DIY - এসো নিজে করি : অরিগ্যামি ক্রেন বা সারস 😁 // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


১৪-ই সেপ্টেম্বর, ২০২১


নমস্কার,

কাগজের ক্রেন, আমাদের কাছে একটি অতি সাধারণ অরিগ্যামি মনে হলেও, জাপানি সংস্কৃতিতে এর গুরুত্ব অনেকটাই। জাপানিদের বিশ্বাস আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মা ক্রেনের ডানায় করে স্বর্গে যায়। অরিগ্যামি ক্রেন নতুন বিবাহিতদের দেওয়া হয়, কাগজের ক্রেন হাজার বছরের সুখ এবং সমৃদ্ধির প্রতীক।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাগজ কাটার


ধাপ ১:

  • প্রথমে একটি বর্গাকার কাগজ বানিয়ে নিলাম, তারপর সেটাকে মাঝখান থেকে ত্রিভুজ আকৃতি করে অর্ধেক ভাঁজ করলাম।

ধাপ ২:

  • কাগজটিকে একটি আয়তক্ষেত্র আকার তৈরি করে কাগজটি অর্ধেক ভাঁজ করলাম।

ধাপ ৩:

  • চারটি কোনা বরাবর ভাঁজ করে একটি বর্গক্ষেত্র তৈরি করলাম।

ধাপ ৪:

উপরের দুটি প্রান্ত ভাঁজ করে একটি ঘুড়ি-আকৃতি গঠন তৈরী করলাম। একই ভাবে কাগজের পেছন দিকটাতেও পুনরাবৃত্তি করলাম।


ধাপ ৫:

  • উপরের বেরিয়ে থাকা অংশটি একটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ ৬:

  • ভেতর দিক থেকে ভাঁজ গুলো খুলে আবার বর্গাকার আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসলাম।

ধাপ ৭:

  • প্রথমে বর্গাকার আকৃতির ভেতর থেকে খাঁজ ধরে আবার ঘুড়ির আকৃতি বানিয়ে নিলাম।

ধাপ ৮:

  • ফের উপরের স্তরটি ভাঁজ করে বইয়ের পাতা উল্টানোর মতো করে নিলাম। প্রতিটি স্তরের উপরের স্তরটি ভাঁজ করে ফেললাম।

ধাপ ৯:

  • উপরের স্তরটি উল্টো ভাবে ভাঁজ করলাম। তারপর একটা দিক আরেকটা দিকের সাথে জুড়ে দিলাম।

ধাপ ১০:

  • দুদিকের ভাঁজ খুলে ডানা বানিয়ে নিলাম। তারপর কাগজের লম্বা অংশগুলোকে একটু বেঁকিয়ে দিলাম।

ধাপ ১১:

  • মাথার মতো করার জন্য একটা দিকে অল্প বেঁকিয়ে দিলাম। আমাদের ক্রেন তৈরী।


ক্রেন

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। 🙏🏾

১০% পেআউট @shy-fox কে

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে দাদা।আপনি কাগজ দিয়ে জিনিস তৈরী করতে যে পারদর্শী তা আপনার কাজে প্রমাণ পাচ্ছি।এখুনি আপনার হাত থেকে উড়ে গিয়ে পাশের পুকুর থেকে মাছ ধরবে সারস পাখিটি।মজা করলাম।খুব সুন্দর হয়েছে দাদা,আমার কাছে ভীষন ভালো লেগেছে।

 3 years ago 

মাছ ধরে আনলে ভালোই লাগবে, অন্তত কিছু ফ্রির মাছ পাবো 😆

অনেক সুন্দর হয়েছে ভাই।আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗।

 3 years ago 

কাগজের তৈরি সারসটা সুন্দর হয়েছে দাদা।সেই ধাপে ধাপে সুন্দর করে বিশ্লেষণ। যে কেউ এভাবে সারস আকঁতে পারবে এটা দেখে।শুভেচ্ছা নিয়েন দাদা।

 3 years ago 

আঁকিনি ভাই। কাগজ দিয়ে বানিয়েছি

 3 years ago 

সাধারণের মধ্যে সত্যিই অসাধারণ।কাগজ দিয়ে সারস ভীষণ সুন্দর হয়েছে । হাতের কাজ ভালো। শুভেচ্ছা অনেক দাদা

 3 years ago 

দেখতে মন্দ হয়নি। বেশ উড়ে উড়ে যাবে একটা ফিলিংস আসছে 😆😂

অনেক সুন্দর হয়েছে ভাই।অন্যরকম একটা বিষয় বানাইছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই। তবে কাগজের অরিগ্যামি অনেকেই বানাচ্ছেন। আমার এটা দ্বিতীয়

সারস পাখি আপনি যেভাবে পর্যায়ের পর উপস্থাপন করেছেন আমার পক্ষ থেকে অবশ্যই আপনি কিছু পুরস্কার প্রাপ্ত।

অসাধারণ সৃষ্টির অপরূপ নিদর্শন দেখেছেন আপনি

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗♥️

Great hermanito

 3 years ago 

Gracias didi 🤗♥️

 3 years ago 

ভাইয়া আপনি তো দেখি একদম দিন দিন হাতের কাজে পারদর্শী হয়ে যাচ্ছেন। খুব ভালো হচ্ছে কিন্তু আপনার কাজ। আজকের এটা নিয়েও কিছু বলার নেই। খুব ভালো হয়েছে।
আর দেখতেও খুব কিউট লাগছে ক্রেনটা।

 3 years ago 

সব তো দুটো করতে পেরেছি, পারদর্শী হতে আরো সময় লাগবে হয়তো। তবে ধন্যবাদ 🤗।

ক্রেন অনেকটা সারসের মতো লাগছে 😂

 3 years ago 

যদিও এই ক্রেন কাজের না তবে দেখতে ছোটু মটু কিউট😝

 3 years ago 

অরিগামি সারস অনেক সুন্দর হইছে আপনি এতো ভালো করে উপস্থাপনা করেছে যেকেউ সহজে বানাতে পারবে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ দিদি। 🤗

 3 years ago 

বাহ দাদ অরিগম ক্রেন টা তো ভালো আবিস্কার করেছেন। এবং উপস্থাপনা টাও অসাধারণ ছিল।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64400.33
ETH 3140.71
USDT 1.00
SBD 3.93