গ্রাম্য মেলা।(পর্ব-০১) || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১লা শ্রাবণ | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষা-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000079508.png

Canva দিয়ে তৈরি



আজকে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেটা গত বছরে মেলায় গিয়ে সময় কাটিয়েছিলাম সেই গল্প। আমাদের পাশের উপজেলায় প্রতিবছরাই শীতের শেষে বড় আকারে একটি মেলা হয়। আশপাশ এলাকায় এই মেলার অনুষ্ঠানটা অনেক নামকরা বিভিন্ন জায়গা থেকে এই মেলায় লোকজন আসে। এমনকি বাংলাদেশ চলচ্চিত্রের অনেক নায়ক নায়িকারা এই মেলায় অতিথি হিসেবে আসে। মেলায় সার্কাসসহ বিভিন্ন আনন্দদায়ক সব ইভেন্ট থাকে যেগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। আসলে মেলাটা আমাদের বাড়ির পাশে হয় বলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে দূরদূরান্ত থেকে যখন মানুষ এখানে আসে তখন বোঝা যায় আসলে এই এলাকাটার সুনাম কত দূরে বিস্তার করেছে। বিকেল বেলায় আমরা সিদ্ধান্ত নিলাম মেলায় যাব তো আসরের নামাজ শেষ করে সবাই প্ল্যানিং করছিলাম কোন সময় যাওয়া যায় তখন আমাদের সিনিয়র বড় ভাই বলল সন্ধ্যার দিকে যাব অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে সেখানে গরম জিলাপি খেতে যাব।



20221019_184204.jpg

20221019_184243.jpg

20221019_184309.jpg

20221019_184333.jpg

20221019_184405.jpg



ইসলামী শরীয়ত অনুযায়ী মেলায় যাওয়া হারাম তবে আমরা গিয়েছিলাম মূলত গরম জিলাপি খাওয়ার উদ্দেশ্যে ভেতরে যেসব ইভেন্ট চলছিল সেগুলো দেখার প্রতি কোন আগ্রহ ছিল না শুধু সেখানে যেসব ভিন্ন ভিন্ন দোকান সহ মজার মজার যেসব খাবারের দোকান বসে ছিল সেই সব খাবারের দোকান থেকে কিছু খাবারের টেস্ট নিব বলতে গেলে মেলার যেখানে মূল আকর্ষণ সেখানে যাইনি শুধু খাবারের দোকানগুলো পরিদর্শন করেছি আর মজার মজার কিছু খাবার টেস্ট করেছি আর সেগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কিছু ছবি এবং গল্প শেয়ার করতে এলাম। আমরা সবাই মেলার বিপরীত পাশে যে পুলিশ ক্যাম্প ছিল সেই পুলিশ ক্যাম্পের সামনে বাইক রাখলাম। বাইক রেখে সবাই হাঁটতে হাঁটতে মেলার যেসব খাবারের দোকানগুলো ছিল সেখানে ঢুকলাম তবে মেলায় খাবারের দোকানগুলো মেইন পয়েন্টের সামনেই বসানো হয়েছিল আর সেখানে গিয়েই দেখতে পেলাম সার্কাসের পুরো এরিয়াটা। আমরা যখন সেখানে গিয়েছিলাম বড় একটি হাতি সামনে ছিল। হাতির পেছনেই লাইটিংয়ের মাধ্যমে লেখা ছিল দিয়ে অলিম্পিক সার্কাস। যাই হোক তার সামনে দিয়ে যে সমস্ত খাবারের দোকানগুলো ছিল সে সমস্ত কয়েকটি খাবারের দোকানের ছবি শেয়ার করেছি আর সেখানকার তেলে ভাজা কিছু মজার খাবারের টেষ্ট নিয়েছিলাম।



20221019_184434.jpg

20221019_184442.jpg

20221019_184449.jpg

20221019_184508.jpg

20221019_184524.jpg

20221019_184534.jpg

20221019_184701.jpg



সেই দোকানগুলো পার হয়ে গিয়ে সামনে দেখলাম একটি বড় পানের দোকান। বড় পানের দোকানে আশপাশে আরো কয়েকটি ছোট আকারে পানের দোকান ছিল তবে মূলত যে বড় পানের দোকান ছিল সেখানে বিভিন্ন আইটেমের পান তৈরি করে রাখা হয়েছিল। শুধু তাই নয় একটি ব্যানারের উপরে পানের দোকানদারের ছবিসহ সদরঘাটের ফিলিপান বলে উল্লেখ করে রাখা হয়েছিল। দোকানের সামনের অংশে দুইটা পাত্রের মধ্যে এত সুন্দর ভাবে পান সাজিয়ে রাখা হয়েছিল যেটা দেখে যে কেউ কাছে এগিয়ে যাবে যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর ভাবে পানগুলো পর্যায়ক্রমে সাজিয়ে রাখা হয়েছিল। তো আমাদের মাঝে থেকে কয়েকজন সখের বসে এই পানের টেস্ট নেওয়ার জন্য পান খেয়েছিল যদিও আমি আর টেস্ট করিনি। মজার বিষয় হচ্ছে দোকানে ১০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকার পর্যন্ত পান ছিল। যেহেতু বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান তৈরি করেন সেক্ষেত্রে দামটা ভিন্ন রকম হওয়া স্বাভাবিক। আরো একটি মজার বিষয় সেটা হচ্ছে আগুন ধরিয়ে পান তৈরি করা হয় যদিও সেটা দেখার জন্য অনেক সময় অপেক্ষা করেছিলাম কিন্তু সবশেষে আর দেখা হয়নি।



20221019_184547.jpg

20221019_184554.jpg

20221019_184559.jpg

20221019_184602.jpg



পানের দোকান পার হয়ে পরবর্তী দোকানে গিয়ে দেখতে পেলাম সেখানে বিভিন্ন আইটেমের আচার তৈরি করে রাখা হয়েছে। যেহেতু আমরা সবাই বন্ধুরা গিয়েছিলাম সেহেতু আচার খাওয়ার মত তেমন লোক ছিল না তবে খাবারগুলো দেখতে বেশ লোভনীয় লাগছিল আচারগুলো দেখে লোভ লেগেছিল তাই হালকা পরিসরে কিছু আচার কিনে টেস্ট করেছিলাম যদিও আমি খুব একটা টক খেতে পারি না যার কারণে সামান্য একটু খেয়েছিলাম। সেখানে আমের আচার তেঁতুলের আচার জলপাই আচার চালতার আচার সহ অনেকগুলো আইটেম ছিল হয়তো সাথে কোন মেয়ে থাকলে তারা দোকান সহ খেতে চাইত হা হা হা, কমিউনিটির কোন আপু আবার মাইন্ড করবেন না আমি কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলি নাই 😜। আচারের দোকানের পেছনে একটি বড় ব্যানারে আচারের দোকানদারের নাম সহ ঠিকানা উল্লেখ করে রাখা হয়েছিল সেই সাথে মোবাইল নাম্বার দিয়ে রাখা হয়েছিল আর তার সাইডে উল্লেখ করা হয়েছিল অনলাইনে আচার পাঠানো হয়।

আজকে আচারের দোকান পর্যন্তই শেষ করছি পরবর্তী পর্বে মেলার আরো কিছু দোকানের ফটো সহ বিস্তারিত কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়জুলাই,২০২৪



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

সত্যি বলেছেন ভাইয়া মেলায় যাওয়া হারাম। যাইহোক আপনারা মেলায় গিয়ে বেশ ভালো খাবার খেয়েছেন।আসলে বন্ধুরা মিলে এভাবে মেলায় গিয়ে গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। আপনি দেখছি আবার টক আচার খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

মেলায় আমরাও খাওয়ার জন্যই যায়।আর জিলাপি তো মেলার মূল আকর্ষণ। মেলায় যেতে আমারো খুব ভালো লাগে।ভালো লাগলো আপনার গল্পটা পরে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

এরকম গ্রাম্য মেলা বেশ কয়েক বছর পর আপনার এই পোস্টের মাধ্যমেই দেখতে পেলাম। আসলে আমরা যখন আগেই গ্রামে বসবাস করতাম তখন এ ধরনের মেলায় প্রায়ই যাওয়া হতো কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনে সে বিষয়গুলো কোথায় যেন হারিয়ে গেছে। আপনার পোস্টটি অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ।

 last month 

প্রতি বছর শীত শেষে এরকম বড় পরিসরে মেলা হয় জেনে ভালো লাগলো। পানগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। মেলায় গেলে এই পানগুলো দেখে আমার খুবই ভালো লাগে। কিন্তু কখনো খাওয়া হয়নি। মেলায় ভ্রমণের এবারের পর্ব দেখে ভালো লাগলো ভাইয়া।

 last month 

গ্রামীন মেলায় খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। হাতিটাই কি সার্কাস দেখাচ্ছিলো নাকি?? সাধারণত মেলায় এসব দৃশ্য কখনোই দেখা হয়নি। মসলা সহ বিভিন্ন রকম পানের ফটোগ্রাফি টা দেখে অনেক ভালো লেগেছে। এই ধরনের পানগুলো এখন কম বেশি সব মেলাতেই দেখা যায়। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

গ্রামের গ্রাম্য মেলা গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।আজকে আপনি গ্রাম্য মেলায় ভ্রমণের দারুন কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভাইয়া।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে বেশ ঝাঁকজনক আয়োজন করা হয়েছিল মেলায়।আমরাও আপনার পোস্টের মাধ্যমে বেশ সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64256.72
ETH 2794.77
USDT 1.00
SBD 2.65