৭৮ তম স্বাধীনতা দিবস

in আমার বাংলা ব্লগ3 months ago

নমস্কার বন্ধুরা,

ভারত আজ ৭৮ তম স্বাধীনতা দিবস পালন করলো। স্বাধীনতা দিবসের গুরুত্ব কতটা সেটা হয়তো বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মানুষের মন থেকে অনেকটা ঝাপসা হয়ে গিয়েছে। তবে স্বরাজের গুরুত্ব উপলব্ধি করে বহু রক্ত ঝড়িয়ে ৭৮ বছর পূর্বে ৬০০ বছরের বৈদেশিক শাসন এবং ২০০ বছরের ব্রিটিশ শাসনকে অন্ত করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে আমাদের পূর্ব পুরুষরা। ৮০০ বছর পরে পরাধীন ভারত স্বাধীনতা প্রাপ্তি করেছে। আর সব গোলামির অবসান হয়েছিল ১৯৪৭ সালের ১৫-ই আগস্ট তারিখে। অথচ মাত্র ৭৮ বছরেই মনে হচ্ছে স্বাধীনতার প্রকৃত অর্থ আমরা ভুলতে বসেছি।

1000017403.jpg

Copyright free Image Pixabay

৮০০ বছরের গোলামির জন্য যে ধরনের সামাজিক ব্যাধি সৃষ্টি হয়েছিল সেটাকে কাটিয়ে তোলার এবং এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের পূর্বপুরুষরা একটা দেশকে স্বাধীন করেছিলেন। তবে আজ মনে হয়, আমরা সত্যিই স্বাধীন হতে পারিনি। কারণ দেশের স্বাধীনতা সংগ্রামে যেসব মানুষ লড়াই করেছিলেন, যাদের রক্তের এই স্বাধীনতা তাদেরকে আজকের বর্তমান যুবসমাজ ভুলতে বসেছে। বছরের একটি মাত্র দিন যখন আমাদের মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে কিন্তু সারাবছর সেই সমস্ত মানুষ যারা ভারতের স্বাধীনতার সংগ্রামে অগ্র ভাগে ছিলেন তাদের নিয়ে চলে নানা কুপ্রচার ও কটুকথা। ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণপ্রজাতন্ত্র তবে সেই প্রজাতন্ত্রে আক্ষরিক অর্থে বহু মানুষের সামাজিক স্বাধীনতা নেই। আমাদের ছোটখাটো মূলভুত সমস্যা গুলো এখন ঠিক করা যায়নি। জানিনা ঠিক কবে হবে তবে হাল ছাড়লে হবে না। দেশ বদলাবে ঠিকই তার আগে জনগণকে বদলাতে হবে।

গতকাল থেকেই স্বাধীণতা দিবস পালনের জন্য সাজ সাজ রব ছিল চারিদিকে। ১৫ তারিখ যেহেতু সব প্রতিষ্ঠান বন্ধ থাকে সেই জন্য ১৪ তারিখেই সবাই প্রাক স্বাধীনতা দিবস হিসেবে পালন করে নেয়। সেরকমই অভিজ্ঞতা হলো আমার। ১৪ তারিখ কাজে যেতে হয়েছিল সেখানে দেখলাম ভারতের পতাকায় দিয়ে পুরো জায়গা টাকে সাজিয়ে তোলা হয়েছে। ভারতের পতাকা দেখলে অদ্ভূত ভালোলাগা কাজ করে।

1000017389.jpg

আশা ছিল ১৫-ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে পারব। কিন্তু সকাল থেকেই অবস্থা খারাপ, সকালে ঘুম ভাঙতে কিছুটা দেরি হলো। অসহ্য মাথা ব্যথা নিয়ে সারাদিন কাটলো। বাইরে যাওয়া দুরস্ত শুধু বিছানাতেই পড়ে থাকলাম। মাথা ব্যাথার ওষুধ খেয়েও সে যেন ঠিক হবার কোন ইচ্ছে দেখালো না। স্বাধীনতা দিবস কাটালাম যেখানে নিজের শরীর আমাকে স্বাধীন হতে দিলো না।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

মাথা ব্যথা খুবই বিরক্তিকর। সারাদিনেও মাথা ব্যথা কমতে চায় না। আমারও মাঝেমধ্যে এমনটা হয়। যাইহোক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি দাদা। স্বাধীন দেশে আমরা যদি পরাধীন হয়ে বেঁচে থাকি,তাহলে স্বাধীনতা অর্জনের কোনো মানেই রইলো না। যাইহোক যারা স্বাধীনতা অর্জন করার জন্য জীবন দিয়েছে, তাদের সবাইকে শ্রদ্ধা করা উচিত আমাদের। কারণ তাদের ত্যাগের বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69393.72
ETH 2488.25
USDT 1.00
SBD 2.53