বৃষ্টির দিনে ম্যাগি আর ডিম ভুজিয়া (Maggi and Scrambled eggs on a Rainy Day) by @kingporos

in আমার বাংলা ব্লগ3 years ago


নমস্কার বন্ধুরা!,



আজ সকাল থেকেই অনবরত বৃষ্টি। সকাল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বসেছি। খিদেয় পেট চুঁ চুঁ করছে। কি খাবো কি খাবো করতে করতে মনে হলো গরম গরম ম্যাগি করলে কেমন হয়! কিছু সবজি আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে। আবহাওয়া টাও বেশ মনোরম, গরম ম্যাগি বেশ ভালোই লাগবে।

যেমন ভাবা তেমন কাজ, পেঁয়াজ লঙ্কা দিয়ে, বরবটি দিয়ে বানিয়ে ফেললাম। সাথে ডিমের ভুজিয়া। আহা! এ যেন স্বর্গীয় সুখ। পরে কি মনে হলো একটা ডিমের পোচ বানিয়ে নিলাম। 😁


ম্যাগি

খেয়ে নিয়ে স্টিমিট নিয়ে বসলাম। কোথায় কি নতুন নতুন কনটেস্ট চলছে সেটাতে একবার চোখ বুলিয়ে নিলাম।

অনেক বেলা পর্যন্ত বৃষ্টি থামছিল না তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম বাজার করতে। রবিবারের চিকেন টা কিনতে হতো। রাস্তা ঘাট ভিজে আছে। গাছের পাতায় জল। আবহাওয়া খুবই ভালো!


বৃষ্টি

ছাতা মাথা দিয়ে টুক টুক করে দোকানে গেলাম। মাংসের দোকানে এতো বেলাতেও বেশ ভীড়। বিগত কয়েকমাসে মাংসের দাম খুবই চড়া। একটা সময় ২৮০ টাকা কিলো হয়ে গিয়েছিল। আজকে একটু কমে ২১০ টাকা। দ্বিতীয় লক ডাউনের আগেই ১৫০-১৬০ টাকা ছিলো। লক ডাউনের পর থেকে দ্রব্য মূল্যের দাম বেড়েই চলেছে, থামবার কোনো আশা নেই।


মাংসের দোকানে

মাংস কিনে এসে বাড়িতে ঢুকেই স্নান সেরে নিলাম। করোনা আবহে বাইরে বেরোলেই এসে স্নান করে নিই।

তারপর স্টিমিট খুলে @blacks দার Beauty of Creativity গ্রুপে আমার প্রিয় ঋতু নিয়ে লিখে ফেললাম। আপনার যারা এখনো ওই গ্রুপে Subscribe করেননি, করে ফেলুন। বেশ ভালো লাগবে।

সবশেষে, যারা এখনো Application for Monthly Community Support Program ব্লগ টিকে অপভোট, রিস্টিম এবং কমেন্ট করেননি তাড়াতাড়ি করে ফেলুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

বৃষ্টির দিনে আসলে এরকম খাবার হলে ভালোই লাগে ।কারণ পরিবেশ এবং খাবার সব মিলিয়ে একদম অস্থির ।যাইহোক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ দাদা! গরম গরম ম্যাগি, দুটো ডিমের ভুজিয়া আর একটা পোচ সাবরে নিলাম

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58630.93
ETH 2517.93
USDT 1.00
SBD 2.35