📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৬৯ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20240311_202242_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। আর এটা আমার ৬৯ তম ফটোগ্রাফি পর্ব। প্রতি সপ্তাহে ঘোরাফেরার পাশাপাশি এলোমেলো বিভিন্ন রকমের ফটোগ্রাফি করা হয় আর সেটা আলাদা আলাদা পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করি। কোনো সময় ফুলের সৌন্দর্য আবার কোনো সময় নদী কেন্দ্রিক সৌন্দর্য তুলে ধরি। তবে যখন ফটোগ্রাফি গুলো ক্যাপচার করি তখন চেষ্টা করি যে দৃশ্যটা ক্যাপচার করব বা যে বস্তুকে কেন্দ্র করে ফটোগ্রাফি টা করব সেটার যেন স্বচ্ছ ভাবে উপস্থাপন করতে পারি। যারা আমার ফটোগ্রাফি পর্ব উপভোগ করবে তারা যেন সেই দৃশ্যগুলো দেখে আকৃষ্ট হতে পারে। দর্শকদের কাছে যদি ফটোগ্রাফি গুলো ভালো লাগে তাহলেই তো আমার সেই ফটোগ্রাফি করার সার্থকতা হাসিল করতে পারব। তবে যদি দর্শককে আকৃষ্ট করার জন্য ফটোগ্রাফি গুলো উপস্থাপন করতে হয় তাহলে বেশিরভাগ সময়ে সকালের সৌন্দর্য অথবা সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে যদি প্রকৃতির মাঝে থেকে দৃশ্যগুলো ক্যাপচার করা যায় সেগুলো বেশি সুন্দর হয়। আর আপনি যত ন্যাচারাল সৌন্দর্য তুলে ধরতে পারবেন ফটোগ্রাফির মাধ্যমে দর্শকরা আপনার ফটোগ্রাফির প্রতি ততই আকৃষ্ট হবে। তবে নিজের ভালোলাগা থেকেই ফটোগ্রাফি করা তাছাড়া এখন ভালো লাগার পাশাপাশি ফটোগ্রাফি করার সময় মনে হয় যদি দৃশ্যটা পুরোপুরি তুলে ধরতে না পারি তাহলে যেন কোন কিছু একটা কমতি রয়ে গেল তাই পুরোপুরি নিজের চেষ্টার মাধ্যমে যে ফটোগ্রাফি টাই ক্যাপচার করি না কেন সেটা নিজের সর্বোচ্চ প্রচেষ্টায় ক্যাপচার করি। যে কোন দৃশ্যই যদি নিজের সর্বোচ্চ দিয়ে ক্যাপচার করা যায় তাহলে নিজের কাছেও ভালো লাগে আবার যে সেই ফটোগ্রাফি টা যে দেখবে তার কাছেও ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240306_175847-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • সূর্যের আড়ালে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম জানা নেই, যদি কারো নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই ফুলটা এক ধরনের বন্যফুল। যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই এই ফুলটা দেখতে পারেন। সাধারণত মাঠের মধ্যে যেসব ফাঁকা জায়গা থাকে সেই সব জায়গাগুলোতে এক ধরনের ফুল ফোটে আর এই ফুলগুলো যখন পুরোপুরি পরিপক্ক হয়ে যায় তখন সাদা এক ধরনের তুলার মত আকৃতি ধারণ করে। ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটা এখনো পরিপক্ক হয়নি। আর এ ফুলটি যখন পরিপক্ক হয়ে যাবে তখনও তুলার মত হয়ে যাবে।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240121_125259-01.jpeg


ফড়িং।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে একটি ঘাসফড়িংয়ের দৃশ্য দেখতে পাচ্ছেন। দৃশ্যটা বান্দরবন থেকে ক্যাপচার করা আমরা যখন নাফাখুম থেকে রেমাক্রি ফিরছিলাম তখন পাহাড়ের মাঝে দিয়ে বয়ে যাওয়া নদী পার হওয়ার সময় লক্ষ্য করলাম পাথরের উপরে একটি ফড়িং বসে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কাছ থেকে ছবি তুলতে গেলে ফড়িং উড়ে যাবে কিন্তু যখন কাছে গেলাম তখনও ফড়িংটা বেশ নীরব ভাবে বসে ছিল তাই তো ছবি তুলেছিলাম। ঘাসফড়িং এর পাশাপাশি পাথর আর সেখানকার পানির সৌন্দর্যটা ব্যাকগ্রাউন্ড আকারে দারুন ভাবে ফুটে উঠেছিল।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240317_210244-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • রাতের বেলায় চারিদিকে কুয়াশায় অন্ধকার আর চাঁদের আলোয় আকাশের সৌন্দর্যটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও কুয়াশার তীব্রতা তেমন বৃদ্ধি পায়নি তাই চাঁদের সৌন্দর্যটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ফটোগ্রাফি করার পাশাপাশি কিছু ফটোগ্রাফি আবার পুরাতন অ্যালবামে যুক্ত করে রাখি যাতে পরবর্তীতে সেই ফটোগ্রাফি গুলো আবার শেয়ার করা যায় যেমন সামনে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে চাঁদের সৌন্দর্যটা খুব মিস করব। ধরুন এখন শীতের মৌসুম চারিদিকে প্রচন্ড কুয়াশা আর হাড় কাঁপানো শীত পরছে তখন যদি এরকম সুন্দর চাঁদের ফটোগ্রাফি কেউ দেখে তাহলে নিশ্চয়ই গরমের আবহাওয়া তার মনে অটোমেটিক্যালি চলে আসবে কেননা গরমের সময় এরকম চাঁদের সৌন্দর্য সবসময়ই প্রায় লক্ষ্য করা যায়।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240120_081146-01.jpeg


কুকুর।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে দেখতে পাচ্ছেন একটি কুকুর আগুন জালানো কিছু কয়লার পাশে শুয়ে আছে। এমন দৃশ্য দেখে নিশ্চয়ই শীতের মৌসুমের কথা মনে হবে। হ্যাঁ এটা শীতের মৌসুমের ছবি। পাহাড়ের উপরে দীর্ঘ যাত্রার পরে আমরা বিরতি নিয়েছিলাম আর একটি চায়ের দোকানে গিয়ে আমরা যখন চা খাচ্ছিলাম লক্ষ্য করলাম তার বিপরীত পাশে অনেকগুলো কুকুর শুয়ে আছে। তো আমরা যখন কাছে গেলাম তখন কয়েকটি কুকুর সেখান থেকে চলে গেল আর একটি কুকুর সেখানে থাকা কয়লার পাশে শুয়েছিল। মূলত কুকুরের শীত নিবারনের জন্য আগুনের পাশে গিয়ে কয়লার উপরে শুয়েছিল যেটা আমি ফোন ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240221_070512-01.jpeg


শিমুল ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ছবিটা আমি সকাল বেলা কুষ্টিয়া যাওয়ার পথে ক্যাপচার করেছিলাম। সকালের হালকা মিষ্টি রোদ আর ঠান্ডা আবহাওয়া এখনো বেশ ভালোই লাগে আর হঠাৎ করেই আবার কয়েকদিন ধরে সকালে বেশ ভালোই ঠান্ডা পড়ছে তাই মনে হচ্ছে যেন আবার শীত নতুন করে আগমন করছে। বাইক নিয়ে ঠান্ডার মধ্যে ধীরে ধীরে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম হঠাৎ করেই লক্ষ্য করলাম একটি বড় শিমুল গাছে লাল টুকটুকে বর্ণের অনেকগুলো শিমুল ফুল ফুটে আছে। আর তারই ঠিক বিপরীত দিক থেকে সূর্যের আলো শিমুল গাছের উপরে প্রতিফলিত হওয়ার কারণে দৃশ্যটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল। এমন সুন্দর দৃশ্য দেখে শিমুল গাছ পার হয়ে আবার বাইক পেছনে ঘুরিয়ে এসে দৃশ্যটা উপভোগ করলাম এবং ফটোগ্রাফির মাধ্যমে সেটা ক্যাপচার করে রেখেছিলাম। সেদিন ক্যাপচার করে রেখেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240313_173114-01.jpeg


গরু।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে দেখতে পাচ্ছেন একটি গরু ঘাস খাচ্ছে আর তার পাশেই তার ছানা দাঁড়িয়ে আছে। এই ছবিটা গত পরশু দিনে ক্যাপচার করেছিলাম। এখন রমজান মাস রমজান মাসে খুব একটা কাজের প্রেসার থাকে না তাই বিকেল পড়লেই প্রকৃতির মাঝে গিয়ে সময় কাটানো হয়। ইফতারের পূর্ব মুহূর্তে বাইরে যেখানেই থাকি না কেন সেখান থেকে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে গিয়ে সূর্য অস্ত যাওয়ার ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে লক্ষ্য করলাম ছোট্ট একটি গাভী তার ছানাকে নিয়ে ঘাস খাচ্ছে আর সূর্যের আড়াল থেকে সেই সৌন্দর্যটা ফোন ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240120_192404-01.jpeg


আগুন।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন আগুনের শিখা দাও দাও করে জ্বলছে। আমরা বান্দরবন গিয়ে রাতের বেলায় ফায়ার ক্যাম্প করেছিলাম আর ফায়ার ক্যাম্পের চারপাশ দিয়ে সবাই বসে যে যেমন পারছিল গান গাইছিল সেই সাথে শীত নিবারনের জন্য আগুনের তাপ উপভোগ করছিলাম। মূলত রাতের বেলায় ঠান্ডা নদীর পানি পাড় দিয়ে যখন নদীর বিপরীত পাশে গেলাম তখন ভালোই শীত অনুভব করছিলাম তাই দ্রুত আশপাশ থেকে কিছু কাঠ যোগাড় করে আগুন ধরিয়ে দিলাম এবং চারপাশ দিয়ে সবাই বসে গেলাম। পুরোটা অংশেই পাথর ছিল তাই পাথরের উপরে আগুন ধরাতে খুব একটা সময় লাগেনি। সবাই বসে বসে গান গাইছিল আর সেই মুহূর্তে আমি আগুনের একটা ছবি তুলেছিলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 7 months ago 

প্রথম ফটোগ্রাফির ফুলটির নাম আমার জানা নেই। ফুলটি দেখতে ভীষণ সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝেই শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে এক নং ফটোগ্রাফি এবং ২ নং ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো।

 7 months ago 

হ্যাঁ ফুলটা দেখতে খুবই সুন্দর কিন্তু আমিও ফুলটার নাম জানিনা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

শখের ফটোগ্রাফি দারুন হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রথম ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সূর্য থাকায় ছবিটা আরো বেশি ভালো লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি পোস্টগুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে তবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 7 months ago 

প্রশংসা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অপরুপ সুন্দর আমাদের দেশ। সৌন্দর্যের লীলাভূমি। আপনি প্রকৃতির সৌন্দর্য শিরোনামে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ারকৃত প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে।প্রতিটি ছবি আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে পাথরের উপর ফড়িং এর ছবিটির দিকে অনেক্ষন তাঁকিয়ে ছিলাম। কি সুন্দর ছবিটি! আপনার ছবি নির্বাচন ও উপস্থাপন অসাধারণ। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 months ago 

প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বাহ ভাইয়া আপনি অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন। যেগুলো দেখে আমার চোখ জুড়িয়ে গেল। সাথে সেগুলোর বর্ণনাও দিয়েছেন একদম অসাধারণ ভাবে। আপনি ঠিকই বলেছেন আমরা যে ফটোগ্রাফি গুলি করি সেগুলি যদি দর্শকদের ভালো লাগে তাহলে সেগুলো করা আমাদের স্বার্থক হবে। আর ফটোগ্রাফি গুলি আসলেই আমাদের সকালের দিকে কিংবা সূর্যাস্তের দিকে করলেই সব থেকে সুন্দর ফোকাস পাওয়া যায়। আসলেই আমরা চাঁদকে আবহাওয়ার বিবর্তনে অনেকটা মিস করবো। বরাবরের ন্যায় আপনার আজকের ফটোগ্রাফি গুলি এবং তার বর্ণনা গুলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করি পরবর্তীতে আপনার মাধ্যমে আরো নতুন নতুন ফটোগ্রাফি সম্পর্কে জানতে পারবো।

 7 months ago 

গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 7 months ago 

শখের জিনিসগুলো সব সময় অন্যরকম হয় অনেক বেশি সুন্দর হয়। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে ঘাসফড়িং এর ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঘাসফড়িং এর ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমাদের এই কমিউনিটিতে বেশ কয়েকজন বেশ ভালো ফটোগ্রাফি করে,তার মধ্যে আপনি একজন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালোই লাগে। চাঁদের সৌন্দর্য সবসময়ই বেশ সুন্দর। প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে আসলে আমি নিজেও জানি না এই ফুলের নাম।সব মিলিয়ে ফটোগ্রাফি গেলে বেশ দারুন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69207.97
ETH 2502.67
USDT 1.00
SBD 2.62