দলমাদল কামান

in আমার বাংলা ব্লগ10 days ago

নমস্কার বন্ধুরা,

ছিন্নমস্তা মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর পরিক্রমায়। মন্দির থেকে বেরিয়ে অল্প হেঁটে প্রথমে পৌঁছে গেলাম দলমাদল কামান দেখতে। অষ্টাদশ শতাব্দীর মাঝাাঝি সময়ে যখন বঙ্গে বর্গীদের হানা বারবার নেমে আসছে তখন তাদের বিরদ্ধে ঢাল হয় মল্ল রাজারা। বর্গীরা বারবার বাংলা লুঠ করার জন্য এসে এবং বারবার বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বারা প্রতিহত হয়েছে। বর্গীদের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য মল্ল রাজারা প্রথম কামানের ব্যবহার শুরু করে। ইতিহাসের পাতায় কান পাতলে জানা যায় সেই সময়ে কামানের ব্যবহারে বর্গীরা বিষ্ণুপুর জয় করতে পারেনি। বর্তমানে বহু কামানের মধ্যে অবশিষ্ট থাকা একমাত্র দলমাদল কামানটি বাঙালির বীরত্বের প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে।

PXL_20240128_110309999_copy_1209x907.jpg

PXL_20240128_110322902_copy_2016x1512.jpg

৬৩ টি লোহার আংটা পেটাই করে বিষ্ণুপুরের কর্মকার সম্প্রদায়ের মানুষরা দলমাদন কামানটি তৈরি করেন। দৈর্ঘ্যে সাড়ে ১২ ফুট, মুখের ব্যাস প্রায় ১ ফুট। যেটা বর্তমান সময়েও আমাদের কাছে এক বিস্ময়। সেই সময়ে বিষ্ণুপুরের রাজাদের শক্তি কতটা প্রবল ছিল তার প্রমাণ হলো দলমাদল কামানটি। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ভারতবর্ষ দখল করলে বিষ্ণুপুরের সমস্ত কামানগুলি লুকিয়ে ফেলে। যার বেশিরভাগ চিরকালের জন্য হারিয়ে গেলেও, ১৯১৯ সালে দলমাদল কামান ছিন্নমস্তা মায়ের মন্দিরের একদম কাছেই মাটি থেকে পাওয়া যায়।

PXL_20240128_110334381_copy_1209x907.jpg

PXL_20240128_110403230_copy_1209x907.jpg

ছিন্নমস্তা মায়ের মন্দিরের গা লাগোয়া টেরাকোটার অনেক গুলো দোকান বসে, সেই দোকানের মাঝ বরাবর হেঁটে বড়জোর ৩০০ থেকে ৪০০ মিটার দূরেই রয়েছে দলমাদল কামানটি। পেটাই করা লোহার তৈরি এই কামানটি মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। যা বর্তমান সময়েও ঝড় বৃষ্টি উপেক্ষা করেও ইতিহাসের জলজ্যান্ত উদাহরণ স্বরূপ দাঁড়িয়ে আছে।

PXL_20240128_110416253_copy_1209x907.jpg

PXL_20240128_110347696_copy_1209x907.jpg

দলমাদল কামানের আরেকটি নাম হলো "দল মর্দন" অর্থাৎ দলকে (বর্গীর দলকে) যে কামান মর্দন মানে বিনাশ করেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কামানের গুরুত্ব কতটা। কামানের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই সব ইতিহাসের পাতায় হারিয়ে গেলাম। সেই সময়ের বিষ্ণুপুরের মল্লরাজাদের দুঃসাহস এবং তাদের রাজ্য-প্রজাদের বর্গীদের থেকে বাঁচাবার অকল্পনীয় প্রচেষ্টা সত্যিই অবাক করে। বর্তমান সময়ে বিষয় গুলো আমাদের বিশেষ পড়ানো হয় না তবে বিষ্ণুপুর মল্ল রাজারা যেভাবে বর্গী আক্রমণ সুপরিকল্পিত ভাবে আটকে দিয়েছেন তা সত্যিই অসাধারণ।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 10 days ago 

এটা একটা শুধু কামান নয়,একটা জীবন্ত ইতিহাস। আপনার পোস্টের মাধ্যমে দলমাদল কামান সম্পর্কে অনেক কথা জানতে পারলাম। সেই সাথে বিষ্ণুপুরের রাজাদের সেই সময়ের শক্তিমত্তার পরিচয়। কামানের ছবি গুলোও সুন্দর হয়েছে। সবমিলে খুব ভালো লেগেছে আপনার আজকের পোস্টট। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 10 days ago 

দলমাদল কামানটি দেখেই তো বুঝা যাচ্ছে কতোটা মজবুত। মাস দুয়েক আগে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে গিয়ে বড় একটি কামানের আকৃতি দেখেছিলাম,সেটা তো মনে হচ্ছে এই দলমাদল কামানের কাছে কিছুই না। যাইহোক দলমাদল কামান সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো দাদা। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে ক্যাপচার করেছেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61227.58
ETH 3437.75
USDT 1.00
SBD 2.56