এবার ঈদে খুব ব্যস্ততায় দিন কাটালাম

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮-০৬-২০২৪)

IMG20240617074910.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবার ঈদে খুব ব্যস্ততায় দিন কাটালাম। ঈদের দিন ভোর চারটার দিকে মোবাইল ফোন দেখি বেজে উঠেছে। তখন দেখি আমার আব্বু আমার মোবাইল ফোনে ফোন দিয়েছে। আমার আব্বু ঢাকাতে গরু বিক্রয় করতে গিয়েছিল। আমাদের বাজারে এসে কোন গাড়ি না পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে। আমি ভোর চারটার দিকে আব্বুকে বাজারে নিয়ে আনতে গিয়েছিলাম। আসলে অন্ধকার রাতে আমার নিজের কাছে একটু ভয় ভয় লাগছিল। আব্বুকে বাড়িতে নিয়ে আসার পরে আমি এবং আব্বু দুজন মিলে আমাদের কোরবানির পশুর গোসল করিয়েছিলাম। তারপরে আব্বু গোসল করে নেওয়ার পরে আমিও গোসল সেরে নিয়ে আসলাম। এরপর আমি এবং আব্বু দুজন মিলে ঈদের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। ঈদগাহ ময়দানে যাওয়ার পরে আমি দ্বিতীয় কাতারে বসে একটি ছবি উঠেছিলাম। তবে চলুন ব্যস্ত দিনের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করি।

IMG20240617081238.jpg

IMG20240617075020.jpg

আমাদের মহল্লাতে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল বেলা সাত টার দিকে। আমি এবং আমার আব্বু আমাদের ঈদগাহ ময়দানে নামাজ শুরু হওয়ার বেশ কিছু সময় আগে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সেখানে মাওলানা সাহেব দেশ সুন্দরভাবে সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক কিছু কথা বলেছিল। আমরা সকলেই বেশ মনোযোগ দিয়ে শুনেছিলাম। কোরবানি কিভাবে করতে হবে কখন কোরবানি করতে হবে এই সকল বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এরপরে সকলে আমরা নামাজের জন্য ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে গিয়েছিলাম। সকলে নামাজ শেষ করে কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে আলাপ আলোচনা করেছিলাম। বাড়িতে এসে অল্প কিছু খাওয়া দাওয়ার পরে কোরবানির পশু বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছিলাম কোরবানি ময়দানে। সেখানে হুজুর সকলের কুরবানী জবাই দিয়েছিল। আসলে ঈদের দিনটা আমরা সকলে বেশ আনন্দের সাথে কাটিয়েছিলাম।

IMG20240617074944.jpg

কোরবানি জবাই করা শেষে আমরা সকলেই নিজ নিজ কোরবানি নিজে হাতে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলাম। আমি এবং আমার আব্বু দুজন মিলে আমাদের কোরবানি সমস্ত মাংস কাটাকাটি করেছিলাম। এবং নিজে হাতে সমস্ত মাংস গুলো বন্টন করেছিলাম। সবমিলিয়ে ঈদের দিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছিলাম। সন্ধ্যার দিকে আমরা পাড়ার ছেলেরা মিলে বাড়ির পাশে একটি মাঠে মধ্যে বসে ছিলাম। গ্রামের অনেক বড় ভাই এবং সম্মানিত ব্যক্তিরা এসেছিল তাদের সাথে সেখানে বসে আলাপ আলোচনা করছিল। সকলেই সকলের উদ্দেশ্যে বেশ চমৎকার কিছু কথা বলেছিল আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। সন্ধ্যায় আমরা সকলে নিরিবিলি পরিবেশে বেশ দারুন একটা মুহূর্ত কাটিয়েছিলাম।

IMG20240617074929.jpg

ঈদের দিন রাতের বেলায় পাড়ার সকল ছেলেদের বাড়ির পাশে একটি বাড়িতে দাওয়াত ছিল। সেখানে আমরা সকলে মিলে রাত নয়টার দিকে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে সকলে মিলে আমরা যখন খেতে গিয়েছিলাম বেশ মজা করেছিলাম। আসলে এবার ঈদের এই দিনটা আমাদের সকলের কাছে বেশ স্মরণীয় একটা দিন। মূলত সেখানে আমরা বিয়ে খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমাদের পাড়ার একটি ছেলের সাথে আমাদের পাড়ার একটি মেয়ের বিয়ে হয়েছে আসলে এ বিষয়টা সত্যি বেশ ভালো লেগেছিল আমার কাছে। অনেকদিন পর তাদের ভালোবাসা ঈদের দিন পূর্ণতা পেয়েছে। আশা করি আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

রোজার ঈদের থেকে কোরবানি ঈদে অনেক ব্যস্ততা থাকে। আপনার ব্যস্তময় ঈদের দিনের মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো। সত্যি এই দিন সকালে নামাজের পর থেকে অনেক ব্যস্ততা থাকে। ধন্যবাদ ভাইয়া ঈদের দিনের ব্যস্তময় সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 yesterday 

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনাকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ঈদে কম বেশি সবাই অনেক ব্যস্ত থাকে। আপনি খুব ব্যস্ততার সাথে ঈদ উদযাপন করেছেন। ভালো লাগলো আপনার পোস্ট দেখে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান গঠনের মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 days ago 

ঈদের দিনের ব্যস্ত তো অনেক বেশি থাক। সকালে উঠে নামাজ পড়া , এরপর বিভিন্ন কর্মব্যস্ততার সাথে জড়িয়ে যাওয়া। এত ব্যস্ততার মাঝেও আবার সন্ধ্যা সাতটা গিয়ে দাওয়াত খাওয়া।😎 খুবই ব্যস্তময় সময় কাটলো আপনার।

 yesterday 

আসলে ভাই সন্ধ্যার পর দাওয়াত খাওয়ার মুহূর্তটা সবথেকে বেশি ভালো ছিল।

 yesterday 

আমাদের পাড়ার একটি ছেলের সাথে আমাদের পাড়ার একটি মেয়ের বিয়ে হয়েছে আসলে এ বিষয়টা সত্যি বেশ ভালো লেগেছিল আমার কাছে। অনেকদিন পর তাদের ভালোবাসা ঈদের দিন পূর্ণতা পেয়েছে।

এটা তো বেশ দারুন ব্যাপার ভাই, ঈদের দিন ভালোবাসার পূর্ণতা পেলো। একদিকে ঈদের আনন্দ অন্যদিকে বিয়ে বাড়ির আনন্দ, অভারল তো ভালই কেটেছে ভাই আপনার এই দিনটি। যাইহোক, ঈদের দিনটি আপনার অভারল ব্যস্ত ভাবে কাটলেও যে ভালো কেটেছে, এটা জেনে আমারও ভালো লাগলো ভাই।

 yesterday 

বিয়ের আনন্দের সাথে ঈদের আনন্দ সত্যি বেশ দারুন ছিল। ধন্যবাদ গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 yesterday 

সেই বিষয়টা আমি আপনার পোস্ট পড়েই বুঝতে পেরেছিলাম ভাই।

 yesterday 

আপনাদের ওইখানে সাতটায় নামাজ হয়েছে তবে আমাদের এখানে সাড়ে সাতটায় নামাজ হয়েছে। পোস্ট পড়ে বুঝলাম এবার ঈদে সত্যিই আপনি খুবই ব্যস্ততায় দিন কাটিয়েছেন। ঈদের দিন রাত 9 টায় বন্ধুর বিয়ে খেয়েছেন। ঈদের আনন্দ তার সাথে আবার বিয়ের আনন্দ বেশ মজার ব্যাপার। বেশ ভালো লাগলো পোস্ট পড়ে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64927.71
ETH 3517.54
USDT 1.00
SBD 2.36