ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭-০৮-২০২৪)

1000061691.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। কালকে পরীক্ষা দিতে যাওয়ার সময় ভিজতে ভিজে গিয়েছিলাম এবং আসার সময় ভিজতে ভিজে বাড়িতে এসেছিলাম তাই রাতে শরীর খারাপ করছিল এবং জ্বর অনুভব করছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিলাম। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু সময় বাইরে একটু হেঁটে বেড়িয়েছিলাম। আসলে শরীর খারাপ থাকলে কোন কিছুই ভালো লাগেনা। তারপর রুমে এসে বিছানায় আবারও শুয়ে পড়লাম ভাবলাম একটা পোস্ট শেয়ার করি তাই মোবাইল ফোন হাতে নিয়ে আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.......
ফটোগ্রাফি-১

IMG_20240827_095030.jpg

IMG_20240827_095016.jpg

Device//oppo f21s pro
What3Words Location

প্রথমে আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে এই ফুল দুটির ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের বাড়ির পাশ থেকে। আসলে আমাদের বাড়ির পাশে অনেক বড় একটি বাগান রয়েছে সেখান থেকে আমি বন্যফুল দুটির ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। এই ফুল দুটির নাম আমার জানা নেই যদি আপনাদের কারো নাম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অনেক দূর থেকে ফুল দুটি দেখার পর আমার অনেক ভালো লেগেছিল তাই আমি সেখানে গিয়ে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ফুল দুটির ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম। এমনিতেই যে কনো ধরনের ফটোগ্রাফি সংগ্রহ করতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আসলে এই ফুল গাছে ছোট ছোট ফল হয় সেই ফলগুলো শুকানোর পরে যদি পানির মধ্যে দেওয়া যায় তাহলে চটপট করে ফুটে উঠে ছোটবেলায় অনেক এই ফল নিয়ে আমরা খেলা করেছি। সেই স্মৃতিগুলো মনে পড়লে সত্যি বেশ ভালো লাগে।
ফটোগ্রাফি-২

IMG20240302134130.jpg

IMG20240205155241.jpg

Device//oppo f21s pro
What3Words Location

আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও চমৎকারভাবে আপনাদের মাঝে দুইটি ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে আমাদের গ্রামের পাশে একটি ফার্ম রয়েছে সেখানে বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করে রাখা হয়। আমাদের গ্রামের কৃষকরা তাদের ফসল সেখানে নিয়ে গিয়ে বস্তা লোড করে গুদামজাত করে রাখে। আমি বেশ কিছুদিন আগে সেখানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম। আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন কৃষকেরা অনেক সুন্দর ভাবে তাদের অর্জিত ফসল বস্তায় লোড করছিল। সেখান থেকে মূআলুর ফটোগ্রাফি আমি তুলেছিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের এলাকার কৃষকরা আবারও যখন এই আলু মাঠে রোপন করবে তখন সেই গুদামজাত থেকে আলু গুলো বাড়িতে নিয়ে এসে মাঠে রোপণ করবে। সত্যিই আমাদের এলাকায় এইরকম একটি গুদামজাত থাকার কারণে কৃষকদের অনেক উপকার হয়।
ফটোগ্রাফি-৩

IMG20231111110955.jpg

IMG20231111110849.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে চমৎকার দুটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে যেখানে আমি ফুলগাছ দেখি না কেন সেখান থেকে চেষ্টা করি কিছু ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করা। আমাদের বাড়ির পাশে একটি ঘেরার মধ্য থেকে এই ফুল দুটির ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম। প্রথমে যে হলুদ কালারের ফুল টা আপনারা দেখতে পারছেন এই ফুলটার নাম আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। দ্বিতীয় ফুলের ফটোগ্রাফি গুলো হচ্ছে গাঁধা ফুলের ফটোগ্রাফি। আসলে এই গাঁধা ফুলের ফটোগ্রাফি সুগন্ধময় বাসনা মানুষকে মুগ্ধ করে। বিভিন্ন কালারের গাঁদা ফুল দেখা যায়। এখানে শুধুমাত্র লাল গাঁধা ফুল এবং হলুদ গাঁধা ফুল আপনারা দেখতে পারছেন। ছোটবেলায় বাড়ির পাশে আমি নিজে অনেক গাঁধা ফুল লাগিয়েছিলাম আসলে সেই সময় আমার নিজের একটা ফুলের বাগান ছিল। আমার বাগানের মধ্যে সবথেকে প্রিয় ফুল ছিল আমার গাঁদা ফুল।
ফটোগ্রাফি-৪

IMG20230812164944.jpg

IMG20230812165024.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে দুটি সবজির ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রথমে আপনারা দেখতে পারছেন আমি অনেক সুন্দর ভাবে বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে কিছুদিন আগে আমাদের মাঠের জমি থেকে এই ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। আসলে প্রত্যেক বছর আমাদের মাঠে আমাদের নিজের জমিতে অনেক ধরনের সবজি চাষ করে থাকে। আসলে এই পেঁপে গাছ আমাদের বাড়ির পাশে লাগানো হয়েছে। বেশ কিছুদিন আগে থেকেই আমার ছোট আব্বুর কিডনিতে সমস্যা তাই ডাক্তারে বলেছিল প্রতিনিয়ত পেঁপে ভর্তা পাকা পেঁপে এইসব খেতে সেই কারণেই পেঁপে গাছ লাগানো হয়েছিল বাড়িতে। সেখান থেকে আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে ছবি তুলে শেয়ার করেছি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীরেনডম ফটোগ্রাফি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী, মেহেরপুর
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 2 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। প্রথম হলুদ ফুলটা সম্ভবত জিনিয়া ফুল। ধন্যবাদ আপনাকে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার কাছে আমার শেয়ার করা ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম ধন্যবাদ আপু।

"আপনারা সকলেই এই ব্যস্ত পোস্টটির জন্য ধন্যবাদ 🙏। আমার লেখা পোস্টটিকে ভিজিট করার জন্য চলুন। আশা করি, আপনাদের মতামত এবং উত্তরগুলির সাথে অবহিত হব। 💞

সকলকে ভালো চাই 🙏

**VOTE @xpilar.witness as witness **

OR

**SET @xpilar.witness as your proxy **

 2 months ago 
 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। প্রতিসপ্তাহের মত আজও আপনি দুর্দন্ত বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি মনে করি ফটোগ্রাফিও একটি আর্ট। আর আজ আপনার প্রতিটি ফটোগ্রাফির আর্টে র মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখে মনে হচ্ছে আপনার ফটোগ্রাফির মধ্যে ভালো দক্ষতা রয়েছে।

 2 months ago 

চেষ্টা করেছি আপু ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।

 2 months ago 

এত সুন্দর রেনডম ফটোগ্রাফি আপনি করেছেন। যেগুলো দেখেই তো আমার কাছে অসাধারণ লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে আলাদা সৌন্দর্য। যা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম এক নজরে। অনেক সুন্দর সুন্দর কিছু ফুলেরও ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি গুলো আরো বেশি ভালো লেগেছে দেখতে। বিশেষ করে হলুদ ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে।

 2 months ago (edited)

আপনি আমার ফটোগ্রাফি গুলোর দিকে এক নজর মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 months ago 

বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে সেটা স্বাভাবিক তবে না ভেজাই ভালো। আর শরীর খারাপ থাকলে তো কোন কাজে মন বসে না। যাক অবশেষে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে।

 2 months ago 

চেষ্টা করেছি জ্বর শরীর নিয়েও আপনাদের মাঝে সুন্দর ভাবে পোস্টটি ফুটিয়ে তোলার জন্য।

 2 months ago 

ফটোগ্রাফি আমার কাছে বরাবরি অনেক বেশি ভালো লাগে তবে বর্তমান সময়ে কমিউনিটির সকলের ফটোগ্রাফি দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে যাচ্ছি। খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে আমার কাছে এক এবং তিন নম্বর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে চমৎকারভাবে ফটোগ্রাফি পোস্ট ফুটিয়ে তোলার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বেশ দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি আজকে। যা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো করলে দেখতেও অনেক সুন্দর লাগে। আর ফুলের ফটোগ্রাফি করলে আরো সুন্দর লাগে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। তারমধ্যে বেগুনি কালারের ফুল টা একটু বেশি সুন্দর।

 2 months ago 

আপনার কাছে বেগুনি কালারের ফুলটা ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ ভাই গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 months ago 

এখন আবার কিসের পরীক্ষা? তবে আপনার রেন্ডম ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। ফটোগ্রাফি পোস্ট গুলো বেশি ভালো লাগে। কারন এর মাধ্যমে নতুন নতুন অনেক কিছু দেখা যায় বলে। যেমন বেগুনী বন্য ফুলটি আমি দেখিনি। আপনার পোস্টের মাধ্যমেই দেখতে পেলাম। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

পরীক্ষা নেই বলেই এখন বেশ ফুরফুরে মেজাজে আছি। ধন্যবাদ মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50