"আকাশ"(Poem of my writing"the sky")||by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৩০শে চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকে ঈদের তৃতীয় দিন। সবাই অনেকটা ব্যস্ত সময় পার করছে। ঈদের দ্বিতীয় দিন থেকেই চারিদিকে শুধু বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বেশ কয়েকটা দাওয়াত পেয়েছি আজকে একটা দাওয়াতে এটেন্ড করেছিলাম। শুধু নিজের টাই হচ্ছে না 😜। যাইহোক মজা করলাম,সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজকেও একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখি তাই আজকেও লিখেছি। সকালে ভাবলাম প্রকৃতি নিয়ে কিছু লিখব। তবে মজার বিষয় যখনই লিখতে বসলাম হঠাৎ লোডশেডিং হল। লোডশেডিং হওয়ার পরে বাইরে গিয়ে কবিতা লেখার কথা ভুলে গিয়েছিলাম। দুপুরে আবার যখন রুমে চলে আসলাম তখন আবার কবিতা লেখার কথা স্মরণ হলো। আজকে পোস্ট করার তেমন কোন টপিক পাচ্ছিলাম না তাই ভাবলাম কবিতা লিখেই শেয়ার করি। যেহেতু সকালের দিকে প্রকৃতি নিয়ে লিখতে বসেছিলাম তাই চিন্তা করে প্রকৃতি কেন্দ্রিক কবিতাই লিখলাম। তবে প্রকৃতির সাথে নিজের মনের অবস্থা
আসলে অনুভূতি ছাড়া কবিতা লেখা কষ্ট তাই আমি সবসময় চেষ্টা করি নিজের মনে যে অনুভূতি জাগ্রত হয় সেই অনুভূতির সাথে মিল রেখে কবিতা লিখতে। যখন মনে কষ্ট জমা হয় সেটা কালো মেঘের সাথে তুলনা করি আবার যখন মনে হাসি জমে তখন সেটা দিনের রোদ উজ্জ্বল আবহাওয়ার সাথে তুলনা করি। মনের কষ্টটা কখনো কখনো আবার সমুদ্রের ঢেউ এর সাথেও তুলনা করি। অনেকেই কথাগুলো শুনে মনে করতে পারেন এমন কবি টাইপের কথা কেন বলছি আসলে আমি কবি না চেষ্টা করি দুই এক লাইন লিখতে তবে কতটা ভালো লিখতে পারি সেটা জানিনা কিন্তু চেষ্টা করি। আজকে খুব বেশি কথা বলব না শুধু কবিতার লাইন গুলোই নিচে শেয়ার করেছি সেটা অবশ্যই পড়বে আর মন্তব্য করে জানাবেন।
আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।
চলুন শুরু করা যাক
তাইতো তার মনে মেঘ জমে,
ক্ষয়ে ক্ষয়েও স্থির সে
অকারণেই বৃষ্টি ঝরে।
শুভ্রতার আড়ালে সে
বেদনার নীলিমা সাজায়,
হাসির আড়ালে আমার ধৃষ্টতা
বেসুরে গান বাজায়।
হ্নদয়ের টানেলে স্রোতহীন ঢেউ ওঠে
দেখার অদৃশ্য কি চোখে ধরে?
মেঘের আড়ালে লুকানো ধোঁয়া
বর্ষণের জোয়ারে চাপা পরে।
তবুও সময় চলে
আকাশ হাসে,
আমার যন্ত্রণার বুক
ওই মেঘ কালো আকাশকেই পাশে রাখে।
ধন্যবাদ সবাইকে
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আপনি কবিতা লিখতে ছিলেন হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, আর লোডশেডিং এর কারণে বাইরে চলে গেছিলেন। তখন কবিতা লেখার কথা ভুলে গিয়েছিলেন। আসলে ভাই যে গরম পড়েছে এই গরমের ভিতরে যখন বিদ্যুৎ চলে যায় তখন কি আর মন মানসিকতা ঠিক থাকে। যাই হোক অসাধারণ একটি কবিতা লিখেছেন, পড়ে ভালো লাগলো।
ভাই গরমের কথা আর বলবেন না কয়েকদিন ধরে যে গরম পরছে একদম জনজীবন অতিষ্ঠ।
https://x.com/KaziRai39057271/status/1779143495909019795
আকাশ নাম দিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। নামের সঙ্গে কবিতাটার অনেক মিল রয়েছে। কবিতার প্রতিটি লাইন পড়তে খুবই ভালো লাগলো। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার মন যখন ভালো থাকে তখন আপনি সেটা কালো মেঘের সঙ্গে তুলনা করেন এবং মন যখন খারাপ থাকে তখন সেটা উজ্জ্বল দিনের সঙ্গে তুলনা করেন এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, আজকে ঈদের তৃতীয় দিন হলেও আপনার মত আমিও আজকে বেশ বিজি ছিলাম। যাই হোক কবিতাটার উপস্থাপনা টা খুব সুন্দর ছিল ভাই।এটা পড়ে মনটা যেন ফুরফুরি হয়ে গেল।
মতবাদ প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজকেও কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। আকাশ কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি সুন্দর সুন্দর লিখেন।এটাও বেশ সুন্দর মনোভাব ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন অনুভূতি ছাড়া কবিতা লেখা খুব কষ্ট। তবে আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে আপনার কবিতা টি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা যায়। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আকাশ কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই অনুভূতি ছাড়া কবিতা লেখা কষ্ট এজন্য প্রতিনিয়ত অনুভূতির ডাকে সারাদিয়ে কবিতা লেখার চেষ্টা করি।
আকাশ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে মনের অনুভূতিগুলো যেন কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়। আপনার এই কবিতাটি আমার অনেক বেশি ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলেই অনুভূতি ছাড়া কবিতা লেখা অনেক কষ্টের ৷ অনুভূতি মিশিয়ে কবিতা লিখতে হয় ৷ যাই হোক আজ আপনি বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ আপনার লেখা আকাশ কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতার প্রত্যেকটা লাইন ৷ ধন্যবাদ আপনাকে
লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।