জেনারেল রেটিং // ল্যাপটপ কেনার উদ্দেশ্য

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪-০৮-২০২৪)

IMG_20240824_151538.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জেনারেল রেটিং // ল্যাপটপ কেনার উদ্দেশ্য। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই গিয়েছিলাম পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য। পুকুরে মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে আমিও একটু নাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপরে মাঠে গিয়েছিলাম সোনালী ফসল পাট কাটার উদ্দেশ্যে। পাট কাটা শেষ করে বাড়িতে এসে গরুকে গোসল করিয়েছিলাম। দুপুরবেলায় নিজে গোসল শেষ করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছু সময় পরে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......

IMG_20240824_151700.jpg

ল্যাপটপ কেনার আমার মূল উদ্দেশ্য হচ্ছে স্টিমিটে কাজ করা। আসলে মোবাইল দিয়েও স্টিমিটে কাজ করা যায় কিন্তু আমি চাচ্ছিলাম ভালো একটা ডিভাইস দিয়ে স্টিমিটে কাজ করতে তাই ল্যাপটপ কিনে ফেললাম। আসলে এর আগে আমার একটা ল্যাপটপ ছিল ডেল কিন্তু ল্যাপটপ আমি কিনেছিলাম না আমার ছোট কাকুর ছিল। বেশ কিছুদিন আগে ল্যাপটপটি আমার কাছ থেকে নষ্ট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম অনেক পুরনো ল্যাপটপ নতুন করে না সারিয়ে নতুন আরেকটা ল্যাপটপ কিনে নি। তাই বাড়িতে বলার পরে আমাকে নতুন ল্যাপটপ কিনে দিয়েছে। নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসার পরে ল্যাপটপ সেটাপ আমি নিজে নিজে দিয়েছিলাম। প্রথমত আমি আমার জিমেইল একাউন্ট লগ ইন করেছিলাম। বিভিন্ন ধরনের প্রোফাইল লক আমার স্টিমিট অ্যাকাউন্ট, ডিসকড একাউন্ট এবং আরো অনেকগুলো দরকারি জিনিস ছিল সেগুলো সবকিছুই ল্যাপটপ এর মধ্যে নেওয়া হয়েছে। আসলে এই সব কিছু সেটাপ করতে আমার প্রায় অনেক সময় প্রয়োজন হয়েছিল। আমি প্রায় দুইদিন শুধুমাত্র আমার নিজের মতো করে আমি আমার ল্যাপটপের মধ্যে সাজিয়েছিলাম। আসলে এত কিছু করতে সত্যি আমার অনেক সময় ব্যয় করতে হয়েছিল।

IMG_20240824_151646.jpg

IMG_20240824_151625.jpg

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। ল্যাপটপ ওপেন করার পরে আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে একটি ছবি তুলে শেয়ার করেছি। প্রথমে ল্যাপটপটি লক করা ছিল কিন্তু ল্যাপটপটি খোলার জন্য আমার পিন নাম্বার দেওয়া ছিল এবং আমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল। আসলে আমার ল্যাপটপটাতে সুবিধা ছিল আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এটা সবথেকে বড় একটা সুবিধা ছিল। আমি আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে ল্যাপটপটি খুলে গিয়েছিল। ল্যাপটপ খুলে যাওয়ার পরে অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে আমি যেদিন এই ছবিগুলো তুলেছিলাম বৃহস্পতিবারের দিন ছিল আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউট। ল্যাপটপ কেনার পর প্রথম হ্যাংআউট জয়েন করার পর নিজের কাছেই বেশ ভালো লাগছিল। আসলে বাবা মায়ের কাছে আবদার করার পরে আমার এই ল্যাপটপটি কিনে দিয়েছিল। আসলে আমি যে ল্যাপটপটা কিনেছিলাম এই ল্যাপটপটির সম্পন্ন চাইনিজ ভার্সন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই ল্যাপটপে তাই আমি কিনেছিলাম।

IMG_20240824_151604.jpg

IMG_20240824_151538.jpg

বেশ কিছু সময় পরে আমি আমার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিয়েছিলাম। ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আমি আমার স্টিমিট অ্যাকাউন্ট লগইন করেছিলাম। তারপরে অনেক সুন্দর ভাবে আমি আমার মোবাইল ফোন দিয়ে একটি ছবি তুলেছিলাম। যেহেতু বৃহস্পতিবারের দিন ছিল তাই রাত ৯ টার বেশ কিছু সময় আগেই ল্যাপটপ নিয়ে বসে ছিলাম। যেহেতু আগে ল্যাপটপ নাড়াচাড়া করছিলাম তাই প্রথমে আমি আমার স্টিমিট অ্যাকাউন্ট গিয়েছিলাম ল্যাপটপ দিয়ে। বেশ কিছু সময় পর রাত ৯ টা যখন বাজতে চলল তখনই চলে আসলাম সাপ্তাহিক হ্যাংআউট মিটিংয়ে। আমাদের মিটিং শুরু হওয়ার বেশ কিছু সময় পরে আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলেছিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করেছে। আসলে নিজের জীবনের সাথে জড়িত সবকিছুকেই চেষ্টা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে উপস্থাপনা করার। আসলে এটা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে ।

IMG_20240824_151518.jpg

বৃহস্পতিবারের দিন রাতে যেহেতু হ্যাংআউট শুনছিলাম তাই আর কোন কাজ ছিল না। বেশ কিছু সময় পরে মনে মনে ভাবলাম হ্যাংআউট সোনার সাথে সাথে নিজের থেকে একটা কাজ করি। হঠাৎ মনে পড়ে গেল অনেকদিন বাংলা টাইপিং করা হয়নি। তাই বসে গেলাম বাংলা টাইপিং করার জন্য। তখনই বসে গেলাম বাংলাদেশের জাতীয় সংগীত আমি আমার ল্যাপটপে টাইপিং করছিলাম। আসলে অনেকদিন আগে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছিলাম প্রথমদিকে ভুলেই গেছিলাম বাংলা কিভাবে লিখতে হয়। বেশ কিছুদিন প্র্যাকটিস করার পরে এখন আবার বেশ ভালো হচ্ছে। তবে আগের মতো দ্রুত আর লিখতে পারছি না। বাংলাদেশের জাতীয় সংগীত লিখতে আমার প্রায় ১৭ থেকে ১৯ মিনিট সময় লেগেছিল। আসলে এর আগে আমার ৯ থেকে ১০ মিনিট সময় লাগতো। আশা করি আবারো কিছুদিন প্র্যাকটিস করলে সবকিছু আগের মত হয়ে যাবে। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনাকে অভিনন্দন, এতো সুন্দোর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্যে। @alomgir121

 4 months ago 

আপনার মন্তব্য পেয়ে সত্যি বেশ উৎসাহ পেলাম ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।

 4 months ago 

ল্যাপটপ কেনার অনুভূতি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার আবদার আপনার বাবা মা রেখেছেন জেনে খুশি হলাম। প্রত্যেকের বাবা মা তাদের সাধ্যমত চেষ্টা করেন সন্তানদের চাহিদা পুরন করার জন্য। আশাকরি এবার ল্যাপটপ দিয়ে ভালো কাজ করতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 4 months ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে প্রত্যেক বাবা-মা তার সন্তানের চাহিদা পূরণ করতে তাই তাদের সাধ্যমত । ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 4 months ago (edited)

প্রথমে আপনার নতুন ল্যাপটপ কেনার জন্য অভিনন্দন। কেউ কোন নতুন কিছু কিনলে সেইটার অনুভূতি জানলে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে নতুন ল্যাপটপ কেনার ও সেইটাতে আপনার সকল ফোল্ডার সেটাপ করার খুব সুন্দর কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।আশা করি নতুন ল্যাপটব দিয়ে খুব সহজে ও সুন্দর করে আপনার কাজগুলো এগিয়ে নিতে পারবেন।

 4 months ago 

চেষ্টা করেছি আপু আপনাদের মাঝে আমার অনুভূতি তুলে ধরার জন্য। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

আপনার পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে এবং আপনি এখন অবসর সময় কাটাচ্ছেন৷ আপনি এখন নতুন একটি ল্যাপটপ নিয়েছেন দেখে খুবই ভালো লাগছে৷ আসলে নতুন কিছু কেনার মধ্যে একটা আলাদা ভালোলাগা কাজ করে৷ আর আজকে আপনি সেরকম সুন্দর একটি এই মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 4 months ago 

যাইহোক সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার ল্যাপটপ কেনার উদ্দেশ্যটি শুনে। আসলেই স্টিমিটে কাজ করতে গেলে ভালো ভাবে কাজ না করতে পারলে ভালো লাগে না। তাই ল্যাপটপ দিয়ে কাজ করতে আসলেই অনেক ভালো লাগে। তাই আমি বলবো আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

 4 months ago 

ঠিক বলেছেন আপু আসলে স্টিমিটে কাজ করার জন্য মোবাইলের পাশাপাশি ল্যাপটপ প্রয়োজন ছিল তাই ল্যাপটপ কিনেছিলাম। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 4 months ago 

আজ আপনি আপনার ল্যাপটপ কেনার অনুভূতি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।দেখে অনেক ভালো লাগলো।প্রত্যেক বাবা-মা তাদের সাধ্যমত চেষ্টা করে সন্তানের শখ আহ্লাদ আবদার মেটানোর জন্য। আশা করি নতুন ল্যাপটপ দিয়ে অনেক সুন্দর ভাবেই আপনি কাজ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 months ago 

ধন্যবাদ পোস্টটি পড়ে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার করার জন্য।

 4 months ago 

আমার মন্তব্য পেয়ে আপনি উৎসাহিত হয়েছেন জেনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26