ডেলিভারি মাত্র এক দিনে

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

অনলাইন অর্ডারের ডেলিভারি এত তাড়াতাড়ি হওয়া সম্ভব সেটা এইবার অর্ডার না করলে বুঝতে পারতাম না। কদিন ধরে আমাকে এক দাদা বলছিল তার জন্য ৫০০ টাকার ভেতরে একটা হেডফোন অর্ডার দিতে। আমি তার জন্য রিয়াল মি টু নিও হেডফোনটা পছন্দ করি, সেই সাথে আমারও অনেকদিন ইচ্ছে ছিলো একটা হাত ঘড়ি কেনার। দোকানে যাওয়ার সময় কিংবা ইচ্ছে দুটোই হচ্ছিল না বলে সেটা কেনা হয়নি। তারপর শেষমেষ অনলাইন থেকেই একটা টাইমেক্স ঘড়ি পছন্দ হয়। জুনের ৫-৬ তারিখ থেকে আজ নয় কাল অর্ডার করবো করবো করে করা হয়নি। তখন ডেলিভারি টাইম দেখাচ্ছিল ১০-১ ই জুন। হঠাৎ ৭ তারিখ মধ্যরাত নাগাদ আমার মনে হল ফ্লিপকার্টটা একবার খুলে দেখি কতদিন ডেলিভারি দেবে। সে রকম হলে রাতের মধ্যেই অর্ডারটা করে দেব।

PXL_20240608_231123709_copy_1209x907.jpg

ফ্লিপকার্ট খুলে নিজের কার্টে ঢুকে দেখি ডেলিভারি বাই টুমরো। দেখে তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কারণ ৭ তারিখ অর্ডার করে কালকেই অর্ডারটা আমাকে পৌঁছে দেবে এমন কি করে সম্ভব। এক দিনের মধ্যে ডেলিভারি পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। তাই যখনই দেখলাম এরকম একটা সুযোগ তখনই হাতছাড়া না করে ঝটফট অর্ডার প্লেস করে দিলাম।

Screenshot_20240607-200418~2.png

Screenshot_20240607-200406~2.png

Screenshot_20240607-200309~2.png

৭ তারিখ সকাল হতেই যথারীতি দেখি যে একের পর এক আপডেট ফোনে ঢুকছে। প্রথমে বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হচ্ছে। ৮ তারিখ সকাল বেলাতেই মেসেজ এলো আউট ফর ডেলিভারি। ডেলিভারী আসার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো, জিনিস গুলো পৌঁছলো রাতের বেলায়। সবকিছু এতো তারাতারি হলো যেখানে আগে অর্ডার করার সময় দেখাচ্ছিল ১০ কিংবা ১১ তারিখে আসার। যাক। আমার তো জিনিস আসা নিয়ে কথা। প্যাকেট দুটো হাতে নিয়ে দেখি প্রায়োরিটি লেখা রয়েছে তখনই বুঝলাম এত তাড়াতাড়ি আসার পেছনের মূল কারণটা।

PXL_20240608_230904032_copy_1209x907.jpg

হাতে নিয়ে প্যাকেট দুটো খুলে ফেললাম। টাইমেক্সের ঘড়ি এবং বাডস বেরিয়ে পড়ল। যদিও তারপর দুটো খুলে দেখা হয়নি কারণ DIY কমপ্লিট করতে সারাদিন লেগে গিয়েছিল। শরীরে আর কোনো বল ছিল না। জিনিস গুলোকে খুলে দেখা হলো না ঠিকই তবে আশা করছি প্রত্যেকটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারবো।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এতো অল্প সময়ে ডেলিভারি পেলে আসলেই খুব ভালো লাগে। হাতঘড়িটা আসলেই খুব সুন্দর হয়েছে দাদা। আশা করি ব্যবহার করতে খুবই ভালো লাগবে। ফ্লিপকার্টের জনপ্রিয়তা ভারতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আসলে এখন অনলাইন মার্কেটে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। এজন্য দিনের দিন ডেলিভারি দিয়ে দেয়। আমাদের এখানে তো আজকাল ১৫ মিনিটে ডেলিভারি দিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিস। যাইহোক, টাইমেক্সর ঘড়ি বেশ ভালো দাদা। কিছু দিন আগে আমিও একটি কিনেছিলাম। তাছাড়া, তোমার কেনা রিয়াল মি টু এর হেডফোন টা কিন্তু বেশ ভালো হয়েছে দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50