রিভিউ : রিয়াল মি বাডস টু নিও ইয়ারফোন

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

কদিন আগে পরিচিত এক দাদা ইয়ারফোনের জন্য রীতিমতো কান প্রায় খেয়ে নিয়েছিল। সপ্তাহ দুয়েক ধরে বলছিলো তার জন্য একটা হেডফোন পছন্দ করে দেওয়ার কথা, বাজেট মাত্র ৫০০ টাকার মধ্যে কিন্তু সময়াভাবে তা পারছিলাম না। হাতে অল্প সময় পেতে বেছে নিলাম রিয়াল মি বাডস টু নিও ইয়ারফোনটাকে। আমার পছন্দতেই অর্ডার। তারপর তো তড়িৎ গতিতে ডেলিভারি, মাত্র একদিনের মধ্যে। অন্যের জিনিস তাই নিজের হাতে ইয়ারফোনটা পেয়েও খুলিনি। ক্রেতার হাত দিয়েই আনবক্স করলাম।

IMG20240610110845.jpg

IMG20240610110852.jpg

খুবই সাধারন একটা প্যাকেজিং। হলুদ কালারের একটা বক্স যার সামনের দিকে রিয়াল মি বাডস ২ নিও র গ্লসি ছবি আর বক্সের পেছন দিকটাতে ইয়ারফোন সংক্রান্ত সমস্ত ডিটেলস। হলুদ প্যাকেট কেটে একটা ট্রে মত বের করে নিলাম যেখানে ইয়ারফোনটা সুন্দরভাবে সাজানো। কালো রংয়ের ইয়ারফোন সব জায়গাতেই দেখি তাই আমি পছন্দ করেছিলাম নীল রঙের ইয়ারফোনটা।

IMG20240610111237.jpg

IMG20240610111319.jpg

বক্সে ছিল ইয়ারফোনটা আর সাথে কিছু ইয়ার টিপস। তবে মূলত যে কারণের জন্য এই ইয়ারফোনটা পছন্দ ছিল তা হলো তার এল শেপের ৩.৫ এম এম ইয়ারফোন জ্যাক। আসলে আমরা প্রতিনিয়ত যে সব ইয়ারফোন ব্যবহার করি সেটার জ্যাক সোজা হয় এবং সেটার কারণে প্যান্টের পকেটের চাপে অনেক সময় জ্যাকের কাছের জায়গাটা ছিঁড়ে যায় বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেখানে এল শেপের জ্যাক খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত কার্যকারী। যেমন খুব সহজেই মোবাইলের ৩.৫ এম এম পোর্ট এ ঢুকে যায় তেমনি এল শেপের হওয়ার জন্য আঁটোসাঁটো ভাবে ফোনে আটকেও থাকে। ডিজাইনের জন্য খুব তাড়াতাড়ি জ্যাকের মাথার জায়গা নষ্ট হয়ে যায় না।

IMG20240610190748.jpg

ইয়ারফোন জ্যাকটা যেমন খুব কার্যকারী পাশাপাশি ইয়ারফোন টার পুরো তারের ছিল একটা সিনথেটিক উপাদানে তৈরি ট্যাঙ্গেল ফ্রি কেবেল, যেটার কারণে ইয়ারফোন সহজে জড়িয়ে যাবে না। বাহ্যিক দিকটা ভালো তেমন ইয়ারফোনটার সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো। দুটো গান শুনে মূল কাজে ইয়ারফন কাজে লাগালাম। একজনকে ফোন করলাম, অপর দিকের কথা পরিষ্কার আওয়াজ আসছিল আমার কথাও সুন্দর ভাবে সেপাশে যাচ্ছিলো। ৫০০ টাকা দামের মধ্যে এর থেকে ভালো আশা করা যায় না।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last month 

আপনার পরিচিত দাদাকে দারুণ একটি ইয়ারফোন কিনে দিয়েছেন দাদা। নীল রঙের যেকোনো জিনিস আমার খুব পছন্দ। এল শেপের জ্যাক বর্তমানে বেশ জনপ্রিয়। এককথায় বলতে গেলে একেবারে কম বাজেটে দারুণ একটি ইয়ারফোন পেয়েছেন। আশা করি আপনার পরিচিত দাদা এই ইয়ারফোনটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। যাইহোক এতো চমৎকার ভাবে এই ইয়ারফোনের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 26 days ago 

আর দেখলাম খুবই কার্যকর। খুব সহজে পকেটে থাকছে।

 last month (edited)

৫০০ টাকার মধ্যে বেশ ভালো একটি ইয়ারফোন দিয়েছেন দাদা।তার গুলো পেঁচিয়ে যাওয়ার ঝামেলা নেই।তাছাড়া রিয়েলমি ব্র্যান্ড মোটামুটি ভালো।আশা করছি অনেকদিন ইজিলি ইউজ করতে পারবেন তিনি।সাউন্ড সিস্টেম যেহেতু ক্লিয়ার ছিল।চমৎকার রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে দাদা।

 26 days ago 

দাম অনুযায়ী কলের কোয়ালিটি ভালোই লাগলো।

 last month 

৫০০ টাকা বাজেটে বেশ দারুণ একটি ইয়ারফোন কিনে দিয়েছেন পরিচিত দাদাকে! আর ব্লু কালারটি বেশ ভালো লাগছে কিন্তু দাদা! এই ব্লু টা আসলেই বেশ দারুণ! আর আশা করছি এল শেইপ জ্যাক আর ট্যাংগেল ফ্রী তার এর কারণে হেডফোন টি বেশ ইউজার ফ্রেন্ডলি হবে!

 26 days ago 

আমার কাছে আসলে কালো রঙের আছে তবে অন্য মডেল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67383.45
ETH 3525.45
USDT 1.00
SBD 2.70