"বাংলা মোদের গর্ব" : পর্ব ২
নমস্কার বন্ধুরা,
"বাংলা মোদের গর্ব" মেলাটার মুখ্য ভাবনা আদৌ কি ছিল সেটা বুঝতে পারলাম না তবে এতে দ্বিমত নেই যে মেলায় যেসব স্টল তৈরি করা হয়েছিল তার মূল দৃষ্টিভঙ্গি হস্তশিল্প মেলার মতোই। এমনকি পুরো মেলা ঘুরে মনে হয়েছে হস্তশিল্প মেলাকেই একটা নতুন মোড়কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাইহোক মেলায় প্রাথমিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো চলছিল সেই সাথে অল্প কিছু মানুষজন ছিলেন বসে সেগুলো দেখছিলেন। আমিও হাতে গরম লেবু চায়ের কাপ নিয়ে অনুষ্ঠানে দেখতে বসলাম। কিছুক্ষণ অনুষ্ঠান দেখে বেশ ভালোই লাগলো। এত সুন্দর পরিবেশনা। কিছুক্ষণ লোকগীতি শুনে উঠে পড়লাম মেলার আরেকদিকে ঘুরতে।
আগের পোস্টে বলেছিলাম মেলার তিনটে জিনিস খুব সুন্দর লেগেছিলো তার মধ্যে আজকে যেটা সবচাইতে ভালো লেগেছিল সেইটা আপনাদের দেখাবো। মেলার স্টল গুলোর উল্টোদিকে এক প্রদর্শনীতে চলছিল, যার নাম দেওয়া হয়েছে কারার এই লৌহ কপাট। প্রাথমিক ভাবে মনে হয়েছিল যে স্বাধীনতা সংগ্রাম নিয়ে কিছু বিশেষ প্রদর্শনী থাকবে এবং হলোও তাই। কারার ঐ লৌহকপাট শীর্ষককে আদবে তত্কালীন ইংরেজ শাসন যন্ত্রের বিরুদ্ধে বঙ্গদেশের বিপ্লবীদের রুখে দেওয়ায় জন্য জেলের ব্যবহারকেই ফুটিয়ে তোলা হয়েছে।
১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরে বঙ্গের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ইংরেজ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বাঙালিদের আটকাতে সেই সময়ের ইংরেজ শাসকরা বিপ্লবীদের জেলে ভরিয়ে দেয়। বিভিন্ন জেলে নানান বিপ্লবীদের বন্দি রাখা হয়েছিল সেই গুলোকে পুরো প্রদর্শনী জুড়ে দেখানো হয়েছে। যেখানে জায়গা পেয়েছে প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল, মেদিনীপুর সেন্ট্রাল জেল, হিজলি ডিটেনশন ক্যামপ, সেলুলার জেল, চট্টগ্রাম সেন্ট্রাল জেল, ঢাকা সেন্ট্রাল জেল, রাজশাহী সেন্ট্রাল জেল ইত্যাদি। মূলত যে জেল গুলোকে ভারতীয় বিপ্লবীদের আটকানোর জন্য সুপরিকল্পিত ব্যবহার করা হয়েছিল।
তুলে ধরা হয়েছে জেলের কিছু ইতিহাস এবং সেই সমস্ত জেলে থাকা কিছু বাঙালি বিপ্লবীদের সম্পর্কে। প্রথমেই জায়গা পেয়েছে কলকাতা প্রেসিডেন্সি জেল। ১৮৬৪ সালে স্থাপিত হওয়া জেলটি বাংলার প্রথম কেন্দ্রীয় কারাগার। প্রেসিডেন্সি জেলে আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন গোসাইকে হত্যার জন্য কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়। সেই সাথে প্রেসিডেন্সি জেলেই চারুচন্দ্র বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহার মত বিপ্লবীদেরকেও ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ তো! এ মেলার খবর আগে শুনিনি৷ তবে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এমন কিছু উদ্যোগ তাঁদেরই সম্মান দেওয়া। ভালোই লাগল৷ বাঙালিই পারে এসব৷ অন্যান্য রাজ্যে মানুষের এতো সময় নেই যেন।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
কারার ঐ লৌহকপাট, বলে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে দারুন একটি গানও রয়েছে। আপনার পোস্টটি দেখে সেটার কথা প্রথম মাথায় আসলো। মেলাটিতে বেশ নতুনত্ব এর ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখছি। লেবু চা বেশ প্রিয় আমার।