টাকাই কী সব?? || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১০ই জ্যৈষ্ঠ | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্ম-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
বর্তমান জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে আর মানুষের চাহিদা পূরণ করতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন। জীবনের সাথে পাল্লা দিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে মূলত টাকা রোজগার করার উদ্দেশ্যে। কেননা আপনার মনে যে ইচ্ছে বা শখ রয়েছে সেই পূরণ করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে টাকা রোজগার করতে হবে। টাকা ছাড়া আপনি কখনোই আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন না। মানুষ যেন টাকা রোজদারের নেশায় নেমে পড়েছে। মানুষের জীবনে টাকাই কি সব?? অন্যের ক্ষতি করে টাকা রোজগার করা বা মানুষকে নিঃস্ব করে দিয়ে নিজের টাকা রোজগার করে তার সার্থকতা কতটুকু সেটা একটা প্রশ্ন। কারো কাছে যদি এ প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই জানাবেন। বর্তমান সমাজটাই এমন হয়ে গিয়েছে যার টাকা আছে সমাজের মানুষ তাকে অধিক মূল্যায়ন করে আর যার টাকা নেই তার কেউ মূল্যায়ন করে না। আপনাদের আশপাশের এরকম অনেক বিষয় আছে যেগুলো নিজেরাও অনুভব করতে পারেন মূলত টাকার অভাবে মানুষের মূল্যায়ন কমে যায়।
তবে তারপরেও মানুষ টাকার পিছে দৌড়াতে থাকে। মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্য টাকার প্রয়োজন যেমন ধরুন আপনি বাইরে বের হয়েছেন আপনার কিছু পছন্দ হয়েছে বা কোন খাবার খেতে ইচ্ছে করছে যদি আপনার কাছে টাকা থাকে তাহলেই সেই ইচ্ছাটা পূরণ করতে পারবেন। আবার ধরুন আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন বা আপনার মাথায় কোন আইডিয়া এসেছে কিন্তু সেটা পুরোপুরি করতে হলে আপনার অনেক টাকা প্রয়োজন সে ক্ষেত্রে আপনি কিন্তু আর সামনে আগাতে পারবেন না। এক কথায় জীবন চলার পথে প্রতিটা পদক্ষেপে টাকা বড় অবদান রাখে। তবে হ্যাঁ একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে আপনি যে টাকা রোজগার করছেন বা টাকা রোজগারের মাধ্যম বের করছেন সেটা হালাল নাকি হারাম। কারণ সৃষ্টিকর্তা হালালকে সবসময় সম্মতি দিয়েছে আর হারাম থেকে সব সময় বিরত থাকতে বলেছেন। অন্যের প্রতি জুলুম করে যদি আপনি টাকা রোজগার করেন সেটা আপনার জন্য হারাম হবে। তবে বর্তমান সময়ে মানুষ হালাল-হারাম ভুলে গিয়েছে শুধু নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মাঠে নেমেছে।
আপন ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মূলত টাকার কারনে। সন্তান বাবা ছেলের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে সম্পর্কে ফাটল ধরছে শুধু টাকার কারণে। ভালোবাসা টাকার কাছে হার মেনে যাচ্ছে। এরকম অনেক দৃশ্যপাঠ আমাদের চোখে পড়ে কিন্তু আমরা মানবিক কিছু কথা বললেও শেষ পর্যায়ে টাকার কাছে হার মেনে যাই। যারা বড় বড় কর্মকর্তা আছে তারা ঘুষের মাধ্যমে কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করছে তারা একবারও চিন্তা করে না দেশের টাকা বাইরে পাঠিয়ে দিয়ে বাস জনগণের ঠকিয়ে সেই টাকা আত্মসাৎ করে কখনো সুখে থাকা যায় না। এই ধরনের কাজে যারা যুক্ত থাকে তারা মনে করে জীবনে টাকাই সব টাকা ছাড়া জীবন মূল্যহীন। হ্যাঁ আপনি সৎপথে আয় করুন যতটা সম্ভব তার দ্বিগুণ আয় করুন সেটা সৎ পথে। সাম্প্রতিক বাংলাদেশের বেনজির আহমেদের বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন। তার বিষয়টি বলা যাক, মানুষ একটু সম্মান অর্জন করতে গেলে কত দীর্ঘ পরিশ্রম করতে হয় আর অসৎ পথে টাকা আয় করলে সেটা যখন সাধারণ মানুষের মধ্যে ফাঁস হয়ে যায় তখন আপনার সম্মানটুকু ধুলোয় মিশে যাবে। মানুষ তখন বুঝতে পারে আসলে টাকার চেয়ে মানুষের সম্মান বোধ বড়।
হ্যাঁ জীবনে টাকার প্রয়োজন আছে নিজের ইচ্ছে গুলো পূরণ করতে হলে অবশ্যই টাকা দরকার তবে সেটা সৎপথে আয় করুন। নিজের যতটুকু সাধ্য বা নিজের ইচ্ছে গুলো পূরণ করার জন্য যতটুকু টাকা ততটুকু হলেই জীবন চলে যাবে। দেখুন যারা অসৎ পথে টাকা রোজগার করে তারা প্রতিনিয়ত মানসিক চাপে থাকে কিন্তু আপনি একজন রিক্সাওয়ালার কথা চিন্তা করুন যে অল্প টাকার রোজগার করে কিন্তু দিন শেষে ছেলেমেয়ে সন্তানদেরকে নিয়ে সুখে থাকতে পারে। তার টাকা জমানো টেনশন নেই ব্যাংকে টাকা রাখার টেনশন নেই দুবেলা মেয়েদের মুখে ভাত তুলে দিতে পারলেই তার সব দুঃখ দূর হয়ে যায়। এক কথায় আপনি যত টাকার রোজগার করবেন আপনার মানসিক প্রেসার তত বৃদ্ধি পাবে। অনেকেই দ্বিমত প্রকাশ করতে পারেন, আপনার ইচ্ছে হয়েছে কানাডা ঘুরতে যাবেন কিন্তু অর্থ নেই তবে সেটা স্বল্প পরিসরে পূরণ করতে পারেন আপনি বাংলাদেশ বা ছোট কোন দেশে ঘুরতে যেতে পারেন তাই বলে অসৎ পথে টাকা রোজগার করে মানুষকে ঠকিয়ে টাকা আয় করে কানাডায় ঘুরতে যাওয়ার কোন সার্থকতা আছে বলে আমার মনে হয় না।
পরিশেষে একটি কথাই বলতে চাই জীবনে টাকা রোজগার করা বা টাকায় সবকিছু নয় আপনি মানুষ হিসেবে কতটা মানবিক সেটাই সবচেয়ে বড় বিষয়। বাস্তবে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখবেন যখন আপনি টাকার নেশা থেকে একটু বেরিয়ে আসবেন তখন অনেকটা শান্তিতে থাকতে পারবেন আর যখন আপনার মনের মধ্যে টাকার নেশা ঘুরপাক খাবে তখন কোন কাজে শান্তি পাবেন না। হ্যাঁ টাকা আয় করা একটা নেশা তবে এই নেশা থেকে যদি আপনি নিজেকে দূরে রাখতে পারেন আপনার ইচ্ছা গুলোকে যদি একটু ছোট করতে পারেন তাহলে স্বল্প টাকা দিয়েই আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। কোটি টাকার স্বপ্ন দেখার চেয়ে লাখ টাকা স্বপ্ন দেখে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন তাহলে জীবনের আসল স্বাদ উপভোগ করতে পারবেন। তবে আবার একটি কথা বলতে চাই সবার মতামতের সাথে আমার মতামতের মিল থাকবে এমনটা নয় হয়তো কারো কারো সাথে আমার মতামতের দ্বিমত পোষণ হতে পারে।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে মনে হয় টাকাই সব আবার অনেক সময় টাকা থাকলেও কেউ সুখি হতে পারে না।সুন্দর উদাহরণ দিয়েছেন ভাইয়া। বেশ ভালো লাগলো পোস্ট টি পড়ে। টাকা রোজগার করতে গিয়ে অনেক সময় মানুষ মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে। যাইহোক শুভ কামনা রইলো আপনার জন্য।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া, যার কাছে টাকা নেই তাকে কেউ মূল্যায়ন করে না। শুধুমাত্র সমাজ নয় কিছু কিছু ক্ষেত্রে পরিবারকেও দেখা যায় এরকমটা করতে। আপনার এই প্রশ্নটা কিন্তু সাধারন তবে এটার উত্তর দেওয়া আমার কাছে মনে হয় অসম্ভব। একদিকে আপনি যেমন আপনার শখ গুলো পূরণ করতে পারবেন না টাকার জন্য অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে টাকার পিছনে দৌড়ানোর কারণে আমরা আমাদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলি। আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলেই টাকা আয় করাটাকে নেশা হিসেবে না নিলে কিন্তু জীবনটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়।
বর্তমান সময়ে টাকাই সব ভাই। টাকা না থাকলে পরিবার ও ভালোবাসে না। এর পরে তো কোথাও মূল্যায়ন পাওয়া যায় না। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
আসলে দুনিয়ার বুকে বেঁচে থাকতে হলে আমাদের টাকার অনেক প্রয়োজন রয়েছে, টাকার কোন বিকল্প নেই এটা সত্য। কিন্তু টাকা সবকিছু এনে দিতে পারেনা। এ ধরুণ মানসিক প্রশান্তি,ভালোলাগা ওহ ভালোবাসা, কষ্টে ভরা একটু মুখের হাসি এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না। তবে বাচ্চা হাজার টাকার প্রয়োজন রয়েছে।
আমার কাছে মনে হয় টাকাই সব নয়। আবার মনে হয় টাকাই সব।টাকা ছাড়া কোনকিছুই করা সম্ভব নয়।তবে আমি একটা জিনিস বুঝি আর তা হলো টাকা টাকা করে নিজের স্বাদ,ইচ্ছা, ভালো লাগাকে বিসর্জন দেয়া ঠিক নয়।টাকা একদিন ঠিক আসবে।কিন্তু নিজের ছোট ছোট চাওয়াগুলো আর সেভাবে আসবে না।
বর্তমান সময়ে টাকাই সব আবার টাকা কিছু নয়।মানুষ তার স্বপ্ন পূরণ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে অসৎ উপায়ে টাকা রোজগারের পথ বেছে নিচ্ছেন।আসলে সততার সঙ্গে কম টাকা রোজগারে যে তৃপ্তি মেলে অন্যের কাছ থেকে অসৎ উপায় অবলম্বন করে বেশি টাকা রোজগার করার মধ্যে সেই আনন্দ নেই।কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতেই চায় না, সাময়িক সময়ের আনন্দ নিতে সবাই ব্যস্ত হয়ে পড়ে।আপনি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন, ধন্যবাদ ভাইয়া।