DIY - এসো নিজে করি : প্রজাপতি-র অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago


২৫-শে সেপ্টেম্বর, ২০২১


নমস্কার,

আগের দুটো অরিগ্যামি বানিয়ে খুব ভালো লেগেছিল।অরিগ্যামি বেশ সময়সাপেক্ষ তবে একবার বানালে একটা পরিতৃপ্তি হয়। কয়েকদিন ধরেই ইচ্ছে করছিলো আরেকটা অরিগ্যামি বানালে কেমন হয় কিন্ত সময়ভাবে পেরে উঠছিলাম না। আজকে অবশেষে একটু সময় পেতেই বানিয়ে ফেললাম প্রজাপতির অরিগ্যামি।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাঁচি
  • কাগজ কাটার


ধাপ ১:

  • প্রথমে চৌকো করে কাগজ গুলো কেটে নিলাম।

ধাপ ২:

  • দুদিক কোনাকুনি ভাঁজ করে নিলাম, তারপর লম্বালম্বি মাঝামাঝি ভাবে দুদিক থেকে ভাঁজ করে নিলাম।

ধাপ ৩:

  • একদিকের দুটো কোনা ধরে কাগজের মাঝের ভাঁজ ভেতরে ঢুকিয়ে দিলাম।

ধাপ ৪:

  • একইভাবে অন্যদিকের দুকোনা ধরে কাগজের মাঝের ভাঁজ ভেতরে ঢুকিয়ে দিলাম। পাহাড়ের মতো আকার এলো।

ধাপ ৫:

  • মাঝ বরাবর ভাঁজ দিয়ে ত্রিভূজ বানালাম। তারপর উপরের কোনাটা একটা কাঁচি দিয়ে অর্ধবৃত্ত আকারে কেটে দিলাম।

ধাপ ৬:

  • উপরের স্তরটির কোনা গুলো অর্ধবৃত্ত আকার দিয়ে আবার মাঝের ভাঁজ খুলে নিলাম। তারপর কেন্দ্র বারবার কোনা এনে ভাঁজ করে নিলাম।

ধাপ ৭:

  • দুই কোনা ভাঁজ করে কেন্দ্রে মিলিয়ে নিয়ে, কাগজটা উল্টিয়ে নিয়ে নীচের কোণটি উপরে তুললাম।

ধাপ ৮:

  • তারপর উপরের পাশ দিয়ে এমন ভাবে ভাঁজ করলাম যাতে ত্রিভুজটির অগ্রভাগ উপরের দিকে প্রসারিত হলো।

ধাপ ৯:

*উপরের দিকে ত্রিভুজের অগ্রভাগ টিকে অল্প মুড়ে দিলাম। তারপর মাঝ বারবার আরেকবার ভাঁজ করে দিলাম, যাতে অগ্রভাগের কাগজটি আটকে থাকে আর এরম করার পর প্রজাপতির ডানার ন্যায় আকার চলে এলো।

ধাপ ১০:

  • অরিগ্যামি প্রজাপতি তৈরী!!

অরিগ্যামি প্রজাপতি

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। 🙏🏾


১০% পেআউট @shy-fox কে

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ছিল রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন। অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন যা দেখার মত ছিল শুভকামনা রইল দাদা

 3 years ago 

ধন্যবাদ 🤗

 3 years ago 

খুব সুন্দর একটি প্রতিভা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঙ্গিন কাগজ দিয়ে অরিগামি প্রজাপতি বানিয়েছেন খুব সুন্দর হয়েছে শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ, শুভকামনা রইলো।

 3 years ago 

প্রজাপতি মন মেলুক পাখনা।
খুব সুন্দর কাজ। ভালো থাকুন দাদা

 3 years ago 

ডানা মেলেনি 😆।

 3 years ago 

আপনার অরিগম গুলো খুব ভালো হয় দাদা। এবারের প্রজাপ্রতির অরিগম টাও অসাধারণ হয়েছে দাদা। এবং উপস্থাপনা টাও ছিল। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

দাদা, খুব সুন্দর করে প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন। আমার ইচ্ছে করছে এগুলোকে ধরে গাছের উপর বসিয়ে দিতে। শুভকামনা রইল আপনার জন্য, ধন্যবাদ।

 3 years ago 

হাঃ হাঃ। বৃষ্টি হলে ভেসে যাবে

 3 years ago 

অও, চমৎকার হয়েছে প্রজাপতিগুলি।রং -বেরংয়ের প্রজাপতি দেখে মন ভরে গেল দাদা।মনে হচ্ছে আপনার ঘরে প্রজাপতির মেলা বসেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ 🤗

 3 years ago 

প্রজাতি গুলো যদি আরো কিছু বানিয়ে দেয়ালে লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখতে কিন্তু খুব বেশি ভালো হবে। কারণ আমি আগে এমন করতাম।
খুব সুন্দর হয়েছে প্রজাপতি গুলো।
শেইপ একদম পারফেক্ট।

 3 years ago 

ঐটা আমিও ভেবেছিলাম তবে কিভাবে লাগাবো সেটা বুঝতে পারছি না

 3 years ago 

নিচে আঠা দিয়ে চেষ্টা করা যেতে পারে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61728.21
ETH 2680.80
USDT 1.00
SBD 2.56