শিক্ষার মূল উদ্দেশ্য কি?? || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৩রা জ্যৈষ্ঠ | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | শীতকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000069542.png

Canva দিয়ে তৈরি



পোস্টের টাইটেল দেখে সবার মনেই ভিন্ন ভিন্ন মতামত জাগ্রত হতে পারে। কেউ চিন্তা করে পড়ালেখা শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা ভালো চাকরি করে পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকবে। কেউ আবার লেখাপড়া শিখে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে তার অনেক টাকা হবে বাড়ি গাড়ি হবে এরকম কিছু। আবার কেউ স্বপ্ন দেখে আমি লেখাপড়া শিখে একজন মানুষ হবো যার লক্ষ্য থাকবে দেশের সেবা করা দেশের মানুষের পাশে দাঁড়ানো। সবাই ভিন্ন ভিন্ন টার্গেট নিয়ে জীবনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে কিন্তু শিক্ষার মূল লক্ষ্য থাকে একজন সৎ মানুষ হিসেবে গড়ে তোলা আর শিক্ষার মাধ্যমে সার্বিক বিষয়ে জ্ঞান অর্জন করা। আপনি সমাজের একজন অশিক্ষিত মানুষের সাথে একজন শিক্ষিত মানুষের তুলনা করলেই বুঝতে পারবেন একজন অশিক্ষিত মানুষ যেকোনো সমস্যায় পড়লে একজন সুশিক্ষিত মানুষের কাছে এসে পরামর্শ নেয় কেননা শিক্ষার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। তবে সবাই শিক্ষা গ্রহণ করে কিন্তু সুশিক্ষা গ্রহণ করা ব্যক্তির সংখ্যা আমাদের সমাজে খুবই কম।

আধুনিকতার সাথে সাথে বর্তমানে শিক্ষার পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে শিক্ষার পরিধি বৃদ্ধি পেলেও মানুষের নীতিগত দিক দিয়ে প্রতিনিয়ত অবনতি হচ্ছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যদি আমরা শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করি তাহলে আমাদের নীতিগত দিক দিয়ে অবনতি হচ্ছে কেন?? হ্যাঁ আমরা শিক্ষা গ্রহণ করছি কিন্তু সুশিক্ষা কয়জন গ্রহণ করছে সেটা একটু চিন্তা করে দেখেছেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিতে গিয়ে যদি ঘুষ প্রদান করতে হয় অনৈতিক কাজ করতে হয় সে ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী কেমন শিক্ষা গ্রহণ করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়ে গেল। বর্তমানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় আপনি যেকোনো চাকরিতে যুক্ত হতে গেলে অবশ্যই আপনাকে কিছু কম বেশি এমাউন্টের ঘুষ দিতেই হবে। বাংলাদেশের এমন অবস্থা ঘুষ ছাড়া যেন কোন অফিসের কর্মকর্তা আপনাকে চিনবেই না।



আপনি যে অফিসেই যাবেন দেখবেন ঘুষের প্রচলন আছে যেন এই ঘুষের টাকা দিয়েই তাদেরকে সংসার চালাতে হয় এমন একটা অবস্থা। যে কোন অফিসে চাকরি করতে গেলে অবশ্যই পড়ালেখা জানতে হয় শিক্ষার দিক দিয়ে শিক্ষিত হতে হয়। তাহলে আপনি পড়ালেখা শিখে শিক্ষিত হয়ে একটা চাকরি করলেন আর চাকরি করে প্রতিনিয়ত জনগণের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করছেন তাহলে আপনার শিক্ষা গ্রহণের মূল লক্ষ্যটা কোথায় গিয়ে দাঁড়ালো?? কেননা শিক্ষা প্রদানের সময় প্রাইমারি লেভেল থেকে শেখানো হয় একজন সৎ মানুষ হিসেবে বড় হয়ে ওঠা। অসৎ কাজ থেকে দূরে থাকা আর দেশের সেবা করা মানবিক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখা। কিন্তু বিষয়টা এমন হয়েছে শুধু বইয়ের পাতা থেকে সেগুলো পড়ে আবার পরীক্ষার খাতায় সেটা লিখে দিলেই যেন আপনার দায়িত্ব শেষ। পুরো বিষয়টা ভালোভাবে লিখতে পারলে আপনি সুন্দর একটা সার্টিফিকেট পাচ্ছেন।



সেই সার্টিফিকেট পুঁজি করে কোন অফিসে ভালো চাকরি করছেন আর সেটাকে পুঁজি করে প্রতিনিয়ত ঘুষের টাকা গ্রহণ করে নিজে বাড়ি গাড়ি করছেন। নিম্ন পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের জীবন কাহিনী আর যারা বড় মাপের সরকারি কর্মকর্তা আছে তাদের বিষয়টা পুরোপুরি ভিন্ন। যারা বড় কর্মকর্তা তারা বড় শিক্ষাপীঠ থেকে বড় ডিগ্রী অর্জন করে বড় আকারে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। তবে বিষয়গুলো শতকরা একজন বা দুইজন এর ব্যতিক্রম হয় তাছাড়া লক্ষ্য করে দেখবেন সবাই শুধু নিজের স্বার্থের জন্য পুরোপুরি মাঠে নেমে পড়ে। আজ দেশে মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অভাব-অনটন সবকিছুর মধ্য দিয়েই দিন পার করছে কিন্তু তার মধ্যেও কিছু মানুষ কোটি টাকার সম্পদ করে বাইরের দেশে নিজেদের বাড়ি গাড়ি করছে। অন্য মানুষকে ফাঁকি দিয়ে নিজে বাড়ি গাড়ি করার শিক্ষা নিয়েই কি আপনি লেখাপড়া শিখেছেন এমন একটা প্রশ্ন কিন্তু পুরো জাতির কাছে রয়ে গেল।



আমার মনে হয় এত বেশি লেখাপড়া শিখে এত বড় চাকরি করার কোন প্রয়োজন নেই যদি আপনি মানসিক দিক দিয়ে শিক্ষিত হতে না পারেন। আপনি ছোট চাকরি করেন অল্প লেখা পড়া শিখেন কিন্তু মন মানসিকতা সে রকম তৈরি করতে হবে যেন আপনার শিক্ষা অর্জন করা সার্থক মনে হয়। মাঝে মাঝে মনে হয় মানুষের যেন বেশি শিক্ষিত হয়ে বেশি চালাক হয়ে গিয়েছে। একসময় গ্রামের মানুষের মধ্যে এতটা শিক্ষার মান বৃদ্ধি পায়নি তখন কিন্তু দেশে এতটা দুর্নীতি ছিল না এতটা অমানবিক কাজ লক্ষ্য করা যেত না। তবে যতদিন যাচ্ছে শিক্ষার প্রভাব ততটা বাড়ছে মানুষের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে আর মানুষ অমানবিক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। সবশেষে একটি কথাই বলতে চাই শুধু বইয়ের জ্ঞান অর্জন করে নিজের স্বার্থ হাসিল করার জন্য যদি আপনি শিক্ষা অর্জন করেন তাহলে আপনার সেই শিক্ষা অর্জন করা বৃথা ছাড়া আর কিছুই না। দিনশেষে শিক্ষা অর্জন করে একজন মানুষের মত মানুষ হন তাহলে আপনার শিক্ষা অর্জন সার্থক হবে।





🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

অর্থ কত দিক দিয়ে শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে ওঠা। এবং এমন কিছু শিক্ষা গ্রহণ করা যা দ্বারা সমাজের অন্য ব্যক্তিদের উপকারে আসা। তোমাদের মানুষকে সচেতন করা ভালো পথ দেখানো ‌
তবে বর্তমান সময়ে শিক্ষার মূল উদ্দেশ্যটা বদলে গিয়ে হয়েছে টাকা। শিক্ষা যেটাই হোক তার পিছনে মূল উদ্দেশ্য কিভাবে টাকা ইনকাম করা যায়।
ভালো চাকরি করা যায় দামি বাড়ি দামি গাড়ি এর মালিক হওয়া যায়।
আসলে সেবার জন্য যে শিক্ষা সেটা এখন মানুষ ভুলতে বসেছে।
অনেক গুরুত্বপূর্ণ একটি ট্রাফিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন খুবই ভালো লাগলো।

 25 days ago 

ভাইয়া কয়েকটি বানান ভুল আছে একটু শুধরে নিবেন ধন্যবাদ।

 last month 

অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় বিষয় নিয়ে আজকের আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনি অনেক সঠিক কথা লিখেছেন। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন ব্যক্তি সত্তার পরিবর্তন। মানুষের আচার ব্যবহারের পরিবর্তন একজন শিক্ষিত লোক ও অশিক্ষিত লোকের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে তার চাল চলন তার ব্যবহার আচার তার ব্যক্তিসত্তার। আমরা কখনো কখনো মনে করি মানুষ বেশি শিক্ষিত হয়ে গেলে বেশি চালাক হয়ে যায়। চাকুরীতে ঘুস লাগা এটা হচ্ছে মানুষ কিছুটা বাধ্য হয়ে করতে হয় এক্ষেত্রে শিক্ষার মূল্যবোধ নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আজকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 25 days ago 

গুছিয়ে সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64833.23
ETH 3558.77
USDT 1.00
SBD 2.35