"কিছু অনুভূতি" (Poem of my writing"some feeling")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১৭ই আষাঢ় | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ তিনদিন যাবত ভরপুর বৃষ্টি হচ্ছে। বলতে গেলে দিনরাত একটানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে একটানা বৃষ্টি হলেও আবহাওয়াটা তুলনামূলক তেমন ঠান্ডা হয়নি অনেকটা গরমের ভাব আছেই। বৃষ্টির দিনে একা একা রুমে বসে থাকলে মনের মধ্যে নানান চিন্তা ভাবনা ঘুরপাক খায়। ভাবলাম কবিতা লিখতে বসবো তবে হঠাৎ করেই অন্য একটি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর সময় হয়নি। এখন সন্ধ্যার পরে আবার কবিতা লেখার চেষ্টা করছি। সাধারণত এরকম আবহাওয়ায় রোমান্টিক কবিতা লেখা বা পড়ার ক্ষেত্রে আলাদা একটা আগ্রহ কাজ করে। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি সবার ক্ষেত্রে বিষয়টা কেমন হয় বলতে পারব না। অনেক সময় রোমান্টিক কবিতা লিখতে গেলেও কিছু অনুভূতি মন ভাঙ্গার কারণ হয়ে যায় সেই পুরনো অতীত পুরনো স্মৃতি যেন আবার কিছু মানুষকে মনে করিয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় যদি এই মানুষটার সাথে আমার পরিচয় না হতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। আবার মাঝে মাঝে এমন মনে হবে সে যদি আমার জীবনের স্থায়ী একটা পাঠ হত তাহলে বোধহয় জীবনটা আরো সুন্দর হতে পারতো। মানুষ কিছু হারানোর পরে তার অনুপস্থিতি বুঝতে পারে। আঞ্চলিক একটা কথা আছে মানুষ চোখ থাকতে চোখের মর্ম বোঝেনা।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আজকের আবার অনুভূতিটাকে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। যদি বর্তমানে আপনার জীবনে গুরুত্বপূর্ণ কেউ একজন থাকে তাহলে অবশ্যই এই বৃষ্টি ভেজা আবহাওয়া তাকে নিয়ে লিখতে ইচ্ছে করবে আর যদি সেই মানুষটি আপনার জীবন থেকে অনেক দূরে হারিয়ে যায় তাহলে নিশ্চয়ই সেই মানুষটার হারিয়ে যাওয়ার গল্পটা সেই মানুষটার ফেলে যাওয়া স্মৃতি নিয়ে লিখতে ইচ্ছে করবে। মানুষটা স্বাভাবিকভাবেই সবার সাথে চলাফেরা করে কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা কষ্টটা কাউকে বুঝতে দেয় না তার প্রিয় মানুষটা হারানোর বেদনা যেন লুকিয়ে রাখার চেষ্টা করে। সব সময় নিজেকে সবার মাঝে স্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করে। হয়তো এটা ভালোবাসার একটা অংশ। যাইহোক আজকে আর বেশি আবেগপ্রবণ কথা বলবো না কবিতার ভাষায় কয়েকটি লাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000077088.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"কিছু অনুভূতি"

নিঠুর দেহ প্রাণপাখি ছাড়া
শূন্যতায় ভেসে বেড়ায়,
যার কোন পিছুটান থাকে না-
যাতনা থাকে না-
উপভোগের নেশা থাকে না-
বেঁচে থাকার লড়াইও থাকে না।
শীতলতার মাঝেও মনের যে অস্থিরতা
গোটা বিশ্ব তার অনুভূতি বুঝবে না-
চুপ থাকার মাঝেও
মুখের মধ্যে যে কথার পাহাড় জমা
তা কারো হ্নদয় স্পর্শ করবে না-
স্রোতহীন নদীর অদেখা ছুঁটে চলা দুর্দমনীয় শ্বাস কেউ অনুভব করবে না।
স্থির দৃষ্টির আড়ালে
কোনো এক প্রিয় মানুষকে খুঁজে বেড়ানোর আকুলতা
কারো দারস্থ হবে না,
ব্যাথিত হ্নদয়ের ঠুনকো আবেগ এর বেসুর গান কারো কর্ণদ্বয় স্পর্শ করবে না।
বাহ্যিকতার মাঝে
অন্তরালের অবয়ব যেমন
দেখা যায় না,
নিজের ভেতরে হওয়া নিজের অনুশোচনাও তেমন
নিজেকে বোঝানো যায় না।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

কবিতা মানে নিজের অনুভূতি। আর আপনি নিজের অনুভূতি থেকে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। অসাধারণ ছিল আপনার লিখার ধরন। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো।

 14 days ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 23 days ago 

কথায় আছে দুঃখের সময় কবিতা কিংবা উপন্যাস অনেক ভালো লেখা যায়, এটা আসলেই সত্য এর বাস্তব উদাহরণ আমি নিজেই। যাইহোক আজকে আপনার কবিতাটি অসাধারণ ছিল এবং কবিতার মধ্যে একটি আবেগপূর্ণ বিষয় ফুটে উঠেছে।

 14 days ago 

আসলে কষ্টের সময় ভালো কবিতা লেখা যায় এটা আমিও লক্ষ্য করেছি তবে উপন্যাস লেখার কোন চেষ্টা বা অভিজ্ঞতা কখনো হয়নি।

 23 days ago 

কবিতার মাধ্যমে যেন মনের অনুভূতিগুলো প্রকাশ করা হয়। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 23 days ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি কবিতা লিখতে ভালো লাগে। মনের অনুভূতি থেকে যেন কবিতা লেখা হয় অসাধারণ ছিল কবিতাটি।

 14 days ago 

আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

আজকে আপনি চমৎকার কবিতা লিখেছেন ভাই। বৃষ্টি ভেজা আবহাওয়ার মাঝে ভালোবাসার মানুষকে নিয়ে খুব ভালো কবিতা উপহার দিলেন। প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে সাবলীল ভাষায় কয়েকটি লাইন ফুটিয়ে তুলেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

আপনার মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 22 days ago 

বাহ্ দারুন একটি কবিতা লিখেছেন আপনি ভাইয়া।নিজের মনের অনুভূতি গুলো কবিতায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 14 days ago 

প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 20 days ago 

আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এর মাধ্যমে যেন মনের অনুভূতি গুলা প্রকাশ করেছেন।তুমি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

আসলে কবিতার মাঝে তো চেষ্টা করি নিজের মনের অনুভূতিটা প্রকাশ করতে।

 14 days ago 

জি অবশ্যই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66397.79
ETH 3460.28
USDT 1.00
SBD 2.61