স্পোর্টস // rcb বানাম csk দুই দলের মধ্যকার জমজমাট আইপিএল ম্যাচ

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৯-০৫-২০২৪)

IMG_20240519_053251.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি rcb বানাম csk দুই দলের মধ্যকার জমজমাট আইপিএল ম্যাচ। আসলে এই বছরে তেমন একটা আইপিএল খেলা দেখা হয়নি তবে আমি বেশ ক্রিকেট প্রেমী একজন মানুষ। আসলে এই বছরে সামনে কিছুদিন পরে ইন্টার ফাইনাল পরীক্ষা আছে এবং লেখাপড়ার অনেক চাপ সেই কারণে খেলা দেখা হয় না। তবে কালকের খেলা অনেক আগ্রহ নিয়ে দেখতে বসে ছিলাম। আজকে আপনাদের মাঝে সেই ক্রিকেট ম্যাচ সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজকে সকাল বেলা থেকেই অনেক ব্যস্ত সময় পার করছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই ভোর পাঁচটার দিকে আমার দুলাভাইকে রাখতে গিয়েছিলাম বাজারে আজকে চলে যাবে এই কারণে। তারপরে বাড়িতে এসে কিছু সময় আপনাদের মাঝে যুক্ত হয়েছিলাম। তারপরে বাড়িতে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। কোচিং শেষ করে বাড়িতে এসেই পোস্ট লেখা শুরু করে দিয়েছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

Screenshot_2024-05-18-20-06-55-82_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-20-06-35-18_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-20-05-09-40_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। খেলা শুরু হওয়ার পরে আমি অনেক সুন্দরভাবে স্ক্রীনশট আপনাদের মাঝে শেয়ার করেছি। খেলা শুরু হওয়ার সাথে সাথে আমি আমার পড়ার টেবিলে মোবাইল সামনে নিয়ে বসে গিয়েছিলাম খেলা দেখার জন্য। আসলে আমি অনেক ছোটবেলা থেকেই rcb দলের সাপোর্টার শুধুমাত্র দলে বিরাট কোহলি আছে বলেই। প্রথম ওভারে মাত্র ২ রান নিতে পেরেছিল rcb দেখে বেশ খারাপ লেগেছিল।

Screenshot_2024-05-18-20-14-47-92_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-20-14-44-83_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-20-14-27-58_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

প্রথম ওভার খেলা শেষে rcb ব্যাট হাতে আক্রমণ হয়ে ওঠে। অধিনায়ক ডুপ্লেসি দেখে দেখে খেলছিল কিন্তু বিরাট কোহলি প্রথম থেকেই আগ্রাসি ব্যাটিং করছিল। তিন ওভার শেষে rcb দলের রান মাত্র ৩১। তিন ওভার খেলা শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়। যখন প্রচন্ড বৃষ্টি নেমে এসেছিল তখন মাঠের প্লেয়াররা সব দৌড়ে মাঠ ত্যাগ করেছিল। যেকোনো ভাবেই ম্যাচ যদি পরিত্যাক্ত হয় তাহলে csk কোয়ালিফাই নিশ্চিত করবে।

Screenshot_2024-05-18-20-16-19-26_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-20-14-51-83_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-20-54-46-48_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ক্রিকেট পিস ঢেকে রাখার জন্য অনেক সুন্দর ভাবে ফিল্ড কর্মীরা ফিল্ডের মধ্যে তাঁবু নিয়ে দৌড় দেওয়া শুরু করে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে rcb সকল প্লেয়ার সহ দর্শকরা চিন্তায় পড়ে যায়। বৃষ্টির জন্য প্রায় ১৫-২০ মিনিট খেলা বন্ধ ছিল। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে খেলা আবারো মাঠে গড়াই। কিন্তু সেখান থেকে খেলা এক ওভারও কমিয়ে নিয়ে আসা হয়নি এই কারণে আমার কাছে বেশ ভালো লেগেছিল।

Screenshot_2024-05-18-21-09-47-70_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-21-02-59-28_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-21-10-22-25_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে খেলা যখন শুরু হয় তখন বোলিং বেশ ভালো বল করছিল। স্পিন বল মাঠে বেশ টান খাচ্ছিল। বিরাট কোহলি এবং অধিনায়ক ডুপ্লেসি দুজনেই বেশ দেখে শুনে খেলা শুরু করে। রান আউট এর হাত থেকে অল্প একটু জন্য বেঁচে যায় ডুপ্লেসি। পরবর্তীতে দুজন মিলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে। দর্শকেরা বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি দিয়ে একই ব্যানারের মধ্যে রেখেছিল আসলে দর্শকদের দুজনের প্রতি ভালোবাসা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। দুজনেই হচ্ছে ভারতবর্ষের সর্বকালের সেরা প্লেয়ার আমার কাছে মনে হয়।

Screenshot_2024-05-18-21-25-52-45_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-21-22-56-94_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-21-15-02-58_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

এভাবেই বিরাট কোহলি এবং অধিনায়ক ডুপ্লেসি দেখেশুনে খেলতে থাকে। পরবর্তীতে বিরাট কোহলি মাত্র ২৯ বলে ৪৭ রান করে আউটে হয়ে যায়। আসলে আর অল্প একটু গেলেই হয়তো ছক্কা হতে পারত। csk এর প্লেয়ার বেশ দারুণ ফিল্ডিং দিয়েছিল সেই সময়।

Screenshot_2024-05-18-21-28-35-84_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-21-36-14-92_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-03-09-78_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

বিরাট কোহলি আউট হওয়ার পরে অধিনায়ক ডুপ্লেসি আরও আগ্রাসি ব্যাটিং শুরু করে। মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে। কিছু সময় পরে ডুপ্লেসি দুঃখজনক একটি আউটে কাটা পড়ে। নিজের প্লেয়ার ব্যাট করছিল ডুপ্লেসি বিপরীত দিকে দাঁড়িয়েছিল। ব্যাটিং বল মারার পরে দৌড়ে রান নিতে চাই বল এসে সোজা স্টাম্পে এ লাগে। অ্যাম্পিয়ার অনেকবার রিভিউ নিয়ে আউট দিয়ে দেয়, খেলা দেখার সময় এখানে আমার মন ভেঙে গিয়েছিল তারপরে খেলা দেখেছিলাম যেহেতু পরবর্তী রাউন্ডে ওঠা জন্য এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল।

Screenshot_2024-05-18-22-22-16-93_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-11-41-70_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-25-15-68_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

এভাবে প্রায়ই আস্তে আস্তে একদলের খেলা সমাপ্তর দিকে এগোতে থাকেন। অবশেষে ম্যাক্সওয়েল যখন ব্যাটিং এসেছিল আসলে তখন আমি ভেবেছিলাম হয়তো অল্প কিছু বলে অনেক রান করতে পারে। ম্যাক্সওয়েল ব্যাটে এসেই ৫ বলে মাত্র ১৬ রান করেছিল। অবশেষে ধনীর হাতে আউট হয়ে ফিরে আসে।

Screenshot_2024-05-18-22-35-20-30_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-38-04-04_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে মাত্র ২১৮ রান স্কোরবোর্ডে জমা করে rcb দল। মাত্র ২১৯ রানে টার্গেট দাঁড়াই csk দলের জন্য। কিন্তু এখানে আবার সমীকরণ ছিল যদি চেন্নাই দল ২০ ওভারের মধ্যে ২০১ তুলতে পারে তাহলে যদি দল হেরে যায় তাহলেও চেন্নাই পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। মোটামুটি সব মিলিয়ে চেন্নাই দলের জন্য খেলাটা একটু সহজ ছিল।

Screenshot_2024-05-18-22-41-23-30_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-43-30-97_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

দ্বিতীয় পর্যায়ে যখন চেন্নাই দল ব্যাটিংয়ে নামে rcb দলের প্রথম ওভার বল করেছিল ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের প্রথম বলে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড আউট হয়ে ফিরে যায়। বিরাট কোহলি সহ দলের সকলেই বাঁধভাঙ্গা উল্লাসে ভেঙে পড়েছিল। বিরাট কোহলি যখন উল্লাস করছিল তখন ক্যামেরা শুধু আনুশকা সারমার দিকে ফোকাস করেছিল।

Screenshot_2024-05-18-22-53-01-60_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-53-32-34_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

Screenshot_2024-05-18-22-53-42-70_6b624e09bcfdc57fef86416d31b371ba.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: Sky sports cricket live

তৃতীয় ওভারে মাত্র ১৯ রানে চেন্নাই দলের দুই উইকেট হারিয়ে ফেলে। এখান থেকে চেন্নাই বেশ চাপে পড়ে যায়। দ্বিতীয় ক্যাছ ধরেছিল বিরাট কোহলি তখন দলের সকলে আনন্দে উল্লাসে ফেটে পড়েছিল। আসলে বিরাট কোহলির দল যদি কখনো জিতে যায় তখন বিরাট কোহলি সত্যিই অনেক আনন্দ উল্লাস করে। অবশেষে মাত্র ৩৭ রানের পরাজয় বরণ করে চেন্নাই সুপার কিং। আজকের এই ম্যাচের মাধ্যমে rcb চতুর্থ দল হিসাবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস দুই দলই শক্তিশালী দল। তবে আমার প্রিয় দল হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একমাত্র কারণটা হচ্ছে বিরাট কোহলি এবং ম্যাক্সওয়েল থাকার কারণে। দুজনেই আমার প্রিয় খেলোয়ার। ক্রিকেট আমারও একটা প্রিয় খেলা। আইপিএলের এই ম্যাচের জাঁকজমকপূর্ণ রিভিউ তুলে ধরেছেন আপনি। যদিও বা খেলা দেখতে পারিনি কিন্তু রিভিউ পড়ে বেশ মজা পেলাম। অবশেষে খুশি হলাম এটা জেনে যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গিয়েছে।

 2 months ago 

এই ম্যাচটা দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ যে জিতবে সেই কোয়ালিফাই করবে। আরসিবি প্রথম দিক থেকে যে অবস্থা ছিল কিন্তু পরবর্তীতে তারা বেশ ভালো ভাবে কাম ব্যাক করেছে। আর এই ম্যাচটাতে তারা জিতে দেখিয়ে দিল আরসিবি সামনের দিনের সেমিফাইনাল ম্যাচ আরো ভালো কিছু করবে।

 2 months ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 months ago 

সত্যি বলতে কখনোই ভাবতে পারি নাই চেন্নাই সুপার কিং এবার কোয়ালিফায়ার করতে পারবে না। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অসাধারণ কামব্যাকে চেন্নাই সুপার কিং এবার কোয়ালিফায়ার থেকে বাদ গেলো। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দেখালো এভাবেও ফিরে আসা যায়। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের জন্য শুভকামনা রইল। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

সত্যি বিরাট কোহলির দল পরপর ছয় ম্যাচ জিতে বেশ দারুন কাম ব্যাক করেছিল,সেখান থেকেই তারা কোয়ালিফাই নিশ্চিত করেছে।

 2 months ago 

ভাইয়া সেইদিনের ম্যাচটা দারুন হয়েছিল। খেলা শেষে কোহেলি কি ড্যান্স দিছে,আর কি বলবো। বেঙ্গালুর যেভাবে ঘুরে দাড়িয়েছে ফাইনালে যেতে পারে। আর বিরাট কোহেলির রানও সব থেকে বেশি। দেখা যাক পরের ম্যাচে কেমন খেলে। ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74