গরমের ভোগান্তি । || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১০ই আষাঢ় | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | বর্ষা-কাল|


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000076054.png

Canva দিয়ে তৈরি



জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণে গরমের প্রভাবটা এখনো বেড়েই চলেছে। যদিও এখন আষাঢ় মাস একটু বৃষ্টি হয়ে আবহাওয়া ঠান্ডা হওয়ার কথা তবে বৃষ্টির দেখা নেই তুলনামূলক গরম বেড়েই চলেছে আর জনসাধারণের ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছেই। তবে প্রতিদিন সকালের দিকে আবহাওয়া টা তুলনামূলক একটু ঠান্ডা থাকে তাই নিজের শরীর স্বাভাবিক রাখতে চেষ্টা করি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সময় হাটাহাটি করে সময় পার করতে।। সকালবেলা হাঁটতে হাঁটতে বাজারের দিকে আসছিলাম দেখলাম একটি ট্রাক থেমে আছে কাছে যেতেই বুঝতে পারলাম চাকা বাস্ট হয়েছে। সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গেই গরমের প্রভাব বাড়তে থাকে আর সকালে রোদের তাপ অনেকটা সহ্য করা কঠিন যখন গায়ে সূর্যের আলো এসে পড়ে মনে হয় আগুনের তাপ লাগছে। তাদের কাছে গিয়ে জানতে পারলাম দীর্ঘ পথ অতিক্রম করেছে আর সারাদিন রাস্তা প্রচন্ড গরম থাকার কারণে এমন সমস্যা হয়েছে। সাধারণত শীতের সময় গাড়ির এই ধরনের সমস্যা হয় না তবে যখনই আবহাওয়া গরম হতে শুরু করে তখনই এই সমস্যার সম্মুখীন হয়। ওভারলোড আর রাস্তা তুলনামূলক গরম থাকার কারণে এই সমস্যা বেশি হয়ে থাকে।

আমাদের বাজার পেতেই ছোট একটি মোড় আছে। গাড়িটা মোড় থেকে যখনই তার নিতে গিয়েছে তখনই বিকট শব্দে আজ হল আমি তো এমন বিকট শব্দে রীতিমতো চমকে উঠলাম। সকালবেলা হঠাৎ করে এরকম আওয়াজ যে কাউকে ভয় পাইয়ে দিবে। প্রথমে মনে করলাম পুলিশ ক্যাম্পের দিকে ফায়ার হচ্ছে হয়তো কিন্তু পরে মনে হল আজকে তো বিশেষ কোন দিন না তাহলে পুলিশ ক্যাম্পে ফায়ার হওয়ার কোন সুযোগ নাই তাহলে কি হয়েছে সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে দেখি। একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম একটি ট্রাক দাঁড়িয়ে আছে তখনই বুঝতে পারলাম আসলে ঘটনাটা কি ঘটেছে। তাদের এমন পরিস্থিতি দেখে আমি বাসার দিকে গেলাম কারণ সকালবেলা হাটাহাটি করার পর যদি গোসল না করি তাহলে রীতিমতো অসহ্য লাগে গা ঘামা অবস্থায় খুব বেশি সময় থাকতে পারিনা। আর সকালের দিকে খুব বেশি দোকানপাট বাজারে খোলা হয়নি তারা সেটা মেরামত করার জন্য মেকানিকদের সহযোগিতা নিবে সেটাও সম্ভব না তাই বাধ্য হয়ে তাদের অপেক্ষা করতে হলো।



20240424_074203.jpg

20240424_074126.jpg

20240424_074117.jpg



আমি বাড়িতে গিয়ে গোসল শেষ করে সকালের নাস্তা কমপ্লিট করলাম। কিছু সময় রেস্ট করে আবার বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাজারে এসে দেখলাম গাড়িটা একদম সোজা-সুজি আমাদের দোকানের সামনেই রাখা হয়েছে। কাছে গিয়ে দেখলাম টায়ারের অবস্থা খুব খারাপ, যে পরিসরে বিকট শব্দ হয়েছে তাতে এমন অবস্থা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা দুজন মিলেই টায়ার চেঞ্জ করার কাজ করছিল। মূলত সব গাড়িতেই একটা এক্সট্রা চাকা থাকে যেটা বিপদের সময় কাজে লাগে যেমনটা তাদের কাজে লেগেছিল। তাদের কষ্ট দেখে বেশ খারাপ লাগছিল দুজন মিলে টায়ারের চেঞ্জ করছিল তখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম আসলে এই ট্রাক ভর্তি কি আনা হচ্ছে?? জানতে পারলাম পুরো ট্রাক ভর্তি কয়লা।



লোকটা আমার কাছে জিজ্ঞাসা করছিল এই বাজারে খাবারের হোটেল কোথায় পরে আমি তাদের ঠিকঠাক লোকেশন জানিয়ে দিলাম কেননা তারা সকাল থেকে এই কাজে অনেক পরিশ্রম করেছেন যার কারণে বেশ ক্ষুধার্ত। সেই সাথে তাদের যে গন্তব্যস্থল সেটা কতদূর তাও জিজ্ঞাসা করল সেই উত্তরে আমি বললাম এখান থেকে আর ১৫ মিনিট সময়ে এই এক রাস্তা ধরে গেলেই আপনি আপনাদের গন্তব্যস্থল পেয়ে যাবেন। লোকটা তখন আফসোস করেই বলছিল ইশ আর এতটুকু সময় গেলেই এই ঝামেলা হতো না হয়তো ভালোভাবে পৌঁছে যেতে পারতাম। লোকটা তখন স্বীকার গেল টায়ার অতিরিক্ত গরম হয়েছিল আর মোড় ঘোরার সময় বেশি টার্নিং নিয়ে ফেলেছিল যার কারণে টায়ারে বেশি প্রেসার পড়েছে আর তার এরকম বাস্ট হয়েছে।



20240424_080034.jpg

20240424_075958.jpg

20240424_075929.jpg



গল্প গল্পে তারা বেশ দ্রুতগতিতে কাজ কমপ্লিট করেছিল কারণ সেখানে রোদের তাপ বেশ ভালোই ছিল খুব বেশি সময় টিকতে পারছিল না যত দ্রুত সম্ভব তারা কাজটা কমপ্লিট করে সামনে গিয়ে তাদের ট্রাক খালি করবে। মোটামুটি তারা টায়ার চেঞ্জ এর কাজ কমপ্লিট করে আমাদের দোকানে আসলো। প্রচন্ড গরমের কারণে তাদের পানি পিপাসা পেয়েছিল আমি তাদেরকে পানির বোতল দিলাম তারা দুজন পানি পান করে আমাদের দোকানে এসে ফ্যানের নিচে কিছু সময় বসে রেস্ট নিল। গল্পগল্পে জানতে পারলাম তারা গতকাল সিলেট থেকে রওনা দিয়েছে আর আজকে এই পর্যন্ত এসেছে। মূলত ভারী যানবাহনগুলো রাত্রেবেলা বেশি চলাচল করে কারণ তাদের দূরের পথ অতিক্রম করতে হয় তাছাড়া গাড়িগুলোতে প্রচুর মালামাল থাকে সেগুলো নিয়ে রাতের বেলায় আশা তুলনামূলক সুবিধা। যেহেতু দিনের বেলায় রাস্তা প্রচন্ড গরম থাকে যার কারণে রাতের বেলায় তাদের অনেকটা সুবিধা হয়। আসলে তাদের এরকম সমস্যার সম্মুখীন হওয়া স্বাভাবিক কারণ বর্তমানে যে পরিমাণে রোদের তাপ আর যে গরম পড়ছে রাস্তায় পিচগুলো অনেকটা নরম হয়ে যাচ্ছে তাহলে টায়ারে কতটা প্রেসার পড়ে সেটা তো বোঝাই যায়।



কিছু সময় বসে নিজেদের গা জুড়িয়ে নিল ফ্যানের নিচে অনেক সময় বসে থাকার পরে যখন গা ঠান্ডা হয়ে গেল তখন সিদ্ধান্ত নিল তারা তাদের গন্তব্য স্থলে যাবে। মূলত তাদের ট্রাকে যে কয়লা আছে সেটা ভাটার ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হবে। আমি তাদেরকে লোকেশন টা জানিয়ে দিলাম তারা আমার ব্যবহারে কৃতজ্ঞতা প্রকাশ করল। আসলে দূরের মানুষের বিপদে আমি তাদেরকে সামান্য সাহায্য করতে পেরেছি সেটাতেই নিজের কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া আপনি ছোট বা বড় যে কোন ধরনের ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পারলে দেখবেন মনের কাছে এমনিতেই অনেক ভালো লাগে।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জুন,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

প্রকৃতির ভয়াবহ রূপ দেখে সত্যিই অনেক খারাপ লাগে। বিকট শব্দ করে ট্রাকের টায়ার ব্লাস্ট হয়েছে তাহলে। আসলে গরমের কারণে এমনটা হচ্ছে। রাস্তাঘাট সবকিছুই গরম হয়ে যাচ্ছে। গরমে কেউ ভালো নেই ভাইয়া।

 13 days ago 

আসলেই গরমে প্রতিনিয়ত মানুষ এবং মানুষের জনজীবন অতিষ্ট হয়ে যাচ্ছে।

 23 days ago 

বিপদের সময় মানুষকে সাহায্য করা আসলেই খুবই ভালো একটা গুণ। বর্তমান সময়ে মানুষ বিপদে পড়া ব্যক্তিদের কে আর সাহায্য করে না। আসলে এ বছর এত বেশি গরম পড়তে শুরু করেছে তাতে সব জায়গাতেই সমস্যার শেষ নেই। গরমের পরিমাণ এত বেশি ফ্যানের নিচে বসে থেকেও যেন ভালো লাগেনা।

 13 days ago 

আরে ভাই ফ্যানের নিচে বসে থেকেও শান্তি নেই ফ্যান থেকে গরম বাতাস বের হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50