📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৭২ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

Brown Creative Digital Camera Photography Studio Logo_20240402_083307_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করা হয়। সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজকে ৭২ তম পর্ব নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করি সব সময় প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য তবে তারপরেও প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় শেয়ার করি। মূলত ফটোগ্রাফির মাধ্যমে নির্দিষ্ট কোন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি তবে সেটা যদি প্রাকৃতিক সৌন্দর্য হয় তাহলে আমার নিজের কাছেও বেশি ভালো লাগে। তবে প্রতি সপ্তাহের ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা কিছু ছবি শেয়ার করি আর সপ্তাহ জুড়ে এলোমেলো মে ছবিগুলো ক্যাপচার করা হয় তার মধ্যে থেকে বেছে বেছে ফটোগ্রাফি পর্বগুলো সাজানোর চেষ্টা করি। তবে আজকের ফটোগ্রাফি পর্বের বেশিরভাগ ছবিগুলোই পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। ঈদের চাঁদ রাত থেকে শুরু করে ঈদের কয়েকদিন আগে মুহূর্তে বেশ ভালোই ঘোরাঘুরি হয়েছে। আগেই তো বলেছি ঘুরাঘুরি না করলে তো আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো ক্যাপচার করা সম্ভব হয় না তাইতো ঘুরাঘুরি করার পাশাপাশি যে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম সেগুলো পুরাতন অ্যালবামে জমা ছিল আর আজকে সেই পুরাতন অ্যালবামের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240404_195646-01.jpeg


বিক্রেতা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিতে যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেখানে একজন পেঁয়াজ বিক্রেতা রাতের বেলায় প্রদীপের আলোয় পেঁয়াজ বিক্রি করছে। একসময় সব এলাকাতেই বাতির প্রচলন ছিল কিন্তু এখন বিদ্যুতের প্রচলন শুরু হওয়ায় সব জায়গাতেই বাল্বের ব্যবস্থা করা হয়। রমজান মাসের কয়েকদিন প্রচন্ড গরম পড়েছিল সেই সময়ে আবার লোডশেডিং বেশ হয়েছিল। আমরা দুজন ইফতার শেষে হাঁটতে হাঁটতে বাজারের দিকে গিয়ে চায়ের দোকানে বসলাম আর তখনই লোডশেডিং হলো। চায়ের দোকানের বিপরীতে থাকা ছোট্ট পিয়াজের দোকানদার দেখলাম বাতি জ্বালিয়ে বসে আছে। তখন ভাইয়া বলছিল এই বিষয়টা কিন্তু এখন আর দেখা যায় না কেউ বাতি জ্বালিয়ে দোকানদারি করছে এরকমটা এখন বিলীন হয়ে গিয়েছে। আমি হঠাৎ করেই সেই দৃশ্যটাকে ছবি তুলে রেখেছিলাম তাই পুরাতন অ্যালবাম থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240409_173858-01.jpeg


আমাদের স্কুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • প্রতিবছরই আমরা বন্ধুরা মিলে আমাদের স্কুলের উপরে ইফতার মাহফিলের আয়োজন করি। যেখানে বছরে একবার আমরা সব বন্ধুরা একসাথে হতে পারি। প্রতিবছরের মত এবারেও সেই আয়োজন করা হয়েছিল যেখানে সব বন্ধুরা অংশগ্রহণ করেছিল। আসরের পর আমরা সবাই পর্যায়ক্রমে স্কুল মাঠে উপস্থিত হলাম অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয় বেশ ভালো লাগছিল সবাই সবার সাথে মতামত বিনিময় করছিল। ইফতারের আগ মুহূর্তে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে তখন আমাদের স্কুলের ভবনের সামনে যে বড় গাছ রয়েছে সেটা নিয়ে ছবি তুলেছিলাম। ফটোগ্রাফিটা পুরাতন অ্যালবামে রেখে দিয়েছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240403_041416-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • দীর্ঘ একমাস রোজা রাখার পরে যখন চাঁদের দেখা পাওয়া যায় তখন ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেয়া হয়। রমজান মাসের ২৯ টা রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ পানে চেয়ে থাকে চাঁদ দেখার অপেক্ষায়। যদি ২৯টা রোজা সম্পন্ন হওয়ার পরে আকাশে চাঁদ দেখা যায় তাহলে পরের দিন ঈদ হয় আর যদি ২৯টা রোজা হওয়ার পরেও আকাশে চাঁদ দেখা না যায় তাহলে ঠিক ৩০ রোজার পরে চাঁদের দেখা পাওয়া যায় আর তারপরের দিনই ঈদ অনুষ্ঠিত হয়। এ বছরে ৩০ টা রোজা হয়েছে। লক্ষ্য করলাম আকাশে বেশ বড় একটি চাঁদ। ভাবছিলাম রাতের বেলায় এই চাঁদের সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করা যাবে তাছাড়া চাঁদ রাতে যেহেতু আমাদের বন্ধুদের সাথে অনেক প্ল্যানিং ছিল তাই অনেক রাতে বাসায় ফেরার পরে দেখলাম চাঁদের আলোটা কিছুটা ছড়িয়েছে তবে বাঁকা চাঁদের দৃশ্যটার ছবি পুরোপুরি স্পষ্টভাবে তুলে ধরতে পারিনি তার পরেও ক্যামেরায় যতটুকু এসেছিল সেই আঙ্গিকেই তুলেছি।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240410_235342-01.jpeg


গোলাপ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • চাঁদরাতে আমরা অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম বাসায় ফিরেছিলাম প্রায় রাত দুইটার সময়। কুমারখালী গিয়ে হালিম খাওয়া শেষ করে সাগর ভাই কিছু জিনিস কেনার জন্য বেশ কিছু সময় নষ্ট করলো। যাই হোক কেনাকাটা আর হলো না তাকে রেখেই আমরা চলে আসলাম স্টেশনের পাশে একটি চায়ের দোকানে। চায়ের দোকানের পাশেই ছিল সুন্দর একটি ফুলের দোকান তবে মাঝে রাত পর্যন্ত সেই দোকানটি খোলা ছিল। রেললাইনের পাশে বসেই আমরা চা খাচ্ছিলাম আর দোকানটি রেল লাইনের একদম পাশেই। একটা বালতির মধ্যে অনেকগুলো গোলাপ ফুল রেখে দেওয়া হয়েছে আর তার উপরে বেশ বড় একটি বাল্ব জ্বলে আছে। বাল্বের আলোয় গোলাপের লাল পাপড়িটা দেখতে বেশ সুন্দর লাগছিল দূর থেকে বিষয়টা নজরে আসার পরে কাছে গিয়ে সেই গোলাপের ছবি তুলেছিলাম। কোন দোকানে ছাড়া একসাথে এতগুলো লাল গোলাপ খুব একটা চোখে পড়ে না। আচ্ছা গোলাপ গুলো উন্মুক্ত আছে যদি কারো লাগে নিয়ে প্রিয় মানুষকে দিতে পারেন হা হা হা।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240410_212816-01.jpeg


ফানুস।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • চাঁদ রাতে সবাই যে যার মত করে ঈদের আনন্দটা নিজেদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে। আমরা ইফতার করেই বাইক নিয়ে ঘুরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম তবে সারাদিনের গরম আবহাওয়া থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য বাইক নিয়ে সোজা নদীর পাড়ে গিয়ে বসলাম যেখানে ঠান্ডা বাতাসে মন শীতল হয়ে যায়। জায়গাটা নিয়ে এর আগেও বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছি। জায়গাটার নাম বাহাদুরপুর হেনা পার্ক। সেখানে অনেক সময় গল্প করার পরে লক্ষ্য করলাম কয়েকজন ছেলে মেয়ে একটি ফানুস নিয়ে নদীর পাড়ে গিয়ে উড়ানোর প্রস্তুতি নিচ্ছে। যখন আগুন ধরিয়ে আকাশে উড়িয়ে দিচ্ছিল তখন আমি একটু এগিয়ে গিয়ে ছবি তুলেছিলাম আর সেই ছবিটাই আপনাদের মাঝে এখন শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240409_181641-01.jpeg


ইফতার আইটেম।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বন্ধুরা মিলে ইফতার পার্টির আয়োজন করেছিলাম সেটা অবশ্য উপরে বলেছি। তবে ইফতার আইটেমে কি কি ছিল সেটা তো আর বলা হয়নি। ইফতার আইটেমে একটু সবজির মেনু গুলো রাখার চেষ্টা করেছিলাম। তরমুজ ফলসহ বাজারে সাধারণত যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো রেখেছিলাম। রমজানের শেষের কয়েকদিন কিন্তু বেশ ভালোই গরম পড়েছে যার কারণে সারাদিন রোজা রেখে ফল দিয়ে ইফতার করলে একটু বেশি ভালো হয়। ইফতারের আগ মুহূর্তে খোলা আকাশের নিচে প্লেটে ইফতার নিয়ে বসে পড়লাম। ইফতার সামনে করে বসে সবাই কথা বলছিলাম আর সেই সুযোগে আমি ফোন দিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছিলাম যার মধ্যে এই খাবারের ছবিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বলে শেয়ার করেছি। যদিও বন্ধুরা সবাই মিলে অনেকগুলো ছবি উঠেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240408_023827-01.jpeg


বিড়াল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • মাঝরাতে হাইওয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকান খোলা দেখে আমরা সবাই সেখানে দাঁড়ালাম। চিন্তা করুন চারিদিকে জন মানব শূন্য নিস্তব্ধ পরিবেশ শুধু মাঝে মাঝে দুই একটা গাড়ি যাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন। রাত গভীর হওয়ার কারণে কিছুটা ঠান্ডা হাওয়া বইছে। এমন অবস্থায় যদি আপনি একটি চায়ের দোকান খোলা পান তাহলে আপনার মনে কি ইচ্ছে জাগবে?? আমার মনে তো একটা চায়ের স্বাদ নেয়ার তুমুল ইচ্ছা জাগবে। হ্যাঁ এরকম অবস্থায় চায়ের দোকান খোলা পেয়ে আমরা সবাই চায়ের দোকানে গিয়ে এগারোটা চায়ের অর্ডার দিলাম। দোকানদার চা রেডি করতে একটু সময় নিচ্ছিলেন কারণ রাতের বেলায় খুব কম লোকই দোকানের উপর আসে। বসে বসে গল্পে মেতে উঠলাম তবে গল্পের মাঝে লক্ষ্য করলাম একটা বিড়াল সেখানে ঘোরাফেরা করছে। দোকানদারের কাছ থেকে জানতে পারলাম বিড়ালটা তার নিজের, রাতের বেলায় প্রতিদিন তার দোকানেই থাকে। এত রাতে বিড়ালের দেখা পাওয়াটা আশ্চর্যজনক। যাইহোক সুন্দর বিড়ালের ছবি তুলে রেখেছিলাম সেটাই এখন শেয়ার করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শখের বশে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ভাইয়া অনেক সময় শখের সাথে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে দেখতে পেলাম স্কুলের একটি ফটোগ্রাফি সাথে সন্ধ্যাবেলায় একজন বিক্রেতা এছাড়াও আপনাদের ইফতারের একটা আইটেম দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেন।
আজকের পর্বের ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল।
বিশেষ করে ৩ ৪ ৫ ৬ নম্বর ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে ।
ফটোগ্রাফি গুলো সম্পর্কে সুন্দর উপস্থাপনাও করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আপনার ভালোলাগা ফটোগ্রাফি গুলো উল্লেখ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনি বিভিন্ন জায়গা ঘুরে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখলে অনেক কিছু বুঝা যায়। আজকেও এক সাথে বিভিন্ন জায়গার ফটোগ্রাফি দেখতে পেলাম। সব গুলো ফটো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 months ago 

আপনার সুন্দর মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে। মনে ছিল যেন আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিগুলো উঠিয়েছেন এত ক্লিয়ার ছিল ছবিগুলো। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগে ছিল ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে চিনে থাকি। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাইয়া বেশ ভালো লাগলো। আজ তো দেখছি আপনি কিছু আন কমন সংযোজন নিয়ে আজকের ফটোগ্রাফি সাজিয়েছেন। মাঝে মাঝে এরকমের ভিন্ন থিম নিয়ে যদি ফটোগ্রাফি করা হয় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে না। দারুন ছিল প্রতিটি ফটোগ্রাফি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথম ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সবসময় আমাদের মাঝে চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আজকের ফটোগ্রাফি পোস্টটিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

বন্ধু তোমার প্রতিটি ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো। সেদিনে আবুহেনা পার্কে গিয়ে বেশ ভালোই মজা করেছিলাম। আমরা কিন্তু ওদের ফানুস ওড়ানোর মুহূর্তটা আবেগ সুন্দর উপভোগ করেছিলাম। অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61932.16
ETH 3422.23
USDT 1.00
SBD 2.49