📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৭৬ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

White Black Simple Photography Class Facebook Post _20240506_084453_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করা হয়। সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজকে ৭৬ তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ দুই দিন হল আবার নতুন করে প্রচন্ড গরম শুরু হয়েছে। আবার কিছু কিছু অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়-বৃষ্টি ও হচ্ছে বলতে গেলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম আবহাওয়া। রাত থেকেই বাংলাদেশের সব অঞ্চলেই কমবেশি গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস হচ্ছে বলে জানা গিয়েছে তাই আবহাওয়াটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়েছে। গত সপ্তাহে আবহাওয়ার কিছুটা গরম থাকলেও কমবেশি ঘোরাঘুরি হয়েছিল তাই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও ক্যাপচার করেছিলাম তাছাড়া এই সপ্তাহে যেহেতু কক্সবাজার ঘুরতে এসেছি তাই আসার পথে অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করেছি তার কিছু ফটোগ্রাফি পুরাতন অ্যালবামে যুক্ত করে রেখেছি যাতে পর্যায়ক্রমে শেয়ার করতে পারি। যদিও এই পর্বে কক্সবাজার আসার পথে তোলা একটি ছবিও শেয়ার করেছি আসলে ফটোগ্রাফি গুলো যদি ভিন্ন ভিন্ন সৌন্দর্য প্রকাশ করে তাহলে ফটোগ্রাফি পর্বে কোয়ালিটি বৃদ্ধি পায়। তাছাড়া ফটোগ্রাফিগুলো যদি স্বচ্ছ ভাবে উপস্থাপন করা যায় তাহলে দর্শকদের সেই ফটোগ্রাফি পর্বটা উপভোগ করতে আরও বেশি ভালো লাগে তারা নিজে থেকেই আগ্রহ প্রকাশ করে তাই আমি সবসময় চেষ্টা করি স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরতে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240522_081652-01.jpeg


মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • আমি গত সপ্তাহে চালের রাজ্য খাজানগর নিয়ে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে সেখানকার কিছু সৌন্দর্য তুলে ধরেছিলাম। উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা আহাদ এগ্রো ফুড এর সামনে থেকে তোলা। ছবিতে আকাশের সৌন্দর্যকে তুলে ধরেছি সেই সাথে দেখতে পাচ্ছেন একটু ধোঁয়া নির্গত হচ্ছে যেটা পর্যায়ক্রমে বাতাসের সাথে মিশে যাচ্ছে তবে বাতাসের সাথে মিশে যাওয়ার আগ মুহূর্তে ধোঁয়ার সৌন্দর্যটা আর আকাশের সৌন্দর্যের কম্বিনেশনটা আমার কাছে এত ভালো লেগেছে যেটা সত্যি মনে রাখার মত। এজন্যই এই ফটোগ্রাফি টা আলাদা অ্যালবামে রেখে দিয়েছিলাম যেন পর্ব আকারে একটি অংশে শেয়ার করতে পারি ফোটোগ্রাফিটা কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240516_094431-01.jpeg


নৌকা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে দেখতে পাচ্ছেন নদীর পানি কমে যাওয়ার কারণে একটি নৌকা মাটির উপরে রয়েছে আর তার পেছনে বেশ কয়েকটি বড় বড় সাইজের বাঁশ দেখা যাচ্ছে। যখন নদীতে পানি আসে তখন এই লম্বা বাঁশগুলো দিয়ে এক ধরনের মাছ ধরার ফাঁদ তৈরি করা হয় যেটা আমাদের এলাকায় খরা নামে বেশি পরিচিত। আর এই নৌকাগুলো দিয়ে ঘাট থেকে খরায় আসা-যাওয়া করা হয় খরা থেকে যে মাছগুলো পাওয়া যায় সেটা ঘাটে পৌঁছে দেওয়া হয়। এ বছরে বৃষ্টি একদমই কম যার কারণে পুরো অংশটাই একদম শুকিয়ে গিয়েছে। সেই সাথে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। নৌকা আর খরার দৃশ্যটা এক ফ্রেমে বন্দী করার জন্যই এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240423_190911-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। যেহেতু এখন গরমের মৌসুম বিদ্যুৎ না থাকলেই গ্রামের মানুষ কিন্তু বাইরে গিয়ে চাঁদের সৌন্দর্যটাই উপভোগ করে। তবে যে পরিমাণ গরম পড়ছে সেই তুলনামূলক লোডশেডিং খুব একটা হচ্ছে না তাই বাইরে খুব একটা থাকা হয় না। তবে প্রয়োজনের তাগিদে অনেক সময় বাইরে থাকতে হয় যাই হোক প্রয়োজনের কথা বাদ দিই আমি ফটোগ্রাফি পর্ব সাজানোর জন্য সপ্তাহের প্রথম থেকেই বিভিন্ন ছবিগুলো কালেক্ট করার চেষ্টা করি। রাতের বেলা দেখলাম আকাশে দারুন চাঁদ উঠেছে তাই ছবি তুলে রেখেছিলাম এখন শেয়ার করছি। যদিও এখনো বাইরে বেশ চাঁদের আলো লক্ষ্য করতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই যেন চারিপাশটা চাঁদের আলোয় ঝিলমিল করছে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240514_173222-01.jpeg


পাখি।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • প্রকৃতির মাঝে গেলে আপনি এরকম অনেক পাখির সাথে পরিচিত হতে পারবেন ছবিতে যে পাখিটি দেখতে পাচ্ছেন সেটা দেখতে খুবই সুন্দর। পুরোপুরি কালো রঙের ছোট এই পাখিটি বিদ্যুতের তারের উপরে বসে ছিল আর উপরে ছিল নীল আকাশ। পুরোপুরি নীল আকাশের মাঝে পাখির দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। আমি লক্ষ্য করলাম পাখিটা পানিতে গোসল শেষ করে কারেন্টের তারের উপরে এসে বসে গা চুলকাচ্ছিল আর এদিক সেদিক দেখছিল। এই দৃশ্যটা দেখেন আমিও কাছে এগিয়ে গেলাম বেশ কয়েকটি ছবি তুললাম তবে ভাগ্য ভালো ছেলে বলে পাখিটা উড়ে যায়নি। পাখিটা পুড়ে গেলে হয়তো আর ছবিটা তুলতে পারতাম না।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240525_045404-01.jpeg


সকালের লাল মেঘ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা চট্টগ্রাম থেকে তোলা। আসলে চট্টগ্রাম ঠিক কোন জায়গা থেকে তোলা সেটা বুঝতে পারিনি কারণ ভোররাত্রে যখন চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করে তখন জানালার পাশে বসে বসে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম আর বাইরের প্রকৃতি দেখছিলাম এমন মুহূর্তে ব্রিজের উপরে আসার পরে লক্ষ্য করলাম নদীর অপর পাশে এমন লাল মেঘ। সৌন্দর্য টা দেখেই তাড়াহুড়ো করে ফোন নিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম যার মধ্যে এই ছবিটা বেশ ভালো হয়েছিল বলে আপনাদের সাথে এখন শেয়ার করলাম। ছবিটা আমার কাছে অনেকটাই জলরঙে পেইন্টিং করার মত সুন্দর লাগছিল কিন্তু আসলে এটা একটি ন্যাচারাল ফটোগ্রাফি।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240514_174721-01.jpeg


ভেড়া।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে দেখতে পাচ্ছেন একটি ভেড়া ঘাস খাচ্ছে। এর আগে আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে পদ্মার চরে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রকৃতির কাছে থেকে অনেক সৌন্দর্য উপভোগ করেছি। কেউ গরু চরাচ্ছে কেউ ভেড়ার পাল নিয়ে বাড়ি ফিরছে আবার কেউ অনেকগুলো ছাগল একসাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সৌন্দর্য টা যেন সবকিছুকেই হার মানিয়েছে। তবে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে তখন সব কিছুর সৌন্দর্যটাই সুন্দরভাবে ক্যাপচার করা যায় সেই মুহূর্তেই আমি এই ভেড়ার ঘাস খাওয়ার দৃশ্যটা ক্যাপচার করেছিলাম। তবে মজার বিষয় ভেড়া কোন চিন্তা মুক্ত ছাড়াই উৎফুল্ল মন নিয়ে ঘাস খাচ্ছে তাকে কেউ কোন ডিস্টার্ব করছে না আবার তার মনে কোন টেনশন ও নাই।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240525_182210-01.jpeg


ছোট্ট শিশু।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফটোগ্রাফিটার পেছনে মজার একটা গল্প আছে। ছবিতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাচ্চাটি একদমই ছোট এখনো হয়তো ভালোমতো দাঁড়ানো শেখেনি তবে অনেক চঞ্চল তার আচরণ দেখে সেটা বুঝতে পারলাম। কক্সবাজার বীচে তাকে নামিয়ে দেওয়া হয়েছে আর সে হামাগুড়ি দিয়ে সোজা পানির দিকে ছুটে চলেছে। তার বাবা তাকে বারবার থামিয়ে উপরের অংশ নিয়ে আসছে কিন্তু সে উল্টা হামাগুড়ি দিয়ে আবার সমুদ্রের পানিতে নামতে যাচ্ছে। বিষয়টা দুইবার লক্ষ্য করার পরে আমি আবার কাছে গেলাম তখন বাচ্চাটির বাবা বলছিল খুব দুষ্টু হয়েছে সোজা পানির দিকে যাচ্ছে। যখন হামাগুড়ি দিয়ে আবার পানির দিকে যাচ্ছিল তখন আমি ছবি তুলতে গেলাম সেই মুহূর্তে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল এবং সমুদ্রের পানির দিকে ছুটে যাচ্ছিল।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

আপনি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন জেনে ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো মাঝে মাঝে দেখা হয়। দারুন ফটোগ্রাফি করেন আপনি। আজকের ফটোগ্রাফি গুলোও অসাধারণ হয়েছে। তবে বাচ্চাটির হামাগুড়ি খাওয়ার দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ফটোগ্রাফি পোস্ট যদি এরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দিয়ে সাজানো হয় তাহলে দেখতে এবং বর্ণনা গুলি পড়তে ভীষণ ভালো লাগে। আপনি দারুন ক্যাটাগরিতে আপনার ফটোগ্রাফি পোস্টটি সাজিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে এবং বর্ণনা করতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ভাইয়া। আমার কাছে সব থেকে ভালো লেগেছে সূর্যাস্তের চট্টগ্রাম থেকে তোলা ফটোগ্রাফিটি আর সেই চাঁদের দৃশ্যটি। প্রত্যেকটা ফটোগ্রাফিয়ে চমৎকার হয়েছে ভাই। যেহেতু বর্তমান কক্সবাজার ট্যুরে আছেন তাহলে আশা করছি আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্টে আরো দারুন এবং চমৎকার সব ফটোগ্রাফি দেখতে পারবো,অপেক্ষায় রইলাম।

 last month 

আপনার ভালো লাগা ফটোগ্রাফি গুলোর কথা উল্লেখ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

শখের ফটোগ্রাফি ৭৬ তম পর্বে আপনি বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে এবং গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 last month 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়েছে। সকালে সূর্য উঠার ফটোগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আকাশের কালার টা খুবই দারুণ লাগছে । তার সাথে ভেড়া‌ ঘাস খাওয়ার মুহূর্তটা খুবই দারুণ লাগছে। আর ছোট বাবুটাকে সমুদ্র সৈকতে হামাগুড়ি দেওয়ার দৃশ্যটাও দারুন লাগতেছে। আসলে ছোট বাবুরা একটু খেলতে বেশি পছন্দ করে। বিশেষ করে যখন হামাগুড়ি দিতে শিখে তখন বেশি খেলতে চায়।

 last month 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ টপোগ্রাফি করেছেন আপনি। পাখির ফটোগ্রাফিসহ অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার সুন্দর এ ফটোগ্রাফি গুলো দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। এক কথায় বেশ চমৎকার হয়েছে আপনার প্রত্যেকটা ফটো দারুন যেখানে বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য দেখতে পারলাম।

 last month 

বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। আসলে বাচ্চারা একটু খোলামেলা জায়গা পেলে অনেক ইনজয় করে। বীচে বাচ্চাটার ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। সকালের লাল মেঘের ফটোগ্রাফি তাও অসাধারণ হয়েছে। সকাল সকাল এরকম আকাশ দেখতে আসলেই খুব ভালো লাগে। ভেড়ার ফটোগ্রাফি টাও দারুণ হয়েছে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41