চোখের অপারেশন সুসম্পন্ন
নমস্কার বন্ধুরা,
ডাক্তার বাবু আমাদের সাথে দারুন একটা প্রাঙ্ক করলেন। আপনাদের কিছুদিন আগে জানিয়েছিলাম আমার জেঠুর এক চোখে থানি অপারেশন হবে সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডাক্তার দেখাচ্ছি। সেই সূত্রে এক পরিচিত ডাক্তারকে বিগত সময়ে চেকআপ করাতে যাই। তিনিই জেঠুর চোখ দেখে অপারেশন কোথায় করা যেতে পারে সেটা জানাবেন। এবং যে চোখে আগে ছানি অপারেশন হয়ে গিয়েছে সেই লেন্সে অল্প ধুলো পড়েছিল তা পরিষ্কার করে দিলেন এবং সেখানে কোন টাকা পয়সাও নিলেন না। উনিই বলেছিলেন সপ্তাহ খানেক বাদে আমরা যেন কিছু টেস্ট রিপোর্ট নিয়ে দিশা মহানগর হাসপাতাল যাই সেখানে বাকি চেকআপ করে অপারেশন করা সম্ভব হবে কিনা জানাবেন।
কথামতো শনিবার দিন ডাক্তারের কাছে পৌঁছে গেলাম। দিশা মহানগরের যেহেতু দুপুরের আগেই যেতে বলা হয়েছিল তাই বারোটা বাজার আগেই সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে দোতলায় ডাক্তার দেখানোর জন্য গেছি সেই সময় হুট করে উনি জানালেন আজকেই অপারেশন হবে। জেঠুর জন্য সবকিছু ব্যবস্থা করা হবে। আমি তো শুনেই বেশ চমকে গেলাম। যেখানে প্রাথমিকভাবে অপারেশন করার কথা আজ ছিল না, শুধুমাত্র চেক আপ সেখানে হঠাৎ করে কি করে অপারেশন হবে। ডাক্তার বাবু কাছে ডেকে বললেন, জেঠু নাকি আগের দিন তাকে অপারেশনের জন্য ভয় পাচ্ছেন জানিয়েছে। তাই ডাক্তারবাবুর আমাদের সাথে ছোট্ট করে একটা প্রাংক করেছেন।
কি আর করার। ডাক্তার বাবুই সব ঠিক করে রেখেছে তখন আর তো চিন্তাই নেই। তার কথা অনুযায়ী চোখের অপারেশনের সমস্ত প্রাক প্রস্তুতি সেরে জেঠুকে ওটি রুমে দিয়ে আমি ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলাম। সেখানে গরম এক কাপ চা নিয়ে আমার বাংলা ব্লগ খুলে কিছুটা কাজ সেরে নিলাম। কিছুক্ষন পরে ফোনে আমাকে জানানো হলো, অপারেশন শেষে জেঠুকে বেডে দেয়া হয়েছে। আমি ঘন্টাখানেক পর দুপুর আড়াইটার সময় উপর তলায় গিয়ে জেঠুকে দেখলাম সেই সাথে ডাক্তারবাবুর সাথে একবার দেখা করে নিলাম। উনি অপারেশানের বিল মিটিয়ে দিতে বললেন ফ্যামিলি ডিস্কাউন্ট নিয়ে।
বিলে হাজার তিনেক টাকা ডিস্কাউন্ট পেলাম। তারপর আরো কিছুটা কাজ সেরে ফেললাম। দুপুর ৩:৩০ টার দিকে ফের ফোন এলো ছুটি হয়ে গেছে। আমিও এক খানা উবের বুক করলাম। তারপর জেঠুকে নিয়ে বেরিয়ে পড়লাম। কেমন সব আকস্মিকতায় সবকিছু হলো। আমি জানতাম সব পরীক্ষা নিরীক্ষা করতে কিছুটা সময় লাগবে তাই ল্যাপটপটা কাঁধে টেনে এনেছিলাম। সেটাও কাজে লেগে গেলো। জেঠুর চোখের অপারেশনটাও সুসম্পন্ন হল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডাক্তার তো দেখছি ভালোই বোকা বানিয়েছে আপনাদের। বোকা বানিয়ে অবশ্য ভালোই হয়েছে। তা না হলে আপনার জেঠু তো ভয়ে অপারেশন করতো কিনা কে জানে। ডাক্তার নিজেই সব ঠিক করে রেখেছে তার জন্যে আপনাদের ঝামেলা কম হয়েছে। আবার ভালোই ডিসকাউন্ট দিয়েছে দেখছি। এখন কেমন আছেন আপনার জেঠু?
আপনার জেঠুর চোখের অপারেশনটা সুসম্পন্ন হয়েছে, জেনে খুব ভালো লাগলো দাদা। ডাক্তারের ছোট প্রাংক তো বেশ কাজে দিয়েছে। নয়তো আপনার জেঠু হয়তো অপারেশনের ভয়ে হসপিটালে যেতেন না। তাছাড়া বেশ ভালোই ডিসকাউন্ট পেয়েছেন দেখছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা আপনার জেঠুর চোখের অপারেশনটা সুসম্পন্ন হলো জেনে ভীষণ ভালো লাগলো।চোখের অপারেশন ভালো ভাবেই হলো জেনে ভালো লাগলো।চোখের অপারেশন করে সাথে সাথে চলে যাওয়া যায়। এই অপারেশনে ডিসকাউন্ট পেয়েছেন দেখে ভালো লাগলো।অনেক ধন্যবাদ দাদা অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আপনার জেঠু ভালো আছে শুনে খুব ভালো লাগলো। দিশা মহানগর এখন একটি অগ্রগণ্য চোখের হাসপাতাল। নিউটাউনে এই হাসপাতাল প্রচুর মানুষের চোখের অপারেশন করেছিল যে প্রতিনিয়ত। জেঠু ভালো থাকুক এই প্রার্থনাই করি। শুধু একদম প্রথমে টাইপিং এররে ছানি থানি হয়ে গেছে। বদলে নিন।
হঠাৎ করেই যদি দিনের দিন অপারেশনের ডেট ফেলে তাহলে তো অবাক করার মতোই ব্যাপার দাদা। যাইহোক, শেষ পর্যন্ত যে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তোমার জেঠু সুস্থ আছে, এটা জেনে খুশি হলাম। তারপরে আবার কিছু টাকা ডিসকাউন্টও পেয়েছো, এটা তো আরো ভালো কথা। আর অপারেশন নিয়ে যে দৌড়াদৌড়ির ব্যাপারটা ছিল, ওটা শেষ হলো আর কি।