ফিরে আসা। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৩০শে শ্রাবণ | ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | বর্ষা-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
নিজের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে কমিউনিটিতে নিয়মিত পোস্ট করতে পারছি না। তাছাড়া দেশের পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক ছিল যার কারণে ইন্টারনেট সেবা থেকে মাঝে মাঝে বিচ্ছিন্ন থাকতে হয়েছে যার কারণে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে একটু কষ্ট হয়েছে। দেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে তাই নিজের সমস্যা কাটিয়ে আবার কাজে ফেরার চেষ্টা করছি। মূলত আমার বড় ভাই একটি কাজের জন্য ভারতে গিয়েছিল। একটানা ৪৩ দিন পর গতকালকে বাসায় ফিরেছে সে ক্ষেত্রে নিজের কাজের ক্ষেত্রে একটু স্বস্তি পেলাম। ভাইয়া থাকলে পারিবারিক কাজগুলোতে আর বাড়তি প্রেসার নিতে হয় না সে ক্ষেত্রে নিজের কাজে পুরোপুরি ফোকাস দিতে পারি। কমিউনিটিতে কাজ শুরু করার পর থেকেই একটানা দীর্ঘদিন যাবত সুপারএক্টিভ লিস্টে অবস্থান করেছি আবার এমন হয়েছে এক সপ্তাহ সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে বাদ পড়লে পরবর্তী সপ্তাহে আবার নিজেকে পুনরায় সুপার অ্যাক্টিভ লিস্টে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক যেহেতু প্রেসার কমে গিয়েছে সে ক্ষেত্রে আবার সুপার অ্যাক্টিভ লিস্টে থাকার চেষ্টা করব।
বর্তমান পরিস্থিতিতে মার্কেট তুলনামূলক অনেকটা ডাউন যার কারণে অনেক ইউজার আগের মত কাজ করছে না। তবে একটা বিষয় লক্ষ্য করেছি যখন মার্কেট ভালো থাকে তখন সাধারণ ইউজারদের কাজের প্রতি আগ্রহ বেশি থাকে তবে আমার ক্ষেত্রে হয়তোবা বিষয়টা ভিন্ন রকম বলতে পারেন। মার্কেট যেমনি থাক না কেন নিজের কাজের প্রতি ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করি। কমিউনিটির প্রতি যে একটা ভালোবাসা আছে সেটা প্রকাশ করার চেষ্টা করি। তাছাড়া কমিউনিটিতে নিয়মিত কাজের ক্ষেত্রে নিজের সময়টা ভালোভাবে অতিবাহিত করতে পারি সাধারণ ইউজারদের সাথে আড্ডা দিয়ে সুন্দর সময় পার করতে পারি। এক কথায় বলতে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়।
স্বাভাবিক অবস্থায় একজন মানুষ যখন একা থাকে বা কোন কাজ ছাড়া নিরিবিলি থাকে তখন সেই ব্যক্তির মনে নানান অপকর্ম ঘুরপাক খায় অর্থাৎ অলস মস্তিষ্কে শয়তান বাসা বাধে। আপনি যদি ছোট-বড় একটা কাজের সাথে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সে ক্ষেত্রে আপনি পুরোটা সময় ব্যস্ততার মাঝে পার করবেন সে ক্ষেত্রে আপনার মস্তিষ্কে আজেবাজে কোন চিন্তা আসবেনা। অনেকেই আছে অবসরে নিজের গুরুত্বপূর্ণ সময়টা নিজের ফেসবুকে বা ইউটিউবে পার করে দেয় সে ক্ষেত্রে শুধু আপনি বিনোদন পাবেন তার কোন বেনিফিট পাবেন না। কিন্তু যদি এখানে সময় দেন সে ক্ষেত্রে বিনোদন পাবেন সেই সাথে কিছু বেনিফিট পাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে ব্লগ এখানে শেয়ার করবেন সেটায় যখন সাপোর্ট পড়বে তখন সবচেয়ে বেশি বিনোদন পাবেন। আর এই বিনোদন অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পারকরা সময়ের সাথে তুলনা করতে পারবেন না।
আবার দেখবেন যখন আপনার মন খারাপ থাকবে তখন যদি কমিউনিটির বিভিন্ন ইউজারদের সাথে সময় কাটান সে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কয়েকজন মানুষের সাথে কথা বলার পরে আপনার মনের পরিবর্তন আসবে অর্থাৎ মন-মানসিকতা পরিবর্তন হবে। সহজ কথা বলতে গেলে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে গেলেও কমিউনিটিতে যদি নিয়মিত সময় দেন সে ক্ষেত্রে সব ধরনের মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে বিষয়টি লক্ষ্য করেছি যখন অনেকটা মন খারাপ থাকে তখন যদি জেনারেল চ্যাটে গিয়ে সবার সাথে বিভিন্ন আড্ডায় মেতে উঠি সে ক্ষেত্রে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায় আর এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক লাগে। এজন্যই চেষ্টা করি প্রতিটা সময় জেনারেল চ্যাটে সবার সাথে অ্যাক্টিভ থাকতে সেক্ষেত্রে সময়টা ভালো কাটে মন ভালো থাকে।
যাই হোক কমিউনিটি থেকে বেশ কয়েকদিন একটু দূরে ছিলাম এই জন্য মনে জমে থাকা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো এই কথাগুলো শেয়ার করার পরে মনটা অনেক হালকা লাগবে যার কারণে মনের কথাগুলো ঝেড়ে দিলাম। ভালোবাসার কোন স্থান ভালবাসার কোন মানুষ যেটাই বলেন তা থেকে যদি দীর্ঘদিন দূরে থাকেন সে ক্ষেত্রে যখন সেই ভালোবাসার মানুষ বা ভালোবাসার স্থানে আবার ফিরে আসবেন সেক্ষেত্রে মনের মধ্যে আলাদা একটা আবেগ কাজ করে। মাঝে হয়তো পোস্ট শেয়ার করেছি কিন্তু মন খুলে কথাগুলো বলতে পারিনি। কমিউনিটি থেকে দূরে ছিলাম আবার নিজের ধারাবাহিকতা ধরে রেখে আজ থেকে কাজ শুরু করছি ইনশাআল্লাহ। কাজ শুরু করার আগে নিজের মনের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
https://x.com/KaziRai39057271/status/1823748615992725877
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাইয়া নেটে সমস্যা আবার দেশের সব দিক দিয়ে কাজ করতে সবার হিমসিম খেতে হচ্ছে। যাইহোক আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন জেনে সত্যি অনেক ভালো লাগলো। আসলে একটা কাজের ওপর থাকলে বেশ ভালো লাগে। আর এখানে কাজ করে আনন্দ ও বেনিফিট সব পাওয়া যায়। ধন্যবাদ আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
প্রায় এক মাস আমিও কমিউনিটিতে ঠিকমতো একটিভ না। এটার কারণ ঐ সমস্যা। সত্যি কাজ না থাকলে মানুষের মস্তিষ্কে নানান চিন্তা ঘুরপাক খায়। এখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে কমিউনিটির সাথে থাকতে পেরে। এভাবেই ফিরে আসা চলতে থাকুক আমাদের। আশাকরি এইরকম অনাকাঙ্খিত পরিস্থিতি আর তৈরি হবে না।
যাই হোক এখন সবাই স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারলে আলহামদুলিল্লাহ।
আপনার ভাইয়া তো অনেক দিন ভারতে ছিল তাহলে। যাই হোক এখন উনি আসার কারণে আপনার প্রেসার অনেকটা কমে গেল। অনেকদিন পর আবার কাজে ফিরেছেন দেখে ভালো লাগলো। আশা করি এখন থেকে আবারও কাজের ধারাবাহিকতা ঠিক রাখবেন। শুভকামনা রইলো ভাইয়া।
হ্যাঁ কাজের ধারাবাহিকতায় ফিরেছি সেই সাথে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।