নাটক রিভিউ// ধরা , নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩-০৮-২০২৪)

1000061263.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামধরা
পরিচালকমিফতাহ আনান
অভিনয়মুশফিক ফারহান ,সামিরা খান মাহি
দৈর্ঘ্য৪৮ মিনিট ২৩ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৮ জুলাই ২০২৪ ইং
নাটকের সারসংক্ষেপ

1000061282.jpg

1000061283.jpg

1000061284.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

আজকে আমি আপনাদের মাঝে ধরা নাটকটি শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে নাটকটি দেখেছিলাম। তবে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করা যাক। প্রথমে নায়ক একটি ভ্যানে গ্রামের মধ্যে ছিল ভ্যান চালক নায়কের সাথে অনেক সময় কথা বলেছিল। ভ্যান চালক বলেছিল আপনি ঢাকা থেকে আসছেন গ্রামের সবাই তো জানে। পরবর্তীতে নায়কা একটি ছেলের কাছে তার অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল। আসলে সেই ছেলেটার সাথে নায়কার অনেক ভালো সম্পর্ক ছিল সেই জন্য অ্যাসাইনমেন্ট করে দিয়েছিল। এবং নায়কা তার সাথে প্রেমের অভিনয় করেছিল অ্যাসাইনমেন্ট করে নেওয়ার জন্য। ছেলেটি বেশ সহজ সরল ছিল এজন্য ছেলেটিকে বেশ কিছু কাজে নায়কা প্রথম থেকে ব্যবহার করত। খুব দ্রুত নায়কার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে দিয়েছিল ছেলেটি। আসলে নাটকটি দেখতে আমার কাছে বেশ মজা লেগেছে।

1000061287.jpg

1000061288.jpg

1000061289.jpg

1000061290.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়িকাকে কলেজে দিয়ে আসার জন্য একজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। আসলে নায়কার অনেক সুন্দর চেহারা অধিকারী ছিল বড় থেকে ছোট সকলেই নায়কার সাথে প্রেম করার জন্য পাগল ছিল। রাস্তার মাঝে একটি লোক নায়কাকে দেখে দাঁড় করিয়েছিল। পরে নায়কা দুজনের সাথে দুজনের মারামারি লাগিয়ে দিয়েছিল। মারামারিতে যে জিতবে নায়কা তার সাথে কলেজে যাবে। কিন্তু পথের মধ্যে একটা মুরুব্বী নানা এসে নায়কাকে বলছে তুই আজও ভালো হলে না তোর আব্বাকে বলে দিতে হবে। নায়কা বেশ সুন্দরভাবে মিষ্টি কথা বলেছিল নানার সাথে তাই নালিশ দেওয়া থেকে বেঁচে গেল। পরবর্তীতে একটি মোটরসাইকেল একটি ছেলে এসেছিল নায়কা তার সাথে উঠেই চলে গিয়েছিল। আসলে নাটকটি দেখতে বেশ ভালো লেগেছিল।

1000061291.jpg

1000061292.jpg

1000061293.jpg

1000061294.jpg

1000061295.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়কা নিজেও এভাবে সবার সাথে বেশ দারুন ভাবে প্রেমের অভিনয় করেছিল। অবশেষে একদিন নায়কা সবার সাথে দেখা করতে চেয়েছিল। সবাইকে নায়কা তার জন্য একটি ফুল এবং গিফট নিয়ে আসতে বলেছিল। কিন্তু নায়কা সবার সাথে একদিনেই দেখা করতে চেয়েছিল কিন্তু আলাদা আলাদা সময়। সবাইকে এক জায়গার লোকেশন দিয়েছিল রাতে কথা বলেছিল এবং সবার সাথে ভিন্ন ভিন্ন টাইমে দেখা করার কথা ছিল। কিন্তু নায়কা সেখানে গিয়ে দেখে সবাই একসাথে চলে এসেছে তাই সে অনেক বিপদে পড়ে যায়। নায়কা তার বান্ধবীর সাথে করে গিয়ে বলে এটা আমার আসল প্রেমিক। সবাই যখন একসাথে হাজির হয়ে যায় নায়কার সব প্রেমিকাই প্রায় ব্যাপারটা বুঝতে পারে। সত্যি নাটকটি দেখতে এই সময় কি যে হাসি পেয়েছিলাম বলে বোঝানো যাবে না। আসলে আমার কাছে বেশ ভালো লেগেছিল নাটক এই সময়।

1000061296.jpg

1000061297.jpg

1000061298.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়ক বেশ কিছুদিন পর এভাবে হঠাৎ করে একদিন নায়কাদের বাসায় চলে এসেছিল। বেশ কিছু সময় ডাইনিংয়ে বসে থাকার পরে নায়কা তার ছোট ভাইবোনদের শিখিয়ে দিয়েছিল এগিয়ে তার নামে বাজে কথা বলতে। নায়কের কাছে তখন বলে আমার আপু খুব খারাপ দশ বারোটা প্রেম করে আপনি বিয়ে করেন না খুব বিপদে পড়বেন। নায়ক তখন বলেছিল আমি ভ্যান চালক এর কাছ থেকে শুনছি। তারপরে নায়কার বাবা এসে বলে আসতে কোন সমস্যা হয়েছে নাকি বাবা। নায়ক তখন বলে একটু প্রবলেম হয়েছিল তখন নায়কার বাবা বলে এই এলাকার রাস্তাঘাট ব্রিজ সবকিছু আমি নিজে করছি। এভাবেই বেশ কিছু সময় কথা বলেছ। পরে নায়কা চুপি চুপি দেখতে এসেছিল কোন ছেলেটাকে রিজেক্ট করেছে। নায়কা তখন দেখে বেশ চমকে উঠে এত সুন্দর একটা ছেলেকে রিজেক্ট করে দিয়েছে বলে। পরে নায়কা তার বান্ধবীর সাথে বেশ কিছু সময় রুমের মধ্যে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল। সত্যিই আমি একা একা দেখেছিলাম এবং বেশ মজা পেয়েছিলাম।

1000061299.jpg

1000061300.jpg

1000061301.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়ক একদিন হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে ছিল হঠাৎ সেই সময়ে নায়কা চলে এসে নায়কের সাথে কথা বলতে থাকে। নায়কা তখন বলে প্রথমে আমি বিয়ে করতে চাইনি তাই মানুষকে দিয়ে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছিল। কিন্তু প্রথম যখন আপনাকে দেখেছিলাম সত্যি আমার মনে ধরেছিল। কিন্তু আপনি বাবার কাছে বিয়েটা না করে দিয়েছেন কেন। নায়ক তখন বলে সৌন্দর্য প্রত্যেকের কম-বেশি আছে কিন্তু মনের সৌন্দর্য সবথেকে বেশি গুরুত্ব। নায়কা তখন বলে আমি আপনার সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারব। নায়ক তখন ঘুরে বলে আমি আপনাকে বিয়ে করতে পারব না তখনই নায়কার মন খারাপ হয়ে যায়। নায়ক সেখান থেকে চলে যায়। এখানেই নাটকটি সমাপ্ত হয়ে যায়। সত্যি বলতে নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল।
ব্যক্তিগত মতামত
ধরা নাটকটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এই নাটকের বেশ শিক্ষানীয় কিছু দিক রয়েছে। আসলে ভালোবাসা প্রত্যেকটা মানুষের মাঝেই বিরাজ করে। তবে একজনের সাথে ভালোবাসা করা উচিত আমি মনে করি। তবে এই নাটকে নায়কা বেশ কয়েকজনকে একসাথে ভালোবেসেছিল। তাই শেষ পর্যন্ত তার পছন্দের মানুষকে তিনি হারিয়েছিল। এবং নায়ক শেষের দিকে বলে ভালোর কপালে ভালোই জোটে খারাপ কখনো জোটে না। আসলে এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে নাটকটি দেখতে বেশ দুর্দান্ত ছিল।
ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৮.৫


Video link

✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন।আপনার শেয়ার করা ধরা নাটকটি অনেক আগেই দেখছি। মুশফিকের নাটক আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। যাই হোক আপনি দারুণ ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

চেষ্টা করেছি ভাই আপনাদের মাঝে সুন্দর ভাবে নাটকটি পুরোপুরি উপস্থাপনা করার।

 2 months ago 

আজ আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার শেয়ার করা ধরা নাটকের রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো। মুশফিক ফারহান এর নাটকগুলো দেখতে এমনিতে আমার অনেক ভালো লাগে। যদিও নাটকটি দেখা হয়নি তবে সময় করে একদিন অবশ্যই নাটকটি দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।

 2 months ago 

নাটকটি এখনো আপনি দেখেননি তাই অতি দ্রুত দেখে নিবেন আসলে বেশ মজার ছিল নাটকটি। ভালো লাগবে আশা করি।

 2 months ago 

জ্বি সময় করে নাটকটি দেখবো।

 2 months ago 

মুশফিক ফারহানের নাটক দেখতে আমি খুব পছন্দ করি। এখন এতটাই ব্যস্ত সময় পারছি যার জন্য আগের মত নাটক দেখা হয় না। তবে আপনি এত সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন তা পড়েই যেনো এই নাটক দেখা হয়ে গিয়েছে। ফারহান আর মাহির অভিনয় খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু আপনি আসলে এদের দুজনের অভিনয় সত্যি আমার কাছেও বেশ ভালো লেগেছিল।

 2 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটকটি আমি অনেক আগেই দেখেছি৷ খুব সুন্দরভাবে তারা এই নাটকটি আমাদের মাঝে উপহার দিয়েছিল এবং এত সুন্দর একটি নাটক দেখে আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68160.40
ETH 2442.97
USDT 1.00
SBD 2.37