নতুন মোবাইল ফোন কেনার অনুভূতি
আছসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১১-০৩-২০২৪)
আছসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নতুন মোবাইল ফোন কেনার অনুভূতি। আজকে সকালবেলা থেকে সারাদিন বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে বাড়ির কাজের জন্য আজকে একটু বাইরে বের হয়েছিলাম। তারপর বাড়িতে এসে দুপুরবেলায় খাওয়া-দাওয়া শেষ করে গোসল শেষ করে ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রথমে আমরা কুষ্টিয়া তে গিয়ে লাভলী টাওয়ারে প্রবেশ করেছিলাম ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য। কিন্তু সেখানে কোন আমাদের পছন্দমতো ডিএসএল আর ক্যামেরা পেয়েছিলাম না। পরবর্তীতে কুষ্টিয়াতে আমরা আরো অনেক জায়গায় খোঁজ নিয়েছিলাম ক্যামেরার কেনার জন্য কিন্তু কোথাও ক্যামেরা পেয়েছিলাম না। অবশেষে লাভলী টাওয়ারে আমরা আবার গেছিলাম একদিন পরে ক্যানোন 700ডি এনে দিতে চেয়েছে। তারপর আমরা সেখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বাড়িতে এসে আবারো আজকে প্রথম তারাবির নামাজে অংশগ্রহণ করেছিলাম। নামাজ শেষে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে প্রথমে আপনাদের মাঝে বসে গেলাম পোস্ট শেয়ার করার জন্য। চেষ্টা করি অতি ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আপনাদের মাঝে কিছু সময় অতিবাহিত করার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক....
আমি মূলত ফোন কিনতে গিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের জন্য। ফোন কিন্তে আমরা বাড়ি থেকে তিনজন গিয়েছিলাম। আসলে আগে থেকে আমাদের ফোন চয়েজ করা ছিল। তাই ফোনের দোকানে গিয়ে সময় নষ্ট করতে হয়েছিল না। ফোন কিনতে গিয়েছিলাম গাংনী বাজারের। ফোন কিনতে গিয়েছিলাম চপ্পল মোবাইল সেন্টারে। আসলে এই মোবাইলের দোকান থেকে আমি এর আগেও বেশ কয়েকটি মোবাইল ফোন কিনেছি। আমার বেশ পরিচিত কয়েকজন লোক রয়েছে এই মোবাইল সেন্টারে। মোবাইলের দোকানে প্রবেশ করার পরে আমরা redmi note 13 মোবাইল ফোন দেখেছিলাম। দোকানদার যখন ফোনটা আমাদের দেখালো তখন আমি বেশ কয়েকটি ছবি তুলে রেখেছিলাম ফোনের ঢপের। আজকে আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছি।
এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন দোকানদার যখন ঢপ থেকে ফোন বের করছিল তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে ফোনটির কালারও আমাদের বেশ পছন্দ হয়েছিল। আমার ভাইয়ের মেয়ে এই কালারটি বাড়ি থেকে চয়েস করেছিল। ফোনটির ছবি তোলার জন্য দোকানদার অনেক সুন্দর ভাবে সাজিয়ে রেখেছিল তারপর আমি ছবি তুলেছিলাম। আসলে চপল ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার বেশ পরিচিত। তাই যে কোন ফোন অফিশিয়াল প্রাইজ থেকে কয়েক হাজার টাকা কম নাই আমার কাছে। তাই আমিও সব সময় ফোন কেনার জন্য চপল ভাইয়ের দোকানে বেশিরভাগ যেয়ে থাকি।
ফোনটি যখন ঢপ থেকে কেটে আমাদের হাতে দিয়েছিল তখন আমরা ফোনটি বেশ সুন্দরভাবে দেখে নিয়েছিলাম। আসলে ফোনের সব থেকে কালার আমার কাছে বেশি ভালো লেগেছিল। ফোনের প্রসেসরও বেশ ভালোই ছিল। আসলে মহিলা মানুষের ফোনের ক্যামেরা একটু ভালো না হলে ফোন পছন্দ করেনা। অন্য ফোনের তুলনায় এই ফোনের ক্যামেরাটি আমার কাছে বেশি ভালো লেগেছিল তাই এই ফোনটি নেওয়ার জন্য আমি সাজেস্ট করেছিলাম। এই ফোনটির পিছন ক্যামেরা ছিল 108 মেগাপিক্সেল। তবে তার বাজেটের থেকে একটু দাম বেশি ছিল। ফোন কেনার সময় ২০ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ফোনের দাম ২০ হাজার টাকার চাইতে একটু বেশি ছিল। পরবর্তীতে আমি আমার নিজের টাকা দিয়ে ফোনটি কিনে দিয়েছিলাম বাড়িতে এসে আবারো টাকা আমাকে ফেরত দিয়েছিল। এই ফোনটির দাম আমার কাছ থেকে ২১১০০ টাকা নিয়েছিল। আসলে অফিসিয়াল প্রাইস এর থেকেও অনেক কম নিয়েছিল।
ফোন কেনার পরে আমরা সবাই মিলে দোকানের মধ্যে আমি আমার নিজের ফোন দিয়ে অনেক সুন্দর ভাবে একটি সেলফি তুলেছিলাম। আসলে ফোনটি কেনার পরে আমার ভাইয়ের মেয়ে বেশ খুশি হয়েছিল। আসলে আমার ভাইয়ের মেয়ে এবার মূলত এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা শেষ করে আমার সাথে ফোন কিনতে গিয়েছিল। ফোন কেনা শেষ করে আমরা তিনজন হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। সব মিলিয়ে আমরা সেই দিন বেশ দারুন কিছু সময় পার করেছিলাম। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন । সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
নতুন যে কোনো কিছু কেনার অনূভুতি অন্যরকম। আপনার নতুন মোবাইল ফোন কেনার অনূভুতি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর অনূভুতি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি আসলে নতুন যে কোন জিনিস কেনার অনুভূতি সত্যি বেশ দারুন। আসলে আপু মোবাইল ফোনটি আমি আমার ভাইয়ের মেয়েকে কিনে দিয়েছিলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন ফোন কেনার অনুভূতি আসলেই অন্যরকম হয়। তবে আমি প্রথমে ভেবেছিলাম যে ফোনটা হয়তো আপনার জন্য কিনতে গিয়েছেন। কিন্তু পরে দেখলাম আপনার ভাইয়ের মেয়ের জন্যই কিনেছেন। আসলে প্রয়োজন হলে তো কিনতেই হবে। যাই হোক ফোনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো আপনাদের মোবাইল কেনার মুহূর্তটি পড়তে পেরে।
ঠিক বলেছেন আপু আপনি আসলে ফোনটি আমি আমার ভাইয়ের মেয়ের জন্য কিনতে গিয়েছিলাম।
আসলে ভাইয়া কুষ্টিয়াতে ক্যামেরা খুঁজে পাওয়া যায় না। আমরা এর আগে কিনতে গিয়েছি কিন্তু মন মত পেয়েছিলাম না। তবে আপনার ফোন কিনার অনুভূতিটা যেন খুব ভালো লাগলো। আপনার ভাইয়ের মেয়ে নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছে। আর দারুণ একটি ফোন কিনেছেন দেখছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই
ঠিক বলেছেন ভাই আপনি ফোনটি আমার ভাইয়ের মেয়ে পাওয়ার পরে অনেক বেশি খুশি হয়েছিল।
আপনার ভাইয়ের মেয়ের জন্য ফোন কিনতে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো ভাই। আপনার ভাইয়ের মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিল আশা করছি ভালো রেজাল্ট করবে। আপনার ফোন কেনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো ভাই। বেশ দারুণ একটি ফোন কিনেছেন আশা করছি ফোনটি টেকসই হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
পাশের ছেলেটাকে তো চিনি 😷এর নাম ইমন। আপনারা ডিএসএলআর কেনার জন্য কুষ্টিয়ায় গিয়েছেন অবশ্য আপনাদের এনে দেবে যাই হোক।ক্যামেরা কিনলে ক্যানন 700d বেশ ভালো হবে প্রাইম লেন্স ব্যবহার করলে। যাক এসএসসি পরীক্ষার শেষ হওয়ার পর পর সে ফোন কিনেছে এবং দারুন ভাবে আপনি আমাদের মাঝে মুহূর্তগুলো তুলে ধরেছেন এবং সবাইকে চেনা চেনা লাগতেছে বেশ ভালো লাগলো অনেক।
হয়তো আপনি ছেলেটিকে চেনেন কিন্তু নাম জানেন না ছেলেটির নাম নাঈম ভাই।
আপনার ভাইয়ের মেয়ের জন্য ফোন কিনেছেন জেনে ভালো লাগলো। পরীক্ষা দেওয়ার পরপরই ফোন কিনেছেন। নতুন কোন কিছু কিনতে আসলে বেশ ভালই লাগে । সবাই মিলে ফোন কেনার পর বাহিরে খাওয়া-দাওয়া করেছেন বেশ ভালো একটি সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ নতুন ফোন কেনার অনুভূতি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি আসলে ফোন কেনার পরে সবাই মিলে খাওয়া-দাওয়া করেছিলাম।
বাহ ডিএসএলআর নিয়েছেন। তাহলে তো এখন জোশ জোশ ছবি দেখতে পাবো। ফোনটিও বেশ সুন্দর। মেয়েটি নিশ্চই ফোন পেয়ে খুবই খুশি হয়েছিলো। কারণ জীবনের প্রথম ফোন বলে কথা।
ঠিক বলেছেন ভাই জীবনে প্রথম যদি কেউ মোবাইল ফোন হাতে পায় সত্যি সে অনুভূতিটা অন্যরকম হয়।
বাহ অনেক খোঁজাখুঁজির পরে নিজের কাঙ্ক্ষিত পছন্দের মোবাইলটি নিয়ে নিলেন। বেশ ভালই লাগলো আপনার ভাইয়ের মেয়ের জন্য খুব সুন্দর মোবাইলটা কিনলেন। আমার কাছে মোবাইলের কালার টি খুবই ভালো লেগেছে। এই মোবাইল ইদানিং বেশ মার্কেট পেয়েছে। অনেক ভালো লেগেছে মোবাইল কিনার অনুভূতি গুলো শেয়ার করলেন ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু আপনি আসলে বর্তমান সময়ে এই মোবাইল ফোনটি বেশ মার্কেট পেয়েছে।
আসলে আমি মনে করি আমরা কোন মোবাইল কিনব এটা আমাদেরকে দেখে নেওয়া উচিত। এমন কি সেই মোবাইলটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নেওয়া প্রয়োজন। যাইহোক আপনি আপনার পরিচিত দোকান থেকে আপনার ভাইয়ের মেয়ের জন্য এই মোবাইলটা কিনেছেন জেনে খুব ভালো লাগলো। মোবাইলের কালার টা কিন্তু আমার নিজেরও অনেক বেশি পছন্দ হয়েছে ভাই। আসলে এটা ঠিক যে মেয়েরা মোবাইলের ক্যামেরা সবার আগে চেক করে। ক্যামেরা সুন্দর হলেই তাদের জন্য হবে আর কিছুই প্রয়োজন হয় না। যাইহোক এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই তাকে মোবাইল কিনে দিয়েছেন শুনে ভালো লাগলো। দেখেই বুঝতে পারতেছি তিনি অনেক খুশি হয়েছেন।
মোবাইলের কালারটি আপনার কাছে বেশ পছন্দ হয়েছে জানতে পারলাম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।