্তটি ডান প্রান্ত বরাবর ভাঁজ করলাম। তারপর ভাঁজ গুলো খুলে দিলাম। দুদিকে ভাঁজ হয়ে যাবার পরে আবার কাগজের উল্টোদিকে একইভাবে ভাঁজ করলাম। দেখতে অনেকটা এরকম হলো।

ধাপ ৪:

  • উপরের বাম এবং ডান প্রান্তগুলি সামনে এনে কাগজটিকে ত্রিভুজ আকারে বানিয়ে সমতল করলাম।

ধাপ ৫:

  • ত্রিভূজের নীচের কোনা ত্রিভূজের উপরের কোনা বরাবর ভাঁজ করলাম।

ধাপ ৬:

  • ভেতরে ছোটো ত্রিভূজের কোনা গুলো এইভাবে ভাঁজ করে দুদিকের পা বানিয়ে নিলাম।

ধাপ ৭:

  • কাগজটা পিঠের দিকে করে নিয়ে নীচের দিকটা উল্টিয়ে ভাঁজ করলাম।

ধাপ ৮:

  • ডান এবং বাম দিকের কোনো গুলো ভাঁজ করে মাঝ বরাবর করে দিলাম।

ধাপ ৯:

  • কাগজের উপরে পিঠের দিক থেকে ভেতরে ভাঁজ করে দিলাম। তারপর পায়ের দিকে আরেকবার ভাঁজ করে দিলাম।

ধাপ ১০:

  • ব্যাস। ব্যাঙের অরিগ্যামি তৈরী!!


ব্যাঙের অরিগ্যামি

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যাই ব্যাঙটা নিয়ে খেলি। 🙏🏾



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

ভাইয়া আসলে এই বারের বৃষ্টিটা একটু ব্যতিক্রম টাইপের এই হচ্ছে এই নেই। আর গ্রামের কথা বললেন গ্রামে বৃষ্টি হলে মানুষ একটু বেশি বিপাকে পড়ে। বিভিন্ন ফসলের ক্ষতি হয় আবার মাছ ধরার জন্য খুব সময় উপযোগী। ভালো-মন্দ মিলিয়ে আরকি। তবে গ্রামে বৃষ্টি হলে উপভোগ করা যায় ঝিঁঝিঁ পোকার ডাক ব্যাঙের ডাক কিছু জায়গা আছে বন্ধ হয়ে যায় কান ব্যাঙের ডাকে। আপনার ব্যাংকের অর গেমি টা খুব সুন্দর হয়েছে। এবং আপনি পোস্টটি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য দাদা।

 3 years ago 

অতিরিক্ত বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। পরিমিত বৃষ্টি হওয়াটাই ভালো। বাড়ি গিয়ে কান ঝালাপালা হয়ে গিয়েছিল।

 3 years ago 

এটি একটি মহান কাজ,এটা ভালো করে রাখুন

 3 years ago 

কোন কাজটা মহান করলাম?

 3 years ago 

হ্যাঁ, এটা রাখুন।

 3 years ago 

ব্যাঙ তৈরি খুবই সুন্দর হয়েছে। ব্যাঙের লাফানোর দৃশ্য আমার কাছে বেশি ভালো লাগে। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। শুভকামনা রইল ভাই।

 3 years ago 

এইটা আমি জাম্পিং ব্যাঙের অরিগ্যামি বানিয়েছি। দারুন লাফায়। 😆

 3 years ago 

ব‍্যাঙৃর অরিগমটা খুব সুন্দর করেছেন দাদা। কাগজের ভাজে ভাজে ব‍্যাঙটা বেশ ভালো ফুটে উঠেছে। কাগজের এতো ভাজ দেওয়া কী সম্ভব??

যাই হোক কাজটা ভালো ছিল। ধন্যবাদ দাদা এতো সুন্দর অরিগম শেয়ার করার জন্য।।

 3 years ago 

অরিগ্যামি তো কাগজেরই খেলা। ভাঁজের মধ্যে ভাঁজ। তুমি বানাও একটা।

 3 years ago 

আমি এগুলো খুব একটা ভালো পারিনা। তবে আপনি যখন বললেন চেষ্টা করব শীঘ্রই।

 3 years ago 

আপনার তৈরি করা ব্যাঙের অরিগামি টি অসাধারণ সুন্দর হয়েছে। আর অনেক সুন্দর ভাবে উপস্থাপন ও করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ দিদি। 🤗🙏🏾

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ব্যাঙের অরিগ্যামি। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করা হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই। 🤗🙏🏾

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার শেয়ার করা ব্যাঙের অরিগামি।আপনাকে ধন্যবাদ। ভাই।

 3 years ago 

ধন্যবাদ দাদা। আপনিও একটা বানান, আমরা উপভোগ করি।

 3 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি ব্যাঙটি খুব সুন্দর হয়েছে। দেখতে খুব ভালো লাগছে। তাছাড়া আপনি ব্যাংঙ বানানোর পদ্ধতিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সহজে কেউ এটি দেখে বানিয়ে ফেলতে পারবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দিদি। অন্য সদস্যরা যাতে বুঝতে পারে তাই ধাপ হিসেবে দেখিয়েছি।

 3 years ago 

আপনার ব্যাঙের অরিগামি দেখতে অসাধারণ হয়েছে । ব্যাঙ বানানোর পদ্ধতিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

অসাধারণ দাদা,খুবই সুন্তর ভাবে ব্যাঙ তৈরি করেছেন কাগজ দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি ব্যাঙ টা। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ জীবন ভাই। আপনি বানান, তারপর দেখবেন কিভাবে লাফায়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65269.28
ETH 3441.23
USDT 1.00
SBD 2.62