📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৭১ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1000058747.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করা হয়। সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজকে ৭১ তম পর্ব নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করি সব সময় প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য তবে তারপরেও প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় শেয়ার করি। মূলত ফটোগ্রাফির মাধ্যমে নির্দিষ্ট কোন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি তবে সেটা যদি প্রাকৃতিক সৌন্দর্য হয় তাহলে আমার নিজের কাছেও বেশি ভালো লাগে। তবে প্রতি সপ্তাহের ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা কিছু ছবি শেয়ার করি আর সপ্তাহ জুড়ে এলোমেলো মে ছবিগুলো ক্যাপচার করা হয় তার মধ্যে থেকে বেছে বেছে ফটোগ্রাফি পর্বগুলো সাজানোর চেষ্টা করি। আজকের এই ফটোগ্রাফি পর্বে খুব বেশি পুরাতন অ্যালবামের ছবি নেই তবে মজার বিষয় আজকের ফটোগ্রাফি পর্বে বেশিরভাগ ছবিগুলোই আজকে ক্যাপচার করা। চেয়েছিলাম ফটোগ্রাফি পর্বটা দুপুরে শেয়ার করব কিন্তু কিছু ফটো শর্ট পড়েছিল তাছাড়া ভাবলাম আজকে অনেকগুলো ফটোগ্রাফি করব আর সেই সৌন্দর্যগুলোই আপনাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করব। আমি ফটোগ্রাফি করার ক্ষেত্রে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখি সেটা হচ্ছে প্রতিটা ফটোগ্রাফি যেন স্বচ্ছ সুন্দর হয়। যদি ফটোগ্রাফি গুলো স্বচ্ছ সুন্দর না হয় তাহলে যারা ফটোগ্রাফি গুলো দেখবে তাদের পরবর্তী পর্ব দেখার প্রতি আগ্রহ খুব একটা থাকবে না।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240323_170736-01.jpeg


পাতা বিহীন গাছ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছের কোন পাতা নেই। আচ্ছা বলুন তো এই গাছটির নাম কি?? আরো একটি মজার বিষয় আছে গাছটিতে একটি ঘুরে এসে জড়িয়ে আছে। এখন কমবেশি ঘুড়ি উড়ানো লক্ষ্য করা যায় আর ঘুড়ি উড়ানোর সময় ঘুড়ি কেটে এসে এই গাছের সাথে জড়িয়ে ছিল। তাছাড়া মাঠের মধ্যে এরকম বড় গাছ নীল আকাশের নিচে দেখতে বেশ ভালোই লাগছিল তাই ফটোগ্রাফি করে পুরাতন অ্যালবামে রেখে দিয়েছিলাম। আজকে ফটোগ্রাফি পর্বটি সাজানোর সময় মনে হলো এই ছবিটা শেয়ার করা দরকার তাই আপনাদের মাঝে তুলে ধরেছি।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240323_171426-01.jpeg


নোঙ্গর।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের বাসা থেকে পদ্মা নদীর দ্রুত খুব একটা দূরে নয় তাই প্রতিনিয়ত প্রকৃতির মাঝে সময় কাটাতে পদ্মা নদীর পাড়ে ছুটে যাওয়া হয়। বেশিরভাগ সময় বিকেল বেলা পদ্মা নদীর পাড়ে সময়ে সময় কাটাতে মজা লাগে তাই তো বিকেল থেকে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পদ্মা নদীর পাড়ে সবাই মিলে মাঝে মাঝে আড্ডা দিতে যাই। হঠাৎ করেই ঘুরতে ঘুরতে পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম আর সেখানে থাকা নৌকায় সবাই বসে অনেক সময় গল্প করলাম। বেশ কয়েকটি নৌকা ঘাটে নোঙ্গর করা ছিল আর আমি একটি নোঙ্গর তুলে নিয়ে গিয়ে নৌকার উপর রেখে ফটোগ্রাফি করেছিলাম আর সেটাই এখন আপনাদের মাঝে তুলে ধরেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240323_212440-01.jpeg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • কয়েকদিন ধরে প্রচন্ড গরম পরছে যদিও মাঝে ঢাকায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের কুষ্টিয়াতে তেমন কোন বৃষ্টি হয়নি যার কারণে গরমের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোজা রাখতে অনেকেই হিমশিম খাচ্ছে কারণ সারাদিনে প্রচন্ড গরমে শরীর শুকিয়ে যাচ্ছে। রাতের বেলায় যখন লোডশেডিং হয় তখন গরমে আর রুমে থাকা যায় না তাইতো বাইরে গিয়ে ঠান্ডা বাতাস উপভোগ করতে হয়। আমার কাছে এরকম ঠান্ডা বাতাস উপভোগ করতে বেশ ভালোই লাগে প্রকৃতির সৌন্দর্য প্রতিনিয়ত আপনাকে মুগ্ধ করবে। যত সময় লোডশেডিং হয় তত সময় বাইরের ঠান্ডা বাতাস উপভোগ করি আর যেহেতু আকাশে মেঘ একদম নেই বললেই চলে তাই একদম চাঁদের সৌন্দর্যটা বেশ ভালোভাবেই উপভোগ করা যায়। চাঁদের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবিও তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240402_125513-01.jpeg


ভাটি ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • সাধারণত ফুলের সৌন্দর্য আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সাদা ফুলের সৌন্দর্যটা একটু বেশি ভালো লাগে। ছবিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটা এক ধরনের বন্যফুল বলতে পারেন। এই ফুলগুলো সাধারণত রাস্তার দুপাশ দিয়ে বেশি লক্ষ্য করা যায়। এই ফুলকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ভাটি ফুল বলা হয়। তবে হতে পারে এটা অন্য অঞ্চলে অন্য নামে পরিচিত। তবে সবার কাছে একটা প্রশ্ন রাখলাম কোন এলাকায় কি নামে পরিচিত সেটা সবাই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আচ্ছা এই ভাটি ফুলের সৌন্দর্যটা কার কার ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবেন।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

1000058784.jpg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এই ফুলটা আমাদের পুকুরপাড়ে ফুটেছে। ফুলের সৌন্দর্যটা একদম কাছে থেকে ক্যাপচার করেছি যদি পুরোপুরি গাছের দৃশ্যটা দেখাতে পারতাম তাহলে অনেকেই হয়তো বুঝতে পারছেন এই গাছের ফুলগুলো দেখতে কিছুটা হাতের সুরের মত। দেখবেন হাতির সুর কিছুটা প্যাঁচানো আকৃতির থাকে এই ফুলের সৌন্দর্যটাও ঠিক একই রকম কিছুটা প্যাঁচানো আকৃতির। এই ফুল গুলোর যদি কেউ সঠিক নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সঠিক নামটা জানাবেন। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলে মনে হয় সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, যা কিছু সৃষ্টি করেছে তার সবকিছুই যেন অসাধারণ সুন্দর বলতে গেলে একবার দেখার পরে আর চোখের সড়ানো যায় না।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240402_132038-01.jpeg


হলুদ ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গ্রামাঞ্চলে এক ধরনের ছোট ঔষধি গাছ হয় যেটা গরমের সময় বেশ উপকারী সাধারণত আমি দেখেছি প্রচন্ড গরমের কারণে যারা অতিষ্ঠ হয়ে যায় তারা এই গাছগুলোর পাতা সংগ্রহ করে পাটায় পিষে সেটা মাথায় নিয়ে মাথা ঠান্ডা করে। এই গাছের অনেক ওষুধই গুনাগুন রয়েছে। এই গাছটি অনেকেই হয়তো ভৃঙ্গরাজ নামে চিনে থাকেন। হ্যাঁ আমাদের এলাকায়ও এই একই নামে পরিচিত তবে এই গাছের ঔষধি গুনাগুন অনেক বেশি তাইতো যেখানেই এই গাছগুলো জন্ম নেয় সেখানেই মানুষ ভীড় জমায় কেননা এই গাছের পাতাগুলো খুবই উপকারী অনেক ঔষধি গুনাগুন রয়েছে। আমাদের পুকুর পাড়ে বেশ কয়েকটি গাছ হয়েছে আর দেখলাম গাছগুলোতে এরকম ছোট ফুল ফুটেছে তাই শুধু হলুদ রঙের ফুলের ছবিটাই তুলেছি।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240402_180504-01.jpeg


ছাগলে রাখাল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আচ্ছা প্রথমে বলুন এই ছবিটা কেমন লেগেছে?? এই ছবিটা আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। প্রকৃতির খুব কাছে থেকে যদি আপনি কিছু সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নদীর পাড় আপনার জন্য পারফেক্ট। বিকেল বেলায় গায়ে ঠান্ডা বাতাস লাগছে দেখবেন আপনার বিপরীত পাশে সূর্য হেলে পড়েছে কুসুমের মতো রং জমেছে। হ্যাঁ এমন সৌন্দর্য উপভোগ করার জন্যই তো গিয়েছিলাম তবে লক্ষ্য করলাম সেখানে একজন লোক বেশ কয়েকটি ছাগল চড়াচ্ছে। আমরা যেখানে বসেছিলাম ঠিক সেখানেই ছাগলগুলো আসছিল আর আমিও হুট করেই ক্যামেরা অন করে ছবিটা তুলে রেখেছিলাম পরে দেখলাম বেশ ভালোই হয়েছে। ছবি তোলা শেষে একটি ছাগলছানা এসে আমার হাতের মধ্যে মাথা দিয়ে উঁকি দিয়েছিল আমি তো বেশ অবাক হয়ে গেলাম যে ছাগলছানাটা করছে কি হা হা হা।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  
 5 months ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। আপনি ঠিক বলছেন ভাইয়া ফটোগ্রাফি গুলো যদি স্বচ্ছ না হয় তাহলে দেখতে ভালো লাগে না। এই ক্ষেত্রে এটা বেশ ভালো দক্ষতা বলতে হয়। আপনি বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। এত সুন্দর সুন্দর ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 4 months ago 

যাক প্রতিটা ফটোগ্রাফি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সেটা আমার কাছে স্বার্থকতা।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে তুমি উপস্থাপন করেছ এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

চেষ্টা করি সুন্দর ভাবে প্রতিটা ফটোগ্রাফি সবার মাঝে তুলে ধরতে। মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেকের কাছে বেশ ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পাতা বিহীন গাছের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার সুন্দর মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এই জাতীয় সুন্দর সুন্দর ফটোগুলো আমার খুবই ভালো লাগে। যেমনি প্রাকৃতিক পরিবেশ থেকে উঠানো ফটো আবার ফটো সুন্দর্য যেন মুগ্ধ করে ফেলে। রেনডম ফটোগ্রাফির পোস্ট সাজানো বেশ দারুন ছিল আপনার। সব মিলে বলতে পারি অসাধারণ একটি পোস্ট দেখতে পারলাম।

 4 months ago 

আসলে সবসময়ই আমি প্রাকৃতিক সৌন্দর্যগুলো ক্যাপচার করার চেষ্টা করি। আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

যদি হয় ফটোগ্রাফি পোস্ট আর সাথে যদি লেখা থাকে প্রকৃতির সৌন্দর্য তবে সেই পোস্ট না দেখে আসলে থাকা যায় না।আর আপনার পোস্টে প্রকৃতির কিছু সৌন্দর্য থাকবে তাতো সব সময় দেখতে পাই।আজ ও তেমন কিছু ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 months ago 

দারুন বলেছেন, প্রকৃতিপ্রেমী মানুষ গুলো এমনই হয় প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে চায়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনি সেই শুরু থেকেই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনারা আজকের এই ফটোগ্রাফির পোস্ট দেখে আমি মুগ্ধ বিশেষ করে আমার কাছে ২ এবং ৪ নম্বর ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভালো লাগা ফটোগ্রাফি গুলো আমাদেরকে জানান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অনেক অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো সত্যিই অনেক অসাধারণ এবং ফুলের ফটোগ্রাফি গুলিও অনেক সুন্দর হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58607.22
ETH 2616.94
USDT 1.00
SBD 2.43