DIY - এসো নিজে করি : "লাজুক খ্যাঁক"-এর অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


১০-ই সেপ্টেম্বর, ২০২১


নমস্কার,

অনেকদিন ধরেই কমিউনিটিতে DIY এর বিভিন্ন ধরনের কাজ দেখে আসছিলাম তবে আমি চাইলেও এতে অংশগ্রহণ করতে পারিনি। আমি হাতের কাজে একদমই পটু নই। যখন অরিগ্যামির কাজ দেখলাম মনে হল অরিগ্যামি দিয়েই শুরু করা যেতে যেতে পারে, মনে হয়েছিল খুব সহজেই হয়ে যাবে। স্বপ্নেও ভাবিনি এতোটা কঠিন ও সময়সাপেক্ষ হবে। দেখে সহজ মনে হলেও অনেকটা জটিল। স্টেপ মেনে না চললেই পুরোটাই খারাপ হয়ে যাবে।

মনে হলো, লাজুক খ্যাঁক-কেই প্রথম DIY টা উৎসর্গ করলে কেমন হয়! যেমন ভাবা তেমন কাজ।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাঁচি
  • কাগজ কাটার


ধাপ ১:

  • প্রথমে ১৫ সেন্টিমিটার লম্বা, ১৫ সেন্টিমিটার চওড়া একটা কাগজ কেটে নিলাম।

ধাপ ২:

  • লম্বালম্বি ভাঁজ করে নেবার পর মাঝ বারবার ভাঁজ করে নিলাম।

ধাপ ৩:

  • ডানদিক এবং বামদিক থেকে আঁড়াআড়ি ভাবে ভাঁজ করলাম।

ধাপ ৪:

  • কাগজটা উল্টো করে একটা কোনা মাঝ পর্যন্ত এনে ভাঁজ করে দিলাম।

ধাপ ৫:

  • ডান দিকের কোনা ধরে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিলাম। একইভাবে বাম কোনাটাও ভাঁজ করলাম।

ধাপ ৬:

  • এরপর দুদিকের কাগজ ব্যাঙের আকারে ভাঁজ করে দিলাম

ধাপ ৭:

  • মাঝ থেকে ভাঁজ টা সোজা করে দিলেই অনেকটা খ্যাঁকের আকারে চলে এলো।

ধাপ ৮:

  • মাঝে ল্যাজের জায়গার কাগজটাকে ভেতর থেকে ভাঁজ করে দিলাম।

ধাপ ৯:

  • ল্যাজের কোনা ধরে নীচে সাথে সমান করে দিলাম।

ধাপ ১০:

  • লাজুক খ্যাঁক তৈরী!!


লাজুক খ্যাঁক

আশা করি আমার প্রথম প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। 🙏🏾

১০% পেআউট @shy-fox কে

Sort:  
 3 years ago (edited)

আপনিও বেশ ভালো তৈরী করেছেন, কেন জানি আমারও চেষ্টা করতে ইচ্ছে করছে আপনাদের দেখে দেখে। লাজুক খ্যাঁককে কাগুজের রূপে দেখে ভালই লাগছে।

প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন, নতুন যে কেউ এটা ফলো করে তৈরী করতে পারবে, আপনার মতো সুন্দর করে। শুরুর তারিখটা টি ঠিক আছে দাদা? ধন্যবাদ

 3 years ago 

করে ফেলুন দাদা। একটু সময় সাপেক্ষ তবে দারুন আত্মতৃপ্তি হবে।

আগস্ট মাস লিখে লিখে ভুল করে সেপ্টেম্বর এর জায়গায় লিখে ফেলেছি 😅

 3 years ago 

আরে বাহ!আপনিও!
বেশ ভালো লাগলো ব্যাপারটা। এক্কেবারে প্রিয় লাজুক খ্যাঁক কেই বানিয়ে ফেললেন।নতুন কিছু শিখলাম আজ। সত্যিই কিন্তু অনেক বেশি নিখুঁত আর অনেক বেশি সুন্দর হয়েছে। বুঝতে পারছি খ্যাঁক কে বানাতে ভালোই বেগ পেতে হয়েছে তবে শেষটাও কিন্তু দারুণ হয়েছে।

 3 years ago 

খ্যাঁককে উৎসর্গ করেই শুরু করলাম। হাতের কাজ বিশেষ একটা পারিনা তাই অনেলটাই সময় লাগলো। দেখেই সহজ মনে হয়। আদপে খুবই কঠিন 😭

 3 years ago 

সাধারণের মধ্যে অসাধারণ কিছু। ভালোই বানিয়েছো । শুভেচ্ছা রইলো দাদা

 3 years ago 

😅!! অরিগ্যামি বানানো কঠিন তবে বানিয়ে বেশ মজা লাগলো। এইবার আরো কিছু বানাবো। ধন্যবাদ।

সুন্দর চেষ্টা দাদা। লাজুক খ্যাক এর প্রতি ভালোবাসা প্রদর্শন এর জন্য আপনাকে ধন্যবাদ।শুভকামনা রইল দাদা

 3 years ago 

ধন্যবাদ ভাই! তোমরা এতো গিফ্টেড আমি মাঝে আনাড়ি। মাথায় যেটা এলো সেটাই বানিয়ে দিলাম।

 3 years ago (edited)

দাদা আমিও আপনার মতো এই কাজে পটু নই। আমি এখন পর্যন্ত DIY এ কোনো পোস্ট করতে পারিনি। ভোল্টাইক সেল নিয়ে একটি পরীক্ষা করছিলাম ভাবছিলাম সেটা সম্পন্ন করে পোস্ট করব। কিন্তু মধ‍্যবর্ষ পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। কী আর করার এইবার হলো না।

আপনার চেষ্টা দারুণ ছিল। চালিয়ে যান।।

দাদা ওটা ১০ই সেপ্টেম্বর হবে

 3 years ago 

হ্যাঁ। ১০-ই সেপ্টেম্বরের জায়গায় আগস্ট হয়ে গেছে 😂।

পরীক্ষা হয়ে গেলেই করো। এখন পরীক্ষার দিকে ধ্যান দাও। ওটা বেশি জরুরি।

 3 years ago 

হুম দাদা🙂🙂

বেশ সুন্দর হয়েছে আপনার হাতের কাজটি।স্পষ্ট বোঝা হচ্ছে যে লাজুক শেয়াল বসে রয়েছে।খুব সুন্দর হয়েছে ভাই।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মুখটা এঁকে দিলেই পুরো খ্যাঁক মনে হতো। হাঃ হাঃ। ধন্যবাদ ভালো আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

অরিগামি তে আপনি খুবই দক্ষ দাদা। চমৎকার বানিয়েছেন লাজুক খ্যাঁক। অরিগামি আমার কাছে অনেকটা জাদুর মত মনে হয়। সামান্য কাগজ দিয়ে কি সুন্দর সব জিনিস তৈরি করা হয়। দেখতে অদ্ভুত লাগে। আপনাকে লাজুক খ্যাঁক তৈরির জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জীবনে প্রথমবারের জন্য করলাম দাদা। অরিগ্যামি সত্যিই জাদু, একটা কাগজের টুকরো দিয়ে কতকিছু তৈরি করা যায়। সত্যিই আশ্চর্যের

 3 years ago 

বাহ্ চমৎকার তো ♥️
খুব সুন্দর হয়েছে দাদা।
আমিও আজ একটু আপনার মতো চেষ্টা করেছি। শুভ কামনা রইল ♥️

বাহ্। ভাইয়া, কাগজ দিয়ে তৈরি লাজুক খ্যাকের অরগামিকটা অসাধারণ সুন্দর হয়েছে। ভাজের খেলায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗❤️

 3 years ago 

দাদা খুব সুন্দর হয়েছে লাজুক খ্যাকটি।মনে হচ্ছে লাজুক খ্যাক বাচ্চা থাকার দরুন আপনার বারান্দায় ছোটাছুটি করছে।মজা করলাম দাদা।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বারান্দায় দৌড়ানোর চেষ্টা চলছিলো এখন বেশ শান্ত আছে 😂

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64455.55
ETH 3147.84
USDT 1.00
SBD 3.94